এক্সপ্লোর
Advertisement
ধোনি রান আউট হওয়ার সময় বৃত্তের বাইরে ছয় ফিল্ডার! সোশ্যাল মিডিয়া সরগরম ‘নো-বল’ বিতর্কে
ধোনি রান আউট হতেই চলতি বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হল কোটি কোটি ভারতীয় সমর্থকের।ধোনির সঙ্গে সপ্তম উইকেটে ১১৬ রানের পার্টনারশিপের পর রবীন্দ্র জাডেজার আউট হয়ে যাওয়ার পর ওই ঘটনা ঘটে।ওই জুটি প্রায় অসম্ভবকে সম্ভব করার দুরন্ত একটা চেষ্টা করেছিলেন। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি।
ম্যাঞ্চেস্টার: বিশ্বকাপের সেমিফাইনালে ধোনি যে বলে আউট হলেন, সেটি নো-বল ছিল।এমন দাবি ঘিরে প্রবল বিতর্ক ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বিশ্বকাপে এটাই ছিল সম্ভবত মহেন্দ্র সিংহ ধোনির শেষ ইনিংস। সেই ইনিংস শেষ হল মার্টিন গাপ্টিলের দুরন্ত একটা থ্রো-তে।
ধোনি রান আউট হতেই চলতি বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হল কোটি কোটি ভারতীয় সমর্থকের।ধোনির সঙ্গে সপ্তম উইকেটে ১১৬ রানের পার্টনারশিপের পর রবীন্দ্র জাডেজার আউট হয়ে যাওয়ার পর ওই ঘটনা ঘটে।ওই জুটি প্রায় অসম্ভবকে সম্ভব করার দুরন্ত একটা চেষ্টা করেছিলেন। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। ৯২ রানে দল যখন ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়েছে, তখন ধোনি ক্রিজে আসেন। শেষ পর্যন্ত।৭২ বলে ৫০ রান করে আউট হন তিনি। জাডেজা আউট হওয়ার পর ফিনিসার ধোনির অপেক্ষায় বুক বাঁধছিলেন সমর্থকরা। ধোনি ক্রিজে থাকায় ম্যাচের উত্তেজনা শেষ ওভার পর্যন্ত গড়াতে পারে বলে মনে করা হচ্ছিল। লকি ফার্গুসনের বলে ওভারবাউন্ডারি মেরে শুরুটা ভালোই করেছিলেন ধোনি। ফার্গুসনের ওভারের দ্বিতীয় বলটা করার সময় টিভি স্ক্রিনে একটি গ্রাফিক দেখা গিয়েছে, যাতে দেখানো হয় যে, ৩০ গজ বৃত্তের বাইরে ছয়জন ফিল্ডার রেখেছিল নিউজিল্যান্ড। ট্যুইটারে এ সংক্রান্ত একটি ভিডিও ওই ডেলিভারির বৈধতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক তৈরি করেছে। কারণ, নিয়ম অনুযায়ী, তৃতীয় পাওয়ার প্লে-তে বৃত্তের বাইরে পাঁচ ফিল্ডার রাখা যেতে পারে। তবে ওই ডেলিভারিটি নো-বল হলেও ধোনি রান আউট হতেন। কারণ, নো-বলে ব্যাটসম্যানকে রান আউট করা যায়।WHAT A MOMENT OF BRILLIANCE!
Martin Guptill was ???????? to run out MS Dhoni and help send New Zealand to their second consecutive @cricketworldcup final! #CWC19 pic.twitter.com/i84pTIrYbk — ICC (@ICC) July 10, 2019
There were 6 fielders outside the 30 yard circle when Dhoni was run out. Shame on Umpires for this level of awareness and that too in World Cup Semi-final ???????????? pic.twitter.com/ocA8xSuNbz
— MasterYoda (@PrasidthJ) July 10, 2019
Glaring umpiring error? Could they afford this in a World Cup semi final? 6 players outside the circle... how long did they play like that in P3? #INDvNZL #Dhoni pic.twitter.com/Hb5UlA4tsI
— Anand Narasimhan (@AnchorAnandN) July 10, 2019
What A great Umpiring Skills....The Ball Msd became runout should be given as NoBall...& Dhoni should have played and India have Won....What A Great WC?What a great exhibition of Umpiring skills???? pic.twitter.com/1Xthq2Qyjv — L@cchi (@LacchiOrange) July 10, 2019
There weren’t six fielders outside the circle. And even if there were you can be run out off a no-ball.
— Anand Vasu (@anandvasu) July 10, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement