এক্সপ্লোর
Advertisement
জানেন কি সচিন তেন্ডুলকর একবার পাকিস্তানের হয়ে খেলেছিলেন?
মুম্বই: লিটল মাস্টার সচিন তেন্ডুলকরের আজ ৪৫ তম জন্মদিন। আর সেই জন্মদিনেই নিজের আত্মজীবনী থেকে এক অজানা তথ্য সকলের সামনে প্রকাশ করে দিলেন সচিন তেন্ডুলকর। সেই আত্মজীবনীতেই সচিন জানিয়েছেন, ১৩ বছর বয়সে পাকিস্তানের হয়ে একবার ফিল্ডিং করেছিলেন সচিন।
১৯৮৭ সালে ভারত-পাকিস্তানের মধ্যে এক প্রদর্শনী ম্যাচে পাকিস্তানের হয়ে ফিল্ডিং করেন সচিন। ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ার পঞ্চাশ বছর পূর্তিতে মুম্বইয়ের ব্রেবর্ন স্টেডিয়ামে জানুয়ারির ২০ তারিখ এই প্রদর্শনী ম্যাচটি হয়। ৪০ ওভারের ম্যাচ ছিল।
ওই ম্যাচে আম্পায়র হিসেবে ছিলেন মার্কাস কুটো। তিনিই এক সাক্ষাতকারে জানান, ইমরান খান সেসময় সিসিআইয়ের অধিনায়ক হেমন্ত কেনকেরকে বলেছিলেন, তাঁর দলের কিছু প্লেয়ার লাঞ্চ বিরতিতে হোটেলে বিশ্রাম করতে যাচ্ছেন। তিনি যদি তিন চারজন প্লেয়ার দিতে পারেন। সেটা শুনে সচিন হেমন্ত কে মরাঠি ভাষায় জিজ্ঞেস করেন, সে কি যাবে খেলতে? সিসিআইয়ের অধিনায়ক কোনও রকম প্রতিক্রিয়া দেওয়ার আগেই, পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে ফিল্ডিং শুরু করেন সচিন। প্রায় ২৫ মিনিট সেদিন ফিল্ডে ছিলেন সচিন। তবে সেই ম্যাচে পাকিস্তানকে ছ উইকেটে হারিয়ে দেয় ভারত।
ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে গণ্য করা হয় সচিন তেন্ডুলকরকে। তাঁর ক্রিকেট কেরিয়ারে একাধিক রেকর্ড গড়েছেন লিটল মাস্টার, জিতেছেন বহু পুরস্কার। ২০১৩ সালের নভেম্বরে সবধরনের ক্রিকেট থেকে অবসর নেন সচিন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
অফবিট
Advertisement