এক্সপ্লোর
Advertisement
দেখুন, স্মিথকে প্রতারক বলে কটাক্ষ করা দর্শকদের চুপ করতে বললেন বিরাট
অতীতে একাধিকবার খেলার সময় স্মিথের সঙ্গে বিরাটের উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। কিন্তু তা সত্ত্বেও স্মিথের পাশে দাঁড়িয়েছেন বিরাট।
লন্ডন: ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি আগ্রাসী মেজাজের জন্য পরিচিত। খেলার সময় তাঁকে প্রায়ই উত্তেজিত হতে দেখা যায়। কিন্তু গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ব্যাটিং করার সময় সম্পূর্ণ অন্য বিরাটকে দেখা গেল। সেই সময় বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন স্টিভ স্মিথ। বল-বিকৃতি কাণ্ডের কথা মনে করিয়ে তাঁকে প্রতারক বলে কটাক্ষ করতে থাকেন ভারতীয় সমর্থকরা। সেটা লক্ষ্য করে দর্শকদের চুপ করতে বলেন বিরাট। তিনি ভারতীয় সমর্থকদের পক্ষ থেকে স্মিথের কাছে ক্ষমাও চেয়ে নেন।
With India fans giving Steve Smith a tough time fielding in the deep, @imVkohli suggested they applaud the Australian instead.
Absolute class ???? #SpiritOfCricket #ViratKohli pic.twitter.com/mmkLoedxjr
— ICC (@ICC) June 9, 2019
পরে এই ঘটনা সম্পর্কে বিরাট করেছেন, ‘অনেক ভারতীয় সমর্থক থাকায় আমি চাইনি খারাপ উদাহরণ তৈরি হোক। আমার মনে হয়, উত্যক্ত করার মতো কিছু করেনি স্মিথ। ও শুধু ক্রিকেট খেলছে। ওর জন্য আমার খারাপ লেগেছে, কারণ আমি যদি ওর জায়গায় থাকতাম, আমার সঙ্গে যদি কিছু হত, সেটার জন্য ক্ষমা চেয়ে, সেটা স্বীকার করে নিয়ে যদি মাঠে ফিরতাম, তারপর আমাকে উত্যক্ত করা হলে আমারও খারাপ লাগত। সেই কারণেই দর্শকদের পক্ষ থেকে স্মিথের কাছে ক্ষমা চেয়ে নিই। আমি এর আগেও কয়েকটি ম্যাচে দেখেছি স্মিথের সঙ্গে এরকম আচরণ করা হয়েছে। এটা মানা যায় না।’
অতীতে একাধিকবার খেলার সময় স্মিথের সঙ্গে বিরাটের উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। কিন্তু তা সত্ত্বেও স্মিথের পাশে দাঁড়িয়েছেন বিরাট। তিনি বলেছেন, ‘ওর সঙ্গে কয়েকবার আমার তর্ক হয়েছিল। কিন্তু সেটা অনেকদিন আগের ঘটনা। ও মাঠে ফিরে এসেছে, পরিশ্রম করছে, ভাল খেলার চেষ্টা করছে। আইপিএল-এও আমি ওকে খেলতে দেখেছি। ওকে একটি ঘটনার জন্য সবসময় উত্যক্ত করা ঠিক নয়।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement