এক্সপ্লোর
Advertisement
বেন কাটিং ও তাঁর প্রেমিকা এরিনের মধ্যে ইন্টারভিউ চলাকালে ঢুকে যুবরাজের প্রশ্ন, 'বিয়ে কবে করছেন', ভিডিও ভাইরাল
যুবরাজ সিংহ এমনই একজন খেলোয়াড় যিনি সর্বদাই প্রচারের আলোয় থাকেন। বর্তমানে কানাডায় গ্লোবাল টি ২০ লিগে খেলছেন ভারতীয় দলের এই প্রাক্তন বাঁহাতি ব্যাটসম্যান। ইতিমধ্যেই ব্যাট হাতে নজরকাড়া পারফর্ম করেছেন তিনি। পাক স্পিনার শাদাব খানের বলে একটা ফ্ল্যাট ছক্কা হাঁকিয়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন তিনি।
নয়াদিল্লি: যুবরাজ সিংহ এমনই একজন খেলোয়াড় যিনি সর্বদাই প্রচারের আলোয় থাকেন। বর্তমানে কানাডায় গ্লোবাল টি ২০ লিগে খেলছেন ভারতীয় দলের এই প্রাক্তন বাঁহাতি ব্যাটসম্যান। ইতিমধ্যেই ব্যাট হাতে নজরকাড়া পারফর্ম করেছেন তিনি। পাক স্পিনার শাদাব খানের বলে একটা ফ্ল্যাট ছক্কা হাঁকিয়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন তিনি। মাঠের বাইরেও যুবরাজ যথেষ্ট বর্ণময়। এবার সহ খেলোয়াড়ের সঙ্গে তাঁর মজাদার ব্যবহার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
২০১১-র বিশ্বকাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন যুবরাজ। খোলামেলা মেজাজের যুবরাজ মজা করতে খুবই পছন্দ করেন। কানাডায় লিগ চলাকালেও তাই করলেন। আসলে অস্ট্রেলিয়ার ক্রিকেটার বেন কাটিং ও অ্যাঙ্কর এরিন হল্যান্ডের মধ্যে ইন্টারভিউ চলছিল। এরিন বেন কাটিংয়ের প্রেমিকা।
দুজনের মধ্যে ইন্টারভিউ চলাকালে যুবি সটান এসে ফ্রেমে ঢুকে জানতে চাইলেন, আপনারা বিয়েটা কবে করছেন?
তাঁর এই প্রশ্ন শুনে বেন কাটিং ও এরিন দুজনেই হেসে ফেলেন। বেন কাটিং ও যুবরাজ এর আগে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন। এরিন যুবরাজের প্রশ্নের জবাবটাও নিজস্ব ঢঙেই দিয়েছেন। তিনি বলেছেন, চিন্তা করবেন না, আপনাকে আমাদের বিয়েতে অবশ্যই নিমন্ত্রণ করব।When @YUVSTRONG12 crashed an interview and asked the most important question to @Cuttsy31 and @erinvholland! ???????????? HOWZZAT?#GT2019 #ERvsTN #YuvrajSingh #Canada #Brampton pic.twitter.com/l5rqONTki2
— GT20 Canada (@GT20Canada) July 27, 2019
যুবি ও বেন কাটিং ২০১৬-তে সানরাইজার্স হায়দরাবাদের হয়েও খেলেছেন। এ বছর তাঁরা মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন।Don’t worry @YUVSTRONG12 - @Cuttsy31 and I will invite you ????????????♀️ https://t.co/d84hPQFPXE
— Erin Holland (@erinvholland) July 27, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement