Amazon India: ‘আত্মনির্ভর’ অ্যামাজন, এবার ভারতেই তাদের প্রোডাক্ট তৈরি শুরু মার্কিন সংস্থার
১ কোটি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাকে সাহায্য করতে আমরা ১০০ কোটি টাকা অ্যামাজন বিনিয়োগ করবে বলেই জানিয়েছে। আর তাদের প্রত্যাশা গোটা প্রক্রিয়ার মাঝে ২০১৫ সালের মধ্যে বারতে ১ লক্ষ নতুন চাকরির সুযোগ তৈরি করতে সক্ষম হবে তারা।
নয়াদিল্লি: এবার থেকে ভারতেই তাদের প্রোডাক্ট তৈরি করার সিদ্ধান্ত নিল অ্যামাজন। কেন্দ্রীয় সরকারের আত্মনির্ভর ভারত তৈরির জন্য ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের ডাকে সাড়া দিয়ে প্রথমবার এদেশে তাদের প্রোডাক্ট তৈরির সিদ্ধান্ত নিয়েছে তারা।
এই নতুন পথচলার জন্য ঠিক কত টাকা তারা ঢালছে তা অবশ্য প্রকাশ্যে আনেনি অ্যামাজন। ক্লাইড নেটওয়ার্ক টেকনোলজির সঙ্গে গাঁটছড়া বেঁধে এদেশের মাটিতে তাদের প্রোডাক্ট আনার কথা জানিয়েছে অ্যামাজন। চেন্নাইয়ে চলতি বছরের শেষ থেকেই যে কাজ শুরু করে দিচ্ছে তারা।
আপাতত স্থির হয়েছে হাজারো ফায়ার টিভি স্টিক তৈরি করবে তারা। এই মুহূর্তে ভারতীয় বাজারে যে দ্রব্যের চাহিদা যথেষ্ট। চাহিদার বিষয়টি মাথায় রেখে আরও দ্রব্য বানানোর বিষয়টি ঠিক করা হবে।
বিশ্বেব্যাপী ব্যবসা বাড়ানোর লক্ষ্যে অ্যামাডন ক্রমাগত বিভিন্ন স্থানে তাদের স্থানীয় কোনও সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে তাদের প্রোডাক্ট তৈরির কাজ করছে। ভারতেও তাদের সেই পথে এই পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
অ্যামাজনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অমিত অগারওয়াল বলেছেন, আত্মনির্ভর ভারত গড়ে তোলার সরকারের ডাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে অ্যামাজন বদ্ধপরিকর।
১ কোটি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাকে সাহায্য করতে আমরা ১০০ কোটি টাকা অ্যামাজন বিনিয়োগ করবে বলেই জানিয়েছে। আর তাদের প্রত্যাশা গোটা প্রক্রিয়ার মাঝে ২০১৫ সালের মধ্যে বারতে ১ লক্ষ নতুন চাকরির সুযোগ তৈরি করতে সক্ষম হবে তারা।
মঙ্গলবার কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও ইনফরমেশন টেকনোলজি এবং আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের সঙ্গে আলোচনায় বসে তাদের গোটা পরিকল্পনা নিয়ে বিস্তারিত জানিয়েছে অ্যামাজন। কথাবার্তা ইতিবাচক হওয়ার পরই গোটা বিষয় জানানো হয় মার্কিন সংস্থার পক্ষ থেকে।