গ্লোবাল টি-টোয়েন্টি-তে যুবরাজের ঝোড়ো ইনিংস, রুদ্ধশ্বাস জয় টরোন্টো ন্যাশনালসের
এডমন্টন রয়্যালসের বিরুদ্ধে ২১ বলে ৩৫ রানের ইনিংস খেললেন যুবরাজ সিংহ।

নয়াদিল্লি: তিনি ফুরিয়ে যাননি। ব্যাটে সেই আগের মতোই ধার আছে, আছে রানের খিদেও। কানাডায় আয়োজিত গ্লোবাল টি-টোয়েন্টি প্রতিযোগিতায় টরোন্টো ন্যাশনালসের দ্বিতীয় খেলাতেই মিলল তার ঝলক। প্রথম ম্যাচে যুবরাজ সিংহের পারফর্ম্যান্স দেখে যারা আশাহত হয়েছিলেন তাদের ফের একবার সঞ্জীবনী জুগিয়ে দিল ভারতের তারকা অলরাউন্ডারের এই ইনিংস। এডমন্টন রয়্যালসের বিরুদ্ধে ২১ বলে ৩৫ রানের ইনিংস খেললেন যুবরাজ সিংহ। তাঁর ইনিংসে রয়েছে ৩টি ওভার বাউন্ডারিও। আর এই ইনিংস এল মোক্ষম সময়ে, যখন দলের এমন একটা ঝড়ো ইনিংসের প্রয়োজন ছিল।
Sixes from @YUVSTRONG12’s bat were a delight to watch! #GT2019 #ERvsTN pic.twitter.com/lhq4zM5Wwq
— GT20 Canada (@GT20Canada) July 28, 2019
যুবরাজের মতো বিধ্বংসী ইনিংস খেলেছেন মনপ্রীত গোনিও। ১২ বলে ৩৩ রানের একটি ইনিংস এসেছে তাঁর ব্যাট থেকেও। যার সুবাদে এক ওভার বাকি থাকতেই ১৯২ রানের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় টরোন্টো ন্যাশনালস। রয়্যালসদের বিরুদ্ধে ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় যুবরাজের দল।






















