(Source: ECI/ABP News/ABP Majha)
Top Rated Phones: অ্যামাজনের সেলে ৩০ হাজার টাকার বেশি দামের কোন ফোনে কত ছাড়? দেখে নিন
Amazon Great Freedom Festival 2022: বেশি দামের কোন কোন ফোনে কত ছাড় রয়েছে দেখে নিন একনজরে।
Amazon Great Freedon Festival: অ্যামাজনের গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেল (Amazon Great Freedom Festival Sale 2022) চলছে গত ৬ অগস্ট থেকে। আগামী ১০ অগস্ট পর্যন্ত চলবে এই সেল। অ্যামাজনের এই সেলে বেশি দামের বেশ কয়েকটি স্মার্টফোন (Smartphones) পাওয়া যাচ্ছে অনেকটা কম দামে। ৩০ হাজার টাকা, ২৫ হাজার টাকা এবং ২০ হাজার টাকার মধ্যে থাকা সব ধরনের ফোনেই থাকছে ছাড়। এছাড়াও এসবিআই (SBI)- এর ক্রেডিট কার্ডে থাকছে অন্যান্য অফারও।
এবার দেখে নেওয়া যাক ৩০ হাজার টাকা বেশি দামের কোন কোন ফোনে কতটা ছাড় রয়েছে
স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি- চলতি বছর এপ্রিল মাসে ভারতে লঞ্চ হয়েছে এই ফোন। ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৩২,৯৯৯ টাকা। আর ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৪,৯৯৯ টাকা। তবে এই দুই মডেলই এখন পাওয়া যাচ্ছে ২৪ শতাংশ ছাড়ে। অ্যামাজনের সেলে স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি ফোনের ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ২৪,৯৯৯ টাকা। আর ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৬,৯৯৯ টাকা। এসবিআই ক্রেডিট কার্ডে কেনাকাটা করলে ক্রেতারা ইনস্ট্যান্ট ২২৫০ টাকা ছাড় পাবেন।
শাওমি ১১ হাইপারচার্জ ৫জি- এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ৩১,৯৯৯ টাকা। অন্যদিকে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ৩৩,৯৯৯ টাকা। তবে অ্যামাজনের গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেলে দুটো ফোনেই রয়েছে ২৭ শতাংশ ছাড়। ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ অপশনের দাম ২৩,৯৯০ টাকা। আর ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৮০ টাকা। এসবিআই ক্রেডিট কার্ডের নন-ইএমআই ট্রানজাকশনে অতিরিক্ত ১০ শতাংশ প্রায় ৭৫০ টাকা পর্যন্ত অতিরিক্ত ইনস্ট্যান্ট ছাড় পাবেন ক্রেতারা। আর ইএমআই ট্রানজাকশনের ক্ষেত্রে ১২৫০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
ওপ্পো রেনো ৭ ৫জি- এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ অপশনের বাজার দর ৩৭,৯৯০ টাকা। বর্তমানে অ্যামাজনের সেলে ২৮ শতাংশ ছাড় রয়েছে এই ফোনের দামে। ফলে বর্তমানে দাম ২৭,৩৯০ টাকা। এছাড়াও এসবিআই ক্রেডিট কার্ডের নন-ইএমআই ট্রানজাকশনে অতিরিক্ত ১০ শতাংশ প্রায় ৭৫০ টাকা পর্যন্ত অতিরিক্ত ইনস্ট্যান্ট ছাড় পাবেন ক্রেতারা। আর ইএমআই ট্রানজাকশনের ক্ষেত্রে ১২৫০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
স্যামসাং গ্যালাক্সি এ৫২ ৫জি- এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের আসল দাম ৩১,৯৯৯ টাকা। আর ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ৩৮,৯৯৯ টাকা। প্রথম মডেলটি ১৭ শতাংশ ছাড়ে অ্যামাজনের সেলে পাওয়া যাচ্ছে ২৬,৪৮৯ টাকায়। আর দ্বিতীয় মডেলটি ২৬ শতাংশ ছাড়ে অ্যামাজনের সেলে পাওয়া যাচ্ছে ২৮,৯০০ টাকায়।
আরও পড়ুন- সহজে স্মার্টফোন পরিষ্কার করতে হলে মেনে চলুন কয়েকটি নিয়ম