Sovan Chatterjee: মেয়র থাকাকালীন সরকারি জমি বাঁচাতে গেলে, হামলার হুমকি শোভন চট্টোপাধ্য়ায়কে
ABP Ananda Live: মেয়র থাকাকালীন সরকারি জমি বাঁচাতে গেলে, খুনের হুমকি দেওয়া হয়েছিল। সে জন্য়ই আমাকে জেড প্লাস নিরাপত্তা দেওয়া হয়েছিল। কসবাকাণ্ডের আবহে এমনই বিস্ফোরক দাবি করলেন, কলকাতার প্রাক্তন মেয়র ও মন্ত্রী শোভন চট্টোপাধ্য়ায়।
আরও খবর, বৃহস্পতিবার আদানি-ইস্য়ুতে সরাসরি প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছে তৃণমূলও। গতবছর হিন্ডেনবার্গ রিপোর্টে, আদানি গোষ্ঠীর বিরুদ্ধে কারচুপির অভিযোগ সামনে আসার পর গৌতম আদানির গ্রেফতারি অবধি দাবি করেন তৃণমূল সাংসদরা। তবে তৃণমূলের এই আদানি-বিরোধিতা রাহুল গান্ধীর মতো ধারাবাহিক নয়। তাজপুর সমুদ্র বন্দর নির্মাণের বরাত আদানি গোষ্ঠীকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। ২০২১ সালের ২ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন গৌতম আদানি। ২০২২ সালে রাজ্য় সরকারের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে গৌতম আদানির ছেলে করণ আদানির হাতে তাজপুর সমুদ্র বন্দর নির্মাণের লেটার অফ ইন্টেন্ট তুলে দেন মুখ্য়মন্ত্রী।