(Source: ECI/ABP News/ABP Majha)
WTC Final 2023: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হ্যাজেলউডের বদলি অজি একাদশে স্কট বোল্যান্ড
WTC Final: গোড়ালির চোটের জন্য হ্যাজেলউড আগেই ছিটকে গিয়েছিলেন টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকে। বোল্যান্ডের সঙ্গে দলে ঢোকার লড়াইয়ে ছিলেন মাইকেল নেসের।
লন্ডন: শিকে ছিঁড়ল না মাইকেল নেসেরের। জশ হ্যাজেলউড (Josh Hazelwood) ছিটকে যাওয়ায় অজি একাদশে ঢুকে পড়লেন স্কট বোল্যান্ড (Scott Boland)। ডানহাতি এই মিডিয়াম পেসারের অন্তর্ভূক্তির ব্যাপারে খবর নিশ্চিত করেছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। এই বিষয়ে এক সাক্ষাৎকারে কামিন্স বলেন, ''স্কট বোল্যান্ড ভাল লেংথে ভাল বোলিং করে। ও জশ হ্যাজলউডের থেকে একটু আলাদা। বোল্যান্ড মিচেল স্টার্কের মতোও না। মিচেল একজন বাঁহাতি বোলার আর বোল্যান্ড ডানহাতি। বোল্যান্ড দুই দিকেই সুইং করানোর ক্ষমতা রাখে। ও দলে আসায় নিশ্চিতভাবেই আমাদের বোলিং লাইন আপের শক্তি বাড়ল।''
২০২১ সালে টেস্টে অভিষেক বোল্যান্ডের। ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ম্য়াচে খেলেছিলেন মেলবোর্নে। এরপর থেকে সাতটি টেস্ট খেলেছেন এই ডানহাতি পেসার। তুলেছেন ২৮ উইকেট। নাগপুরে ভারতের বিরুদ্ধে ম্য়াচে কোনও উইকেট পাননি বোল্যান্ড। এমনকী ইংল্য়ান্ডের পরিবেশেও এখনও পর্যন্ত কোনও ম্যাচ খেলেননি এই ৩৪ বছরের পেসার। এখনও পর্যন্ত নিজের সাত টেস্টের ৬টিই বোল্যান্ড খেলেছেন দেশের মাটিতে। কামিন্স এদিন বুঝিয়ে দিলেন যে চার পেসারেই ভারতীয় ব্যাটিং লাইন আপকে আক্রমণের ছক কষবে অজি শিবির। কামিন্স নিজে ও সঙ্গে স্টার্ক, বোল্যান্ড ও ক্যামেরন গ্রিন।
অস্ট্রেলিয়ার ওপেনে ওসমান খাওয়াজার সঙ্গে নামবেন ডেভিড ওয়ার্নার। আগামী বছর পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলে অবসর নেবেন টেস্ট থেকে। তার আগে এই বড় মঞ্চ কাজে লাগাতে চাইবেন অভিজ্ঞ বাঁহাতি ওপেনার ওয়ার্নার। তিনে লাবুশেন ও চারে স্মিথ। পাঁচে হেড, ছয়ে গ্রিন ও সাতে ক্যারি নামবেন।
আশাবাদী স্মিথ
তিনি বলেন, 'আমার ভাল ক্রিকেট খেলে ভারতকে হারানোর বিষয়ে আশাবাদী। বিগত কয়েক বছরে আমরা খুব ভাল ক্রিকেট খেলেছি। ওরাও যদিও ভাল খেলেছে। ফাইনালে দুই সেরা দলের লড়াই হওয়াটা দারুণ বিষয়। আশা করছি একটা ভাল ক্রিকেট ম্যাচ হবে। তবে প্রতিপক্ষকে নিয়ে আমি বেশি ভাবনাচিন্তা করতে চাই না। এই সপ্তাহটা ভারত এবং অস্ট্রেলিয়া, দুই দেশের জন্যই দারুণ গুরুত্বপূর্ণ হতে চলেছে।'
এরপরেই ভারতীয় বোলিং বিভাগকেও প্রশংসায় ভরিয়ে দেন প্র্রাক্তন অজি অধিনায়ক। 'ভারতীয় দলে সিম এবং সুইং বোলারদের দারুণ সংমিশ্রণ রয়েছে এবং ওদের স্পিনাররাও ভাল। মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজ ওদের প্রধান অস্ত্র। স্পিনাররাও এর আগে এই পরিবেশেকে দারুণভাবে কাজে লাগাতে সক্ষম হয়েছে। সুতরাং, ভারতের শক্তিশালী বোলিং আক্রমণের বিরুদ্ধে আমাদের খুবই ভাল ক্রিকেট খেলতে হবে। দেশের জন্য খেলা সবকয়টি ম্যাচেরই গুরুত্ব রয়েছে। প্রত্যেকটা সিরিজ গুরুত্বপূর্ণ। ৫০ ওভারের বিশ্বকাপ এখনও দেরি আছে, তার আগে আমাদের ফোকাস এই ট্রফিটা জয়ের দিকে।'