Airtel 5G Update: নেটওয়ার্ক টেস্টে অসাধারণ সাফল্য, 5G-র জন্য প্রস্তুত এয়ারটেল
Airtel 5G: পরীক্ষামূলক 5G নেটওয়ার্ক টেস্টে এল সাফল্য। বৃহস্পতিবার তার উচ্চ-গতিসম্পন্ন 5G নেটওয়ার্ক পরীক্ষা করেছিল এয়ারটেল (Airtel)। সেখানেই এল এই রেজাল্ট।

Airtel 5G: পরীক্ষামূলক 5G নেটওয়ার্ক টেস্টে এল সাফল্য। বৃহস্পতিবার তার উচ্চ-গতিসম্পন্ন 5G নেটওয়ার্ক পরীক্ষা করেছিল এয়ারটেল (Airtel)। সেখানেই এল এই রেজাল্ট। কোম্পানির দাবি,দেশে উচ্চ-গতির নেটওয়ার্ক চালু করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত এয়ারটেল (Airtel)। ন্যূনতম বিলম্বের সাথে বেশি পরিমাণে ডেটা স্ট্রিমিং করতে সাহায্য করবে এই নেটওয়ার্ক।
Airtel 5G Update: কপিল দেবের হলোগ্রাম
এদিন এয়ারটেলের এই 5G ভিডিয়ো টেস্টে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কপিল দেবের 5G হলোগ্রামও প্রদর্শিত হয়। 1983-র বিশ্বকাপে জিম্বাবুয়ের বিরুদ্ধে অপরাজিত 175 রানের ইনিংসে খেলেছিলেন কপিল দেব। ৫জি নেটওয়ার্কের সাহায্যে এই ভিডিয়োর অসাধারণ অভিজ্ঞতা লাভ করেন অনেকেই। টিভি টেকনিশিয়ানদের ধর্মঘটের কারণে সেই নির্দিষ্ট ম্যাচের কোনও ভিডিও ফুটেজ নেই বাজারে ।
Airtel 5G Update: কতটা দক্ষ নতুন প্রযুক্তি ?
এদিন 1 gbps-এর বেশি গতি ও 20 ms-এর কম লেটেন্সি সহ 50 জনেরও বেশি ইউজার নির্বিঘ্নে 5G স্মার্টফোনগুলিতে সেই পুরোনো ম্যাচের 4K ভিডিও অভিজ্ঞতা উপভোগ করেন। একাধিক ক্যামেরা অ্যাঙ্গেলে রিয়েল-টাইম অ্যাক্সেস সহ, 360-ডিগ্রি ইন-স্টেডিয়া ভিউ শট বিশ্লেষণ ছিল সেই ভিডিয়োতে। যা থেকে Airtel 5G-র দক্ষতা সম্পর্কে জানা যায়।
Airtel 5G: কী বলছে কোম্পানি ?
আশা করা হচ্ছে, আগামী দুই মাসের মধ্যে 5G স্পেকট্রামের জন্য নিলাম ডাকা হতে পারে। এই বছরের মাঝেই পরিষেবাটি আনুষ্ঠানিকভাবে চালু হতে পারে। সম্ভবত স্বাধীনতা দিবসের সময় হতে পারে এর উদ্বোধন। তাদের নতুন প্রযুক্তি নিয়ে আশাবাদী ভারতী এয়ারটেলের চিফ টেকনোলজি অফিসার রণদীপ সেখন। এদিন তিনি বলেন, ''5G ভিত্তিক হলোগ্রামের সাহায্যে আমরা ভার্চুয়াল অবতারগুলিকে যেকোনও স্থানে নিয়ে যেতে সক্ষম হব। এটা একেবারে গেম চেঞ্জার হবে৷ মিটিং ও কনফারেন্সের জন্য লাইভ নিউজ ও আরও অনেকগুলি ব্যবহারের ক্ষেত্রে দুর্দান্ত কাজ দেবে
এই টেকনোলজি। এয়ারটেল এই উদীয়মান ডিজিটাল বিশ্বে এবার 5G-র জন্য সম্পূর্ণ প্রস্তুত।"
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
