(Source: ECI/ABP News/ABP Majha)
Women's World Cup: নাইজিরিয়াকে টাইব্রেকারে হারিয়ে মহিলা বিশ্বকাপের শেষ আটে ইংল্যান্ড
Eng vs Nig: অতিরিক্ত সময় ম্যাচ গোলশূন্য থাকায় লড়াই গড়িয়েছিল টাইব্রেকারে। শেষমেশ টাইব্রেকারে নাইজিরিয়াকে ৪-২ গোলে হারিয়ে মহিলা ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল ইংল্যান্ড।
সিডনি: মহিলাদের ফুটবল বিশ্বকাপের শেষ আটে পৌঁছে গেল ইংল্যান্ড। রুদ্ধশ্বাস ম্যাচে নাইজিরিয়াকে হারিয়ে।
নির্ধারিত ৯০ মিনিটে গোলশূন্য ছিল ইংল্যান্ড বনাম নাইজিরিয়া ফিফা মহিলা বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচ। অতিরিক্ত সময়েও দু'দলের কেউই প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি।
অনেকে ভেবেছিমলেন. চমক দেবে নাইজিরিয়া। শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়ার সুযোগ ছিল নাইজিরিয়ার মহিলাদের সামনে। নাইজিরিয়ার ফুটবলারকে পা দিয়ে মাড়িয়ে দেওয়ার জন্য লাল কার্ড দেখেন ইংল্যান্ডের লরেন জেমস। অতিরিক্ত সময়ে ইংল্যান্ডকে লড়াই চালাতে হয় ১০ জনে। কিন্তু সুযোগের সদ্বব্যহার করতে পারেনি আফ্রিকা়র দল।
অতিরিক্ত সময় ম্যাচ গোলশূন্য থাকায় লড়াই গড়িয়েছিল টাইব্রেকারে। শেষমেশ টাইব্রেকারে নাইজিরিয়াকে ৪-২ গোলে হারিয়ে মহিলা ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল ইংল্যান্ড। শেষ আটের লড়াইয়ে ইংল্যান্ডকে মাঠে নামতে হবে কলম্বিয়া বনাম জামাইকা ম্যাচের জয়ী দলের বিরুদ্ধে।
Our @Lionesses will play Colombia or Jamaica in the #FIFAWWC quarter-finals on Saturday! 🙌https://t.co/VRB3voqlfE
— England (@England) August 7, 2023
ম্যাচের শুরু থেকে নাইজিরিয়ার দাপট ছিল বেশি। তবে তাদের বেশিরভাগ আক্রমণ বিপক্ষের গোলমুখে এসে খেই হারাচ্ছিল। ইংল্যান্ডের পোস্ট লক্ষ্য করে ১৩টি শট নেয় নাইজিরিয়া। তবে মাত্র ২টি শট গোলকিপারের কাছে পৌঁছয়। বাকি ১১টি শট লক্ষ্যভ্রষ্ট। ইংল্যান্ড সেখানে নাইজিরিয়ার পোস্ট লক্ষ্য করে মোট ১০টি শট নেয়। নাইজিরিয়ার গোলকিপার ম্যাচে মোট ৪টি গোল বাঁচান। যদিও টাইব্রেকারে বিশেষ কিছু করে দেখাতে পারেননি নাইজিরিয়ার গোলকিপার নাদোজি। টাইব্রেকারে ইংল্যান্ডের হয়ে চারটি গোল করেন যথাক্রমে বেথানি, রাচেল ড্যালি, অ্যালেক্স গ্রিনউড ও ক্লোই কেলি। নাইজিরিয়ার হয়ে ২টি গোল করেন যথাক্রমে রাশিদাত আজিবাদে ও ক্রিশ্চি উচেইব।
আরও পড়ুন: Rahul Dravid: ক্রিকেটের কিংবদন্তি, সময় পেলেই বসে যান জয়-বীরু-গব্বরের শোলে দেখতে
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন