Apple AirPods (3rd Generation) এল প্রকাশ্যে, কত দামে পাবেন ভারতে ?
Apple AirPods (3rd Generation): আগের থেকে অনেকটাই বদলে গিয়েছে নতুন এয়ারপডসের ডিজাইন ল্যাঙ্গোয়েজ। দেখতে AirPods Pro-এর মতোই হয়েছে এই গ্যাজেট।
নয়াদিল্লি: জল্পনা চলছিল অনেক দিন ধরেই। এবার প্রকাশ্যে এল অ্যাপল এয়ারপডস থার্ড জেনারেশন Apple AirPods (3rd Generation)। আগের থেকে অনেকটাই বদলে গিয়েছে নতুন এয়ারপডসের ডিজাইন ল্যাঙ্গোয়েজ। দেখতে AirPods Pro-এর মতোই হয়েছে এই গ্যাজেট।
Apple AirPods (3rd Generation)-এর দাম, কবে আসছে ভারতে ?
ভারতের বাজারে সম্ভাব্য ১৮,৫০০ টাকায় পাওয়া যাবে এই নতুন জেনারেশনের এয়ারপডস। সোমবার থেকেই এই এয়ারপডের অর্ডার দেওয়া যাচ্ছে অনলাইনে। Apple India Online Store-এ পাওয়া যাবে ২৬ অক্টোবর থেকে। তবে শুধু ভারত নয়, আরও ২৬টি দেশে শীঘ্রই পাওয়া যাবে এই এয়ারপডসগুলি।২০১৯ সালে এয়ারপডসের সেকেন্ড জেনারেশন লঞ্চ হয়েছিল ভারতে। সেই সময় এর দাম রাখা হয়েছিল, ১৪,৯০০ টাকা।
Apple AirPods (3rd Generation)-এর স্পেসিফিকেশন-এবারের এয়ারপডে সবথেকে বড় পরিবর্তন হয়েছে ডিজাইনে। প্রায় AirPods Pro-এর মতোই হয়েছে এই গ্যাজেট। ডিজাইন আরগোনমিকস অনেকটাই বদলে দিয়েছে কোম্পানি। এয়ারপড প্রোয়ের মতোই এখানেও দেওয়া হয়েছে ফোর্স সেন্সর। মূলত, প্রেসার কন্ট্রোলের জন্যই দেওয়া হয়েছে এই সেন্সর। গতবারের মডেলের মতোই এবারও রয়েছে হ্যান্ডস ফ্রি ‘Hey Siri' ভয়েজ অ্যাসিস্ট্যান্ট। অ্যাপল মিউজিকে পাবেন ডলবি অ্যাটমোসের ফিচার। সাউন্ড বাস-এর আউটপুট বাড়াতে এবারও দেওয়া হয়েছে হাই ফ্রিকোয়েন্সি অ্যামপ্লিফায়ার। যার ফলে ক্লিন ও ক্রিস্প সাউন্ড শুনতে পাবেন গ্রাহক।
Apple AirPods (3rd Generation)-এর ব্যাটারি- অ্যাপলের দাবি, পুরোনো জেনারেশনের থেকে আরও এক ঘণ্টা বেশি ব্যাটারি লাইফ দেবে নতুন মডেল। এবার থেকে ৬ ঘণ্টা পর্যন্ত 'লিস্টনিং টাইম' ও ৪ ঘণ্টার 'টক টাইম' পাওয়া যাবে এই ব্যাটারির মাধ্যমে। এয়ারপডসের কেসের মধ্যেই এবারও থাকছে ওয়্যারলেস চার্জার। কোম্পানির দাবি, মাত্র ৫ মিনিটেরে চার্জে এক ঘণ্টার ব্যাটারি ব্যাক আপ দিতে পারবে এয়ারপডস ৩। কেসের মধ্য়েই থাকছে আরও চারটে কেস। যার মাধ্যমে চার্জ দিয়ে পুরো ৩০ ঘণ্টার 'লিস্টনিং টাইম' পাবেন শ্রোতা।
আরও পড়ুন : অ্যামাজনের সেলে কত দামে পাওয়া যাচ্ছে OnePlus Bullets Wireless Z Bass Edition ?
আরও পড়ুন : Amazon Navratri Sale: ফিটনেসের সরঞ্জামে ৫০শতাংশ ছাড়, অ্যামাজনের সেলে দারুণ অফার
আরও পড়ুন : Amazon Navratri Sale: স্মার্টফোনে পাবেন বছরের সস্তা ডিল, জেনে নিন সেরা ৫ ফোনের দাম