IND vs PAK: মেলবোর্নে কি আজ বৃষ্টির ভ্রুকুটি? ভারত-পাক ম্যাচে কেমন থাকবে আবহাওয়া?
T20 World Cup, IND vs PAK: অস্ট্রেলিয়ার মাটিতে হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আজ, রবিবার মেলবোর্নে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান।
মেলবোর্ন: আজ মেলবোর্নে সুপার ডুয়েল। ২২ গজে ফের ভারত-পাক (India vs Pakistan) ম্যাচ। কিন্তু আদৌ কি পুরো ওভার খেলা হবে? অস্ট্রেলিয়ার (Australia) বিভিন্ন প্রান্তে বেশ কিছুদিন ধরেই বৃষ্টি হচ্ছে। যা কিছুটা চিন্তায় ফেলে দিয়েছিল সবাইকে। মেগা ইভেন্টে এত হাইভোল্টেজ ম্যাচ। কিন্তু সেই ম্যাচ যদি ভেস্তে যায়, তা নিয়েই আশঙ্কা ছিল। তবে কিছুটা খুশির খবর সমর্থকদের জন্য। আংশিক মেঘলা আকাশ থাকলেও এদিন সেভাবে বৃষ্টির দেখা মেলেনি। এমনকী রোদের দেখাও মিলেছে মেলবোর্নের আকাশে।
Slightly overcast day at #Melbourne ahead of #IndiaVsPakistan #T20WorldCup clash. Rain forecast has improved for evening, but rains still expected. Hopefully they miss the 4 hour window of the match. pic.twitter.com/TKbf1oeMNg
— Shivani Gupta (@ShivaniGupta_5) October 23, 2022
Stunning scene at Melbourne ground. pic.twitter.com/M7m3pVTSMR
— Vimal कुमार (@Vimalwa) October 22, 2022
অভিনব উপায়ে স্বাগত
টিম ইন্ডিয়ার অনুরাগীরা মেলবোর্নের রাস্তায় ভারতীয় তারকাদের ছবি এঁকে তাদের বিশ্বকাপের জন্য মেলবোর্নে স্বাগত জানালেন। ছবিতে ভারতীয় দলের তিন জনপ্রিয় তারকা এবং মেলবোর্ন মাঠ দেখা যাচ্ছে। প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি, বর্তমান অধিনায়ক রোহিত শর্মা এবং তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যকে এই ছবিতে দেখা যাচ্ছে। মেলবোর্ন শহরের সরকারি ট্যুইটার হ্যান্ডেলে এই ছবি দেখা গিয়েছে। শুধুমাত্র রাস্তায় বিরাটদের ছবি এঁকেই নয়, মেলবোর্নে ভারতীয় দল ঘিরে এমনিও উন্মাদনার কোনও কমতি নেই।
অনুশীলনে ভিড়