World Wrestling Championship: হাঁটুর চোটে বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন বজরং পুনিয়া
অলিম্পিক্সের মঞ্চ থেকে কুস্তিতে ব্রোঞ্জ জিতে ফিরেছিলেন। তবে কুস্তির বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন বজরং পুনিয়া।
![World Wrestling Championship: হাঁটুর চোটে বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন বজরং পুনিয়া World Wrestling Championship: Wrestler Bajrang Punia ruled out of world championship due to knee injury World Wrestling Championship: হাঁটুর চোটে বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন বজরং পুনিয়া](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/10/9bb8d7133b6172cf48db3cd949fa5129_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: হাঁটুর চোটে কুস্তির বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন বজরং পুনিয়া। টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন ভারতীয় এই কুস্তিগীর। টোকিও অলিম্পিক্সে অংশ নেওয়ার আগেই লিগামেন্ট ছিঁড়েছিল বজরংয়ের। কিন্তু সেই অবস্থাতেই নেমেছিলেন অলিম্পিক্সের মঞ্চে। পদক জিতলেও এভাবে খেলতে নামাটাই হয়ত কাল হল বজরংয়ের জন্য। টোকিও অলিম্পিকের আগে জুনে রাশিয়ায় একটি প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন বজরং পুনিয়া। অলিম্পিকের আগে নিজের প্রস্তুতি যাচাই করার জন্য। সেখানেই তাঁর লিগামেন্ট ছিঁড়ে যায়।
২ থেকে ১০ অক্টোবর পর্যন্ত নরওয়েতে হতে চলা বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে নামতে পারবেন না বজরং। আপাতত রিহ্যাবে থাকতে হবে হবে বজরংকে। তার আগে ম্যাটে নামতে পারবেন না তিনি। চোটের জেরে সেমিফাইনালে নিজের সেরা মেজাজে খেলতে পারেননি বজরং। তবে সেই ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে কাজাখস্থানের আটবারের ন্যাশনাল চ্যাম্পিয়নকে সহজেই ভূপতিত করে দেন তিনি। বজরংয়ের হাত ধরে ভারতের ষষ্ঠ পদক আসার পর থেকেই শুভেচ্ছাবার্তায় ভাসছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে ভারতের হয়ে অলিম্পিক্সের মঞ্চে ব্যক্তিগত ইভেন্টে সোনাজয়ী অভিনব বিন্দ্রা, সকলেই শুভেচ্ছাবার্তা জানিয়েছেন বজরংকে। নরেন্দ্র মোদি লেখেন, 'দারুণ খবর। দুরন্ত লড়ে পদক জিতেছে বজরং। তোমাকে শুভেচ্ছা ও অভিনন্দন। গোটা ভারতকে গর্বিত করেছো তুমি।'
শুভেচ্ছাবার্তায় অভিনব বিন্দ্রা লিখেছেন, 'অনেক ্ভিনন্দন বজরং পুনিয়া। দুরন্ত লড়াকু মানসিকতা ও বুদ্ধিদীপ্ত স্ট্র্যটেজি দেখিয়ে ব্রোঞ্জ জিতেছো তুমি।' এর আগে ২০১৪ সালের গ্লাসগো কমনওয়েলথ গেমসে রুপো জিতেছিলেন বজরং। এছাড়াও ২০১৮ গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন। বজরংয়ের ঝুলিতে রয়েছে আরও সাফল্য। ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন বজরং। ২০১৭ ও ২০১৯ এশিয়ান চ্যাম্পিয়নশিপেও সোনা জিতেছিলেন এই কুস্তিগীর। গত বছর এশিয়ান চ্যাম্পিয়নশিপে রুপো জেতেন তিনি। চলতি বছরে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ ছাড়া আর কোনও বড় ইভেন্ট নেই। ফলে টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জয়ের পর আর কোনও পদক জয়ের এই বছর সম্ভাবনা থাকল না বজরংয়ের।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)