Dumdum News: সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর এবার দমদম, টার্গেট সত্তরোর্ধ্ব দম্পতি
ABP Ananda Live: সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর এবার দমদম। এবার টার্গেট সত্তরোর্ধ্ব দম্পতি। জানলার গ্রিল ভেঙে দোতলায় উঠে লুঠপাট ৭ জনের দুষ্কৃতীদলের। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের অভিজাত পরিবারে দুষ্কৃতী হানা, অস্ত্র দেখিয়ে লুঠ, ৫ দিন পরেও অধরা দুষ্কৃতীরা। শয্যাশায়ী প্রৌঢ়ার কাছ থেকে কয়েক লক্ষ টাকা, সোনার গয়না লুঠ করা হয় বলে অভিযোগ। বড়তলা থানা থেকে ১ কিলোমিটারের মধ্য়েই এই বাড়ি। বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ চালানো হয় লুঠপাট। বাড়িতে একাই থাকেন, বছর ৬৫-র, মধুমিতা মিত্র। ২ মেয়ে বেঙ্গালুরুতে থাকেন, বাড়িতে লোক বলতে, সর্বক্ষণের জন্য় একজন পরিচারিকা আর, এক কেয়ারটেকার। জীবনতলা কার্তুজকাণ্ডে ধৃত বিবাদী বাগের অস্ত্রের দোকানের আরও ১ কর্মী। দোকান থেকে বিক্রি করা হয়েছিল আগ্নেয়াস্ত্রও! ধৃত ফারুকের অস্ত্র এসেছিল এই দোকান থেকেই, খবর STF সূত্রে। দোকানে মিলত অস্ত্রও!



















