Affordable 5G Phones: অ্যামাজনের সেলে সস্তায় কোন কোন ৫জি ফোন পাওয়া যাচ্ছে
Amazon India: অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান সেল ২০২২- এ সস্তায় কোন কোন ৫জি ফোন পাওয়া যাচ্ছে রইল তার তালিকা।
5G Smartphone: ভারতে গতকালই অর্থাৎ পয়লা অক্টোবরই ৫জি পরিষেবার সূচনা করেছেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি। দেশে ৫জি সার্ভিস চালু হওয়ার আগে থেকেই স্মার্টফোনের বাজারে লঞ্চ হয়েছিল ৫জি ফোন। বর্তমানে ভারতে চলছে অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল। জনপ্রিয় এই ই-কমার্স সংস্থার সেলে বেশ কিছু ৫জি ফোন কম দামে কেনার সুযোগ রয়েছে। কোন কোন ৫জি ফোন কতটা কম দামে পাওয়া যাচ্ছে দেখে নিন।
রিয়েলমি নারজো ৫০ ৫জি- অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে রিয়েলমি নারজো ৫০ ৫জি ফোন পাওয়া যাচ্ছে ১২,২৪৯ টাকায়। এই ফোনের বেস মডেলের দাম ধার্য করা হয়েছে ১২,২৪৯ টাকা। এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা ছিল লঞ্চের সময়। চলতি বছর মে মাসে লঞ্চ হয়েছিল এই ফোন। এক্সচেঞ্জ অফার হিসেবে এই ফোনের ক্ষেত্রে ১১,৫৫০ টাকা ছাড় পাওয়া যাবে। এছাড়াও এসবিআই ক্রেডিট কার্ড থাকলে অতিরিক্ত ৭৫০ টাকা ছাড় পাওয়া সম্ভব। আর থাকছে ইএমআই অপশন। সেখানে প্রতি মাসে ৫৮৫ টাকা কিস্তি দিতে হবে।
রেডমি ১১ প্রাইম ৫জি- লঞ্চের সময় এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ১৩,৯৯৯ টাকা। তবে অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল থেকে রেডমি ১১ প্রাইম ৫জি ফোন কেনা যাবে ১২,৯৯৯ টাকায়। এখানেও থাকছে এক্সচেঞ্জ অফার। ১২,১৫০ টাকা এক্সচেঞ্জ অফার পেতে পারেন ক্রেতারা। এছাড়াও থাকছে নো-কস্ট ইএমআই অপশন। সেখানে মাসে ৬২১ টাকা কিস্তি দিতে হবে। অ্যামাজন পে- এর মাধ্যমেও এই ফোন কেনার সুযোগ রয়েছে।
iQoo Z6 Lite 5G- ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড iQoo সংস্থার এই ৫জি ফোনের বেস মডেলের দাম অ্যামাজনের সেলে ১৩,৯৯৯ টাকা। এখানেও রয়েছে এক্সচেঞ্জ অফার। সর্বোচ্চ ১৩,২৫০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এসবিআই- এর ক্রেডিট এবং ডেবিট কার্ড থাকলে ফ্ল্যাট ৭৫০ টাকা ছাড় পাওয়া যাবে। এর সঙ্গে রয়েছে কুপন ভিত্তিক ছাড়। সেখানেও ৭৫০ টাকা ছাড় পাওয়া যাবে।
স্যামসাং গ্যালাক্সি এম১৩ ৫জি- অ্যামাজনের সেলে এই ৫জি ফোনের দাম ১১,৯৯৯ টাকা। তবে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ সম্পন্ন এই ফোন লঞ্চ হয়েছিল ১৩,৯৯৯ টাকায়। এক্সচেঞ্জ অফারে এই ফোন কিনলে ১১,১০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এসবিআইয়ের ক্রেডিট কার্ড থাকলে ৭৫০ টাকা ছাড় পাওয়া যাবে। এর পাশাপাশি কিছু পেমেন্ট মেথডের ক্ষেত্রে নো-কস্ট ইএমআই অপশন রয়েছে।
ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট ৫জি- ১৯,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল এই ফোন। তবে অ্যামাজনের সেলে পাওয়া যাবে ১৮,৯৯৯ টাকায়। এক্সচেঞ্জ অফারে ১৮ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে। এসবিআইয়ের ক্রেডিট কার্ড থাকলে ক্রেতারা ৭৫০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন।
রেডমি নোট ১১ প্রো+ ৫জি- এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেল লঞ্চ হয়েছিল ২০,৯৯৯ টাকায়। তবে অ্যামাজনের সেলে তা কেনা যাচ্ছে ১৯,৯৯৯ টাকায়। এসবিআই ক্রেডিট কার্ডে এই ফোন কিনলে ৭৫০ টাকা ইনস্ট্যান্ট ছাড় পাবেন ক্রেতারা। এক্সচেঞ্জ অফারে এক্ষেত্রে ১৮,৫০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে।
রেডমি কে৫০আই ৫জি- অ্যামাজনের সেলে এই ফোনের দাম ২৪,৯৯৯ টাকা। তবে এই ৫জি ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভার্সান লঞ্চ হয়েছিল ২৫,৯৯৯ টাকায়। কুপন ডিসকাউন্ট হিসেবে এক্ষেত্রে ১০০০ টাকা ছাড় পাওয়া যাবে। আর এক্সচেঞ্জ অফারে ছাড় পাওয়া যেতে পারে ২৩,৭৪৯ টাকা পর্যন্ত। এসবিআইয়ের ক্রেডিট কার্ড থাকলে ইউজাররা অতিরিক্ত ৩০০০ টাকা ছাড় পেতে পারেন।
আরও পড়ুন- ফের শুরু হচ্ছে ফ্লিপকার্টের নতুন সেল, কী কী সুযোগ-সুবিধা পাবেন ক্রেতারা