এক্সপ্লোর
Advertisement
৫-০ জয় বিশাল কৃতিত্ব, তবে একদিনের সিরিজে আত্মতুষ্ট হলে চলবে না, বিরাটদের উদ্দেশে জাহির
কাল থেকে শুরু হচ্ছে একদিনের সিরিজ।
নয়াদিল্লি: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ৫-০ জয়ের জন্য ভারতীয় দলের প্রশংসা করলেও, একদিনের সিরিজের আগে বিরাট কোহলিদের সতর্ক করে দিলেন প্রাক্তন তারকা জাহির খান। তাঁর মতে, একদিনের সিরিজে আত্মতুষ্ট হলে চলবে না।
কাল থেকে শুরু হচ্ছে একদিনের সিরিজ। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাহির বলেছেন, ‘ভারতীয় দল নিউজিল্যান্ডে যা খেলেছে, তার জন্য গর্বিত হওয়া উচিত। ৫-০ জয় বিশাল কৃতিত্বের। একদিনের সিরিজের লড়াই নিউজিল্যান্ডের জন্য কঠিন হতে চলেছে। নিউজিল্যান্ডের সময়টা খারাপ যাচ্ছে। একদিনের ও টেস্ট সিরিজে আত্মবিশ্বাসী হয়েই খেলতে নামবে ভারতীয় দল। কারণ, আগের সিরিজে দুর্দান্ত জয় পেয়েছে ভারত। আশা করি ভারত আরও ভাল খেলবে।’
২০০৩ বিশ্বকাপের আগে ভারতীয় দলের হয়ে নিউজিল্যান্ড সফরে গিয়ে খুব খারাপ অভিজ্ঞতা হয়েছিল জাহিরের। সেবার নিউজিল্যান্ড দু’টি টেস্ট ম্যাচই জেতে। একদিনের সিরিজের ফলও কিউয়িদের পক্ষেই ৫-২ হয়। বিশ্বকাপে অবশ্য নিউজিল্যান্ডকে হারিয়ে বদলা নেয় ভারত। ২০১৯ বিশ্বকাপের সেমি-ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরেই ছিটকে যেতে হয় ভারতকে। এবারের সফরে সেই হারের মধুর প্রতিশোধ নিচ্ছেন বিরাটরা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement