Amazfit Pop 2: অ্যামাজফিটের নতুন স্মার্ট ওয়াচ 'পপ ২' হাজির ভারতে, দাম কত? কী কী ফিচার রয়েছে
Smartwatch: ভারতে Amazfit Pop 2 স্মার্টওয়াচ লঞ্চ হয়েছে ৩৯৯৯ টাকায়। তবে এখন কিছুটা কমে পাওয়া যাচ্ছে এই স্মার্টওয়াচ।
Amazfit Pop 2: ভারতে ক্রমশ প্রসারিত হচ্ছে স্মার্টওয়াচের (Smartwatch) বাজার। বিভিন্ন কোম্পানি ভারতে তাদের স্মার্টওয়াচ লঞ্চ করছে। সেই তালিকাতেই যুক্ত হয়েছে ভারতে সম্প্রতি লঞ্চ হওয়া Amazfit Pop 2 স্মার্টওয়াচ। এই স্মার্টওয়াচে রয়েছে AMOLED ডিসপ্লে। এছাড়াও রয়েছে হার্ট রেট মনিটর, SpO2 সেনসর এবং ১০০-র বেশি স্পোর্টস মোড। এছাড়াও এই স্মার্টওয়াচে রয়েছে ১.৭৮ ইঞ্চির একটি HD AMOLED 2.5D Curved ডিসপ্লে যেখানে আবার always on ফিচারের সাপোর্ট রয়েছে। ভারতে Amazfit Pop 2 স্মার্টওয়াচ লঞ্চ হয়েছে ৩৯৯৯ টাকায়। তবে এখন কিছুটা কমে পাওয়া যাচ্ছে এই স্মার্টওয়াচ। ফ্লিপকার্ট এবং সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই স্মার্টওয়াচ কেনা যাচ্ছে ৩২৯৯ টাকায়। অর্থাৎ লঞ্চিং অফার হিসেবে ৭০০ টাকা দাম কমেছে এই স্মার্টওয়াচের।
Amazfit Pop 2 স্মার্টওয়াচের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- ১৫০-র বেশি কাস্টমাইজেবল ওয়াচ ফেসের সুবিধা রয়েছে এই স্মার্টওয়াচে। এছাড়াও এই স্মার্টওয়াচ দেওয়া হবে একটি Case- এ, যেটি তৈরি হয়েছে অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে। জলের নীচে ৫ মিটার পর্যন্ত এই স্মার্টওয়াচ সুরক্ষিত থাকবে অর্থাৎ ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। গোলাপি এবং কালো রঙে লঞ্চ হয়েছে Amazfit Pop 2 স্মার্টওয়াচ।
- একাধিক হেলথ ফিচার রয়েছে এই স্মার্টওয়াচে। তার মধ্যে অন্যতম হল SpO2 সেনসর। এছাড়াও রয়েছে স্লিপ ট্র্যাকার এবং বিভিন্ন রিমাইন্ডার। ১০০-র কাছাকাছি স্পোর্টস মোডও রয়েছে এই স্মার্টওয়াচে। এছাড়াও রয়েছে ইন-বিল্ট মাইক্রোফোন এবং স্পিকার। স্মার্টওয়াচের মাধ্যমেই ফোনে আসা কল রিসিভ করতে পারবেন ইউজাররা। এর সঙ্গে রয়েছে একটি ক্যামেরা শাটার এবং প্লেব্যাক কন্ট্রোল ফিচার।
- ইন-বিল্ট ভয়েস অ্যাসিসট্যান্ট সাপোর্টও রয়েছে এই স্মার্টওয়াচে। একবার চার্জ দিলে ১০ দিন পর্যন্ত চার্জ থাকবে এই স্মার্টওয়াচে।
Fire Boltt Ninja Call Pro Plus
এই নতুন স্মার্টওয়াচ ভারতে লঞ্চ হয়েছে ১৯৯৯ টাকায়। কালো, নীল, ধূসর, গোলাপি এবং কালো রঙে পাওয়া যাচ্ছে Fire Boltt Ninja Call Pro Plus স্মার্টওয়াচ। জানা গিয়েছে, এই স্মার্টওয়াচ কেনা যাবে অ্যামাজন এবং সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে। এই স্মার্টওয়াচে রয়েছে বড় সাইজের ডিসপ্লে। এছাড়াও রয়েছে ব্লুটুথ কলিং ফিচার (Bluetooth Calling Feature)। এছাড়াও রয়েছে কুইক অ্যাকসেস ডায়াল প্যাড। তার সঙ্গে HD ডিসপ্লে রয়েছে এই নতুন স্মার্টওয়াচে।
আরও পড়ুন- ভারতে হাজির নতুন স্মার্টওয়াচ, দাম ২০০০-এর কম, রয়েছে ব্লুটুথ কলিং ফিচার ও বড় ডিসপ্লে