ZIM vs BAN 1st T20: শাকিব, মুশফিকদের অনুপস্থিতিতে জিম্বাবোয়ের কাছে হার বাংলাদেশের
ZIM vs BAN: এই প্রথম টানা ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ জিতে রেকর্ড গড়ল জিম্বাবোয়ে। শেষ আট বছরে প্রথমবার বাংলাদেশের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজে ১-০ লিডও নিতে সক্ষম হল তারা।
হারারে: নেই শাকিব আল হাসান, নেই মুশফিকুর রহিমও, অবসর নিয়েছেন তামিম ইকবাল। এমন অবস্থায় এক দুর্বল দল নিয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে (ZIM vs BAN 1st T20) নেমেছিল বাংলাদেশ। জিম্বাবোয়ের বিরুদ্ধে হারতেই হল বাংলাদেশকে। কাজে দিল না নুরুল হাসানের (Nurul Hasan) লড়াই।
দুরন্ত মাধেভিরে-রাজা
শনিবার (৩০ জুলাই) হারারে স্পোর্টস ক্লাবে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবোয়ে। ৫০ রান পূর্ণ হওয়ার আগেই দুই জিম্বাবোয়ের ওপেনারকে ফেরত পাঠাতে সক্ষম হয় বাংলাদেশ। তবে ওয়েসলি মাধেভিরে ও সিকন্দর রাজার (Sikandar Raza) দুই দুরন্ত ইনিংসের সুবাদে জিম্বাবোয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ২০০-র গণ্ডি পার করে যায়। মাধেভিরে ৬৭ রান করে রিটায়ার্ড হার্ট হতে বাধ্য হন। অপরদিকে, রাজা মাত্র ২৬ বলে ৬৫ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন।
সন উইলিয়ামসও ১৯ বলে ৩৩ রানের একটি সুন্দর ক্যামিও খেলেন। ফলে ২০ ওভার শেষে জিম্বাবোয়ে তিন উইকেটের বিনিময়ে জিম্বাবোয়ে ২০৫ রান করে। বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর দুই উইকেট নিলেও, চার ওভারে ৫০ রান খরচ করেন। জবাবে মাত্র পাঁচ রানেই প্রথম উইকেট হারিয়ে শুরুটা একেবারেই ভাল করেনি বাংলা টাইগাররা। তবে উইকেট হারালেও লিটন দাস পাওয়ার প্লেতে দারুণ আগ্রাসী মেজাজে ব্যাট করেন। তবে দুর্ভাগ্যবশত পাওয়ার প্লে শেষ হতেই, সপ্তম ওভারে ৩২ রান ফিরতে হয় তাকে।
রেকর্ড জিম্বাবোয়ের
২০৬ রানের লক্ষ্য বরাবরই কঠিন ছিল। নিরন্তর উইকেট হারিয়ে বাংলাদেশ বরাবরই নিজেদের কাজটা আরও কঠিন করে তোলে। শেষের দিকে অধিনায়ক নুরুল হাসান ৪২ রানের অপরাজিত একটি ইনিংস খেলেন বটে। তবে তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। ২০ ওভারে ছয় উইকেটের বিনিময়ে ১৮৮ রানেই শেষ হয়ে যায় ওপার বাংলার দলের লড়াই। ১৭ রানে জয় পান উইলিয়ামসরা। নিজেদের ইতিহাসে এই প্রথম টানা ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ জিতে রেকর্ড গড়ল জিম্বাবোয়ে। শেষ আট বছরে প্রথমবার বাংলাদেশের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজে ১-০ লিডও নিতে সক্ষম হল তারা।
আরও পড়ুন: বিশ্রামে রোহিত-কোহলি, জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলে সুযোগ পেলেন কারা?