এক্সপ্লোর

WPL Auction: কোন পাঁচ ক্রিকেটার নিলামের টেবিলে আজ ঝড় তুলতে পারেন?

WPL 2024: শনিবার মুম্বইয়ে (Mumbai) বসছে মহিলাদের প্রিমিয়ার লিগের (WPL) নিলাম। পাঁচ দলে শূন্যস্থান মাত্র ৩০। বিদেশি ক্রিকেটার নেওয়া যাবে ৯ জন।

মুম্বই: পাঁচ দল। ১৬৫ ক্রিকেটার। শনিবার মুম্বইয়ে (Mumbai) বসছে মহিলাদের প্রিমিয়ার লিগের (WPL) নিলাম। পাঁচ দলে শূন্যস্থান মাত্র ৩০। বিদেশি ক্রিকেটার নেওয়া যাবে ৯ জন। যার মধ্যে গুজরাত জায়ান্টস (Gujarat Giants) ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে (RCB) রয়েছে ৬ বিদেশি ক্রিকেটার নেওয়ার মতো জায়গা। সব মিলিয়ে নিলামের আগে অঙ্ক কষতে ব্যস্ত পাঁচ দল। চলছে চূড়ান্ত মুহূর্তের হিসেবনিকেশ। 

উইমেন্স প্রিমিয়ার লিগে গতবারের তিন দল - চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স, রানার আপ দিল্লি ক্যাপিটালস ও তৃতীয় স্থানে থাকা ইউপি ওয়ারিয়র্স বেশিরভাগ ক্রিকেটারই ধরে রেখেছে। মুম্বই ও ইউপি ১৩ জন করে ক্রিকেটার ও দিল্লি ১৫ জন ক্রিকেটার ধরে রেখেছে। ১৬৫ জন ক্রিকেটারের মধ্যে কাদের জন্য ঝাঁপাবে পাঁচ দল?

চামারি আতাপাত্তু (শ্রীলঙ্কা)

আন্তর্জাতিক ক্রিকেটে দুরন্ত ছন্দে আছেন। সেঞ্চুরি করে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসে প্রথম ওয়ান ডে সিরিজ জয়ের কারিগর। একটি ম্যাচে ১৭১ তাড়া করতে নেমে ৮৩ বলে ১০৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত ছিলেন। তৃতীয় ম্যাচে করেছিলেন ৮০ বলে অপরাজিত ১৪০ রান। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতেও ৪৭ বলে অপরাজিত ৮০ রানের ইনিংস খেলেছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধেও ছিলেন আগুনে ফর্মে। সিরিজে ব্যাটে মোট ১১৪ রান ও বল হাতে পাঁচ উইকেট শ্রীলঙ্কার জয়ের ভিত গড়ে দিয়েছিল।

নিলামে আতাপাত্তুর ন্যূনতম দর ৩০ লক্ষ টাকা। 

ড্যানি ওয়াট (ইংল্যান্ড)

বিধ্বংসী ওপেনার। মাঝের ওভারে স্পিন বোলিং খেলায় দড়। ভারতের মাটিতে সফল। ভারতের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে সদ্য ৪৭ বলে ৭৫ রান করেছেন। যে ইনিংস ইংল্যান্ডের ১-০ এগিয়ে যাওয়া নিশ্চিত করে দিয়েছে। ভারতের মাটিতে ১৯টি টি-টোয়েন্টি ইনিংসে ৫৪৮ রান রয়েছে ওয়াটের। স্ট্রাইক রেট ১৩৫-এর কাছাকাছি। কেরিয়ারের সেরা ১২৪ রানের ইনিংসও রয়েছে ভারতের মাটিতেই। ২০২৩ সালে মহিলাদের হান্ড্রেড টুর্নামেন্টের ফাইনালে সেরা ক্রিকেটার। ৩৮ বলে ৫৯ রান করেছিলেন। ৯ ম্যাচে করেছিলেন ২৯৫ রান। ১৪১ স্ট্রাইক রেট। নিলামে ওয়াটের ন্যূনতম দর ৩০ লক্ষ টাকা।

অ্যানাবেল সাদারল্যান্ড (অস্ট্রেলিয়া)

মহিলাদের বিগ ব্যাশ লিগে দুরন্ত ছন্দে ছিলেন। সিডনি সিক্সার্সের বিরুদ্ধে মেলবোর্ন স্টার্সের জয়ের কারিগর। ২২ বলে ৩৪ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছিলেন ২৭ রানে ৪ উইকেট। দলের হয়ে সর্বোচ্চ ২৮৮ রান আর ২৩ উইকেট নিয়ে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন। ওভার প্রতি খরচ করেছেন মাত্র ৭ রান করে। সাদারল্যান্ডকে নিয়ে আগ্রহী হতে পারে আরসিবি, ইউপি ওয়ারিয়র্সের মতো একাধিক দল। নিলামে তাঁর ন্যূনতম দর রাখা হয়েছে ৪০ লক্ষ টাকা।

শাবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা)

আগুনে গতি, নিয়মিত উইকেট তোলার দক্ষতা। প্রোটিয়া পেসারের জন্য ঝাঁপাতে পারে একাধিক দল। নিলামে পেসারদের তালিকায় সবচেয়ে বড় নাম। গত মরশুমে খেলেছেন ইউপি ওয়ারিয়র্সের হয়ে। ১ কোটি টাকায় তাঁকে নিয়েছিল ইউপি ওয়ারিয়র্স। তবে নিলামের আগে তাঁকে রিটেন করেনি দল। ডব্লিউপিএলে হতাশাজনক পারফরম্যান্স করলেও হান্ড্রেড টুর্নামেন্টে সফল। ওয়েলশ ফায়ারের হয়ে শেষ ওভারে হ্যাটট্রিক করে নাটকীয়ভাবে ম্যাচ জিতিয়েছিলেন। মহিলাদের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে চার উইকেট নিয়েছিলেন গায়ানা অ্য়ামাজন ওয়ারিয়র্সের হয়ে। মহিলাদের বিগ ব্যাশ লিগে ৬.২২ ইকনমি রেটে ১৩ উইকেট নেন। নিলামে তাঁর ন্যূনতম দর ৪০ লক্ষ টাকা।

দেবিকা বৈদ্য (ভারত)

গত ডব্লিউপিএলে ১ কোটি ৪০ লক্ষ টাকায় তাঁকে কিনেছিল ইউপি ওয়ারিয়রর্স। কিন্তু তাঁকে রিটেন করা হয়নি। এবার উঠছেন নিলামের টেবিলে। বাঁহাতি ব্যাটার, লেগস্পিনার। দুরন্ত ফিল্ডার। সব মিলিয়ে অলরাউন্ডার দেবিকা যে কোনও দলের সম্পদ হতে পারেন। ভারতীয় দলে ব্যাট করার সেরকম সুযোগই পান না। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে ও এশিয়ান গেমসে বল হাতে সফল। এশিয়ান গেমসে ভারতের মহিলা দলের সোনা জয়ের অন্যতম কারিগর ছিলেন। যদিও ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে জাতীয় দলে জায়গা পাননি। নিলামে তাঁর ন্যূনতম দর ৩০ লক্ষ টাকা। আরসিবি ও মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে নিতে ঝাঁপাতে পারে।

আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগেই বিরাট ধাক্কা দক্ষিণ আফ্রিকার, ছিটকে গেলেন তারকা পেসার

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Weather Update:  আগামীকাল দক্ষিণবঙ্গের ৮ জেলায় হলুদ সতর্কতা, কেমন আবহাওয়া থাকবে রথযাত্রার সকালে ?
আগামীকাল দক্ষিণবঙ্গের ৮ জেলায় হলুদ সতর্কতা, কেমন আবহাওয়া থাকবে রথযাত্রার সকালে ?
Puri Jagannath Rath Yatra:   জগন্নাথ ধামের রত্নভাণ্ডারে আড়ালে কী রহস্য? চাবি না মিললে ভাঙা হবে তালা, জানাল কমিটি
রহস্যে মোড়া পুরীর জগন্নাথ ধামের রত্নভাণ্ডার, সত্যিই আছে বৈদুর্য, নীলকণ্ঠমণি ? খোলার দিনক্ষণ জানা যাবে আজই
IND vs ZIM 1st T20 Live: হারারেতে হারাকিরি, জ়িম্বাবোয়ের কাছে ১৩ রানে হার ভারতের, সেলিব্রেশনের ২ দিনের মধ্যে লজ্জা
হারারেতে হারাকিরি, জ়িম্বাবোয়ের কাছে ১৩ রানে হার ভারতের, সেলিব্রেশনের ২ দিনের মধ্যে লজ্জা
Hooghly Mahesh Rath Yatra 2024 : এই বিশেষ দিনেই মাহেশে জগন্নাথ পরেন রুপোর হাত, দর্শনে কী ফল মেলে ?
এই বিশেষ দিনেই মাহেশে জগন্নাথ পরেন রুপোর হাত, দর্শনে কী ফল মেলে ?
Advertisement
ABP Premium

ভিডিও

Puri Jagannath Rath Yatra: রথের দিনে পুরনো চেহারায় পুরী, মুহুর্মুহু শোনা যাচ্ছে জয় জগন্নাথ ধ্বনিPuri Jagannath Rath Yatra:  রত্নভাণ্ডারে কী রয়েছে, চাবি কোথায় রয়েছে ? কী জানালেন পুরীর মহারাজ ? | ABP Ananda LIVEPartha Bhowmik: তৃণমূলের নাম করে টাকা চাইলে জেলে পুরে দেওয়ার হুঁশিয়ারি পার্থ ভৌমিকেরKolkata News: শনিবার কলকাতার তিনটি গুরুত্বপূর্ণ রুটের অটো বন্ধ থাকায় চূড়ান্ত দুর্ভোগ যাত্রীদের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update:  আগামীকাল দক্ষিণবঙ্গের ৮ জেলায় হলুদ সতর্কতা, কেমন আবহাওয়া থাকবে রথযাত্রার সকালে ?
আগামীকাল দক্ষিণবঙ্গের ৮ জেলায় হলুদ সতর্কতা, কেমন আবহাওয়া থাকবে রথযাত্রার সকালে ?
Puri Jagannath Rath Yatra:   জগন্নাথ ধামের রত্নভাণ্ডারে আড়ালে কী রহস্য? চাবি না মিললে ভাঙা হবে তালা, জানাল কমিটি
রহস্যে মোড়া পুরীর জগন্নাথ ধামের রত্নভাণ্ডার, সত্যিই আছে বৈদুর্য, নীলকণ্ঠমণি ? খোলার দিনক্ষণ জানা যাবে আজই
IND vs ZIM 1st T20 Live: হারারেতে হারাকিরি, জ়িম্বাবোয়ের কাছে ১৩ রানে হার ভারতের, সেলিব্রেশনের ২ দিনের মধ্যে লজ্জা
হারারেতে হারাকিরি, জ়িম্বাবোয়ের কাছে ১৩ রানে হার ভারতের, সেলিব্রেশনের ২ দিনের মধ্যে লজ্জা
Hooghly Mahesh Rath Yatra 2024 : এই বিশেষ দিনেই মাহেশে জগন্নাথ পরেন রুপোর হাত, দর্শনে কী ফল মেলে ?
এই বিশেষ দিনেই মাহেশে জগন্নাথ পরেন রুপোর হাত, দর্শনে কী ফল মেলে ?
Rahul Gandhi Stock:  এই কোম্পানিতে রাহুল গাঁধীর শেয়ার ২০ গুণ বেড়েছে, এখনও ইনভেস্টের সময় আছে ?
এই কোম্পানিতে রাহুল গাঁধীর শেয়ার ২০ গুণ বেড়েছে, এখনও ইনভেস্টের সময় আছে ?
Hathras stampede: হাথরাসের ঘটনার পর এই প্রথম প্রকাশ্যে 'ভোলেবাবা' , ঘটনার দায় নিলেন কাঁধে?
হাথরাসের ঘটনার পর এই প্রথম প্রকাশ্যে 'ভোলেবাবা', ঘটনার দায় নিলেন কাঁধে?
Budget 2024: বাজেটের জন্য অপেক্ষা করছেন ? কী কী ঘোষণা হতে পারে, রইল সম্ভাব্য তালিকা
বাজেটের জন্য অপেক্ষা করছেন ? কী কী ঘোষণা হতে পারে, রইল সম্ভাব্য তালিকা
Jio Unchanged Recharge Plans: দাম বাড়ল না Jio-র এই রিচার্জ প্ল্যানগুলির, কী বদল আনা হল তবে ?
দাম বাড়ল না Jio-র এই রিচার্জ প্ল্যানগুলির, কী বদল আনা হল তবে ?
Embed widget