(Source: ECI/ABP News/ABP Majha)
IND vs WI: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেন স্যামসনের জার্সি পরে মাঠে নেমেছিলেন সূর্য?
Suryakumar Yadav: সূর্যর জার্সি নম্বর ৬৪। স্যামসনের জার্সি নম্বর ৯। সঞ্জু প্রথম ওয়ান ডে-তে ভারতীয় একাদশের অংশ ছিলেন না। সূর্য একাদশে সুযোগ পেয়েছিলেন।
বার্বাডোজ: ওয়েস্ট ইন্ডিজের (IND vs WI) বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলতে নেমেছে ভারতীয় দল (Indian Cricket Team)। প্রথম ম্য়াচে ভারতীয় দল হেসেখেলে ৫ উইকেটে জয় ছিনিয়ে নেয়। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) দল। কিন্তু ম্যাচে একটি অদ্ভুত বিষয় সবার নজরে এসেছে। যা সোশ্য়াল মিডিয়াতেও ভাইরাল হয়ে গিয়েছে। সূর্যকুমার যাদবকে দেখা গিয়েছে ম্যাচে সঞ্জু স্যামসনের জার্সি পরে খেলতে নামতে। সূর্যর জার্সি নম্বর ৬৪। স্যামসনের জার্সি নম্বর ৯। সঞ্জু প্রথম ওয়ান ডে-তে ভারতীয় একাদশের অংশ ছিলেন না। সূর্য একাদশে সুযোগ পেয়েছিলেন। কিন্তু স্যামসনের ৯ নম্বর জার্সি পরেই মাঠে নেমেছিলেন সূর্যকুমার। কিন্তু কেন? ম্যাচের পর জানা গেল আসল কারণ।
ভারতের তারকা ব্যাটার জানিয়েছেন যে টিম ম্যানেজমেন্টের তরফে যে জার্সি তাঁকে দেওয়া হয়েছিল, তা মাপে ছোট হচ্ছিল। সূর্যকুমার লার্জ সাইজের জার্সি পরেন। তাঁকে দেওয়া হয়েছিল মিডিয়াম সাইজের। ফলে আপদকালীন পরিস্থিতিতে স্যামসনের জার্সি পরেই মাঠে নামতে হয়েছিল সূর্যকে। আইসিসির নিয়ম অনুযায়ী জার্সির পেছনে নম্বর ও নামের জায়গাতে কোনও ট্যাপ লাগাতে পারবেন না কোনও প্লেয়ার। ফলে সূর্যর কোনও উপায় ছিল না স্যামসনের নাম লেখা জার্সি পরা ছাড়া।
উল্লেখ্য়, প্রথম ওয়ান ডে ম্যাচে ক্যারিবিয়ানদের কার্যত কুপোকাত করলেন কুলদীপ-কিষাণরা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের আন্তর্জাতিকে ৫ উইকেটে জিতল ভারত। প্রথমে ব্যাট করতে নেমে ২৩ ওভারের মধ্যে ১১৪ রানে গুটিয়ে গিয়েছিল ক্যারিবিয়ান ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে সহজেই ২২.৫ ওভারে ৫ উইকেট খুইয়ে যে লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় ভারত।
ভারতীয় ব্যাটারদের পক্ষে ইশান কিষাণ (৫২) হাফ সেঞ্চুরি হাঁকান। ওপেন করতে নামা শুবমন গিল (৭), তিনে সূর্যকুমার যাদব (১৯) ও হার্দিক পাণ্ড্য (৫) ব্যাট হাতে বড় রান না পেলেও অল্প রানের লক্ষ্যমাত্রার সামনে ভাল ইনিংস খেলেন ভারতের কিপার-ব্যাটার ইশান কিষাণ। ৪৬ বলে ৭ টি চার ও ১ টি ছক্কার সাহায্যে ৫২ রানের ইনিংস খেলেন তিনি। শার্দুল ঠাকুর (১) ব্যর্থ হলেও রবীন্দ্র জাদেজা (অপরাজিত ১৬) ও সাত নম্বরে ব্যাট করতে নেমে অধিনায়ক রোহিত শর্মা (অপরাজিত ১২) সহজেই বাকি কাজটা সেরে ফেলেন। দুরন্ত জয়ের সুবাদে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।
ম্যাচের প্রথম ভাগে ভারতীয় বোলারদের স্পিন-জালে নাজেহাল ক্যারিবিয়ানরা। কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা জোড়া ঘূর্ণির দাপটে কাত ক্যারিবিয়ানরা। ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে মাত্র ১১৪ রানে অলআউট তারা। ক্যারিবিয়ান ইনিংস ক্রিজে টেকে মাত্র ২৩ ওভারে। কুলদীপ ৪ টি ও জাদেজা ৩ টি উইকেট নেন। ভারতের ওডিআই ক্রিকেট ইতিহাসে এই প্রথমবার স্পিনাররা বিপক্ষের ৭ উইকেট তুলে নিলেন।
মাত্র ৮ ওভারের মধ্যে শেষ ৬ উইকেট খোওয়াত ক্যারিবিয়ানরা। কুলদীপ যাদব মাত্র ৩ ওভার বল করে ৪ উইকেট তুলে নেন। ভারতের চায়নাম্যান বোলারের ৩ ওভারের মধ্যে ২ টিই মেডেন। কুলদীপের চার উইকেটের পাশাপাশি ৩ উইকেট নেন রবীন্দ্র জাদেজা। আর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের মঞ্চে মুকেশ কুমার, হার্দিক পাণ্ড্য ও শার্দুল ঠাকুর একটি করে উইকেট নেন।