Women's Asia Cup Hockey: নিয়মরক্ষার ম্যাচে চিনের বিরুদ্ধে জয়, এশিয়া কাপ মহিলা হকিতে ব্রোঞ্জ ভারতের
Women's Asia Cup Hockey: এদিন ম্য়াচের প্রথম কোয়ার্টারেই ১-০ গোলে এগিয়ে গিয়েছিল ভারত। গুরজিতের প্রথম প্রচেষ্ট আটকে দিলেও রিটার্ন থেকে জালে বল জড়িয়ে দেন শর্মিলা দেবী।
নয়াদিল্লি: মহিলাদের এশিয়া কাপ হকিতে ব্রোঞ্জ জয় ভারতের। চিনকে ২-০ ব্যবধানে হারিয়ে দিল সবিতা দেবীরা। সেমিফাইনালে কোরিয়ার বিরুদ্ধে হেরে সোনা জয়ের স্বপ্নভঙ্গ হলেও চিনকে হারিয়ে ব্রোঞ্জ জিতে নিল ভারতীয় দল। দলের হয়ে দুটো গোল করেন শর্মিলা দেবী ও গুরজিৎ কৌর। এদিন ম্য়াচের প্রথম কোয়ার্টারেই ১-০ গোলে এগিয়ে গিয়েছিল ভারত। গুরজিতের প্রথম প্রচেষ্ট আটকে দিলেও রিটার্ন থেকে জালে বল জড়িয়ে দেন শর্মিলা দেবী। তবে দ্বিতীয় কোয়ার্টারে গোল করেন গুরজিৎ নিজেই। তাঁর বুলেট গতিতে ফ্লিক আটকাতে ব্যর্থ হন চিনের গোলরক্ষক।
এর আগে সিঙ্গাপুরের বিরুদ্ধে ম্য়াচে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল। পুল-এ'র ম্যাচে এদিন সিঙ্গাপুরকে কার্যত একপেশে ম্যাচে খড়কুটোর মতো উড়িয়ে দেন ভারতীয় মহিলারা। গতবারের চ্যাম্পিয়ন দল ভারতের আক্রমণাত্মক হকির কোনও উত্তর ছিল না সিঙ্গাপুরের মেয়েদের কাছে। উল্লেখ্য, প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৯-০ গোলে হারানোর পরে জাপানের কাছে ২-০ গোলে হারতে হয়েছিল ভারতকে। তাদের তৃতীয় ম্যাচে সিঙ্গাপুরকে ৯-১ গোলে হারিয়ে ভারত সেই হারের যন্ত্রণা ভুলে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছিল তারা। সেই ম্যাচে, দলের হয়ে হ্যাটট্রিক করেছিলেন গুরজিৎ কউর। জোড়া গোল এসেছিল মনিকা এবং জ্যোতির স্টিক থেকেও। কিন্তু কোরিয়ার বিরুদ্ধে যদিও হেরে যেতে হয় তাদের। উল্লেখ্য, এবারের টুর্নামেন্টে শুরুটা দারুণ করেছিল ভারতীয় দল। প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৯-০ গোলে হারানোর পরে জাপানের কাছে ২-০ গোলে হারতে হয়েছিল ভারতকে।
তবে এশিয়ান হকি টুর্নামেন্টে ব্রোঞ্চ জিতেই সন্তুষ্ট থাকতে হলেও সিঙ্গাপুরের বিরুদ্ধে জয়ের ফলে বিশ্বকাপের যোগ্যতাও অর্জন করে ফেলল ভারত। কারণ, এই টুর্নামেন্টের সেরা চার দল বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে বলে আগেই ঠিক ছিল। ভারত শেষ চারে পৌঁছে সেই যোগ্য়তামান স্পর্শ করল।
আরো পড়ুন: আবেগ সামলে ডার্বির আগে ছেলেদের লক্ষ্যে স্থির থাকার পরামর্শ এটিকে মোহনবাগান কোচের