Amazon Prime Membership: অ্যামাজন প্রাইমের মেম্বারশিপ এখন আরও সস্তা, থাকছে প্রচুর পরিমাণ ক্যাশব্যাক পাওয়ার সুযোগ
Cashback Offer: আগামী ১৫ এবং ১৬ জুলাই, দু'দিন ব্যাপী অ্যামাজনের বিগ প্রাইম ডে সেল শুরু হতে চলেছে। তার আগেই মেম্বারশিপের ক্ষেত্রে ছাড়ের কথা ঘোষণা করা হয়েছে।
Amazon Prime Membership: অ্যামাজন প্রাইম মেম্বারশিপের (Amazo Prime Membership) ক্ষেত্রে ৫০ শতাংশ ক্যাশব্যাক (Cashback) পাওয়ার সুযোগ থাকছে গ্রাহকদের কাছে। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ১৫ এবং ১৬ জুলাই, দু'দিন ব্যাপী অ্যামাজনের বিগ প্রাইম ডে সেল (Amazon Big Prime Day Sale) শুরু হতে চলেছে। তার আগেই মেম্বারশিপের ক্ষেত্রে ছাড়ের কথা ঘোষণা করা হয়েছে। অ্যামাজন প্রাইমের একমাসের এবং একবছরের, দুটো মেম্বারশিপের ক্ষেত্রেই ক্যাশব্যাক পাবেন ইউজাররা। এমনকি কয়েক সপ্তাহের জন্য নাকি ফ্রি অর্থাৎ একদম বিনামূল্যেও অ্যামাজন প্রাইম মেম্বারশিপ পাওয়া যাবে।
ক্যাশব্যাক পেলে কত খরচ হবে অ্যামাজন প্রাইম মেম্বারশিপে
অ্যামাজন প্রাইমের মেম্বারশিপ নিতে হলে একমাসে খরচ হয় ২৯৯ টাকা। এক্ষেত্রে যদি ১৫০ টাকা ক্যাশব্যাক পাওয়া যায় তাহলে খরচ হবে ১৪৯ টাকা। অন্যদিকে অ্যামাজন প্রাইমের এক বছরের মেম্বারশিপের খরচ ১৪৯৯ টাকা। সেক্ষেত্রে ৭৫০ টাকা ক্যাশব্যাক পাওয়া গেলে খরচ কমে হবে ৭৪৯ টাকা।
কারা পাবেন এই বিপুল পরিমাণ ক্যাশব্যাক
সকলের জন্য এই অফার চালু করেনি অ্যামাজ কর্তৃপক্ষ। ইউজারের বয়স ১৮ থেকে ২৪ বছর হলে তাঁরাই এই ক্যাশব্যাক পাবেন। এর জন্য একটি ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে ইউজারদের। সঠিকভাবে অ্যামাজন সংস্থাকে জানাতে হবে যে ইউজারের বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে। তাহলেই পাওয়া যাবে ক্যাশব্যাক এবং এই টাকা জমা পড়বে অ্যামাজ পে ব্যালেন্সে। অর্থাৎ ইউজারদের অ্যামাজন পে অ্যাকাউন্ট থাকতে হবে।
ফ্রি বা বিনামূল্যে কীভাবে অ্যামাজন প্রাইম মেম্বারশিপ পাবেন
নতুন ইউজারদের জন্য একমাসের ফ্রি ট্রায়াল অপশন দিচ্ছে অ্যামাজন কর্তৃপক্ষ। এখনও এই অফারের সুবিধা নিয়ে না থাকলে অ্যামাজনের ওয়েবসাইটে গিয়ে একমাসের জন্য একদম বিনামূল্যে প্রাইম সাবস্ক্রিপশন নিতে পারেন। এখনও যাঁদের অ্যামাজনে অ্যাকাউন্ট তৈরি হয়নি, অর্থাৎ একদম নতুন ইউজার তাঁরাই এই সুবিধা পাবেন। অথবা যদি নতুন কোনও অ্যাকাউন্ট দিয়ে লগ-ইন করতে পারেন তাহলে এই সুবিধা পাবেন ইউজাররা।
ভারতে অ্যামাজন প্রাইম মেম্বারশিপের বিভিন্ন সুবিধা
- দ্রুত গতিতে জিনিসের ডেলিভারি আসবে বাড়িতে, লাগবে না অতিরিক্ত খরচ।
- অ্যামাজন প্রাইম ভিডিওতে সিনেমা, টিভি শো দেখতে পাবেন।
- গান শুনতে পারবেন অ্যামাজন প্রাইম মিউজিক অ্যাপে।
- প্রাইম রিডিং ক্যাটালগে গিয়ে পড়াশোনাও করতে পারবেন।
- কনটেন্টের মাঝে বিজ্ঞাপন শুরু হয়ে বারবার বিরক্ত হবেন না আপনি।
- অ্যামাজনের যেকোনও সেলে অন্যান্য ইউজারদের তুলনায় প্রাইম মেম্বাররা একদিন আগে থেকে কেনাকাটার সুযোগ পাবেন।
আরও পড়ুন- রসুন খেলে ঝরবে মেদ, ভাল হবে হজমশক্তি, আর কী কী উপকার পাবেন?