Apple AirPods Watches: আরও 'ইউজার ফ্রেন্ডলি' হতে চলেছে নেক্সট জেনারেশন অ্যাপেল ওয়াচ এবং এয়ারপডস, কী কী সুবিধা পাওয়া যাবে?
Apple Devices: অ্যাপেল সংস্থা নেক্সট জেনারেশন ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারফোন লঞ্চ করতে চলেছে আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে।
Apple AirPods Watches: আইফোন ১৫ সিরিজের (Apple iPhone 15 Series) সঙ্গে লঞ্চ হয়েছে অ্যাপেল ওয়াচ সিরিজ ৯ (Apple Watch Series 9) এবং অ্যাপেল ওয়াচ আলট্রা ২ (Apple Watch Ultra 2)। এরপর থেকেই শোনা যাচ্ছে, অ্যাপেল সংস্থা তাদের ওয়াচে যুক্ত করতে চলেছে নতুন আধুনিক ফিচার। আসন্ন মডেলগুলিতে এইসব ফিচার থাকবে বলে শোনা গিয়েছে। শোনা যাচ্ছে, পরবর্তে অ্যাপেল ওয়াচের মডেলে একাধিক আপডেট যুক্ত হতে পারে। এমনই মত অ্যানালিস্ট মার্ক গারম্যানের। প্রসঙ্গত উল্লেখ্য, নতুন অ্যাপেল ওয়াচগুলি তেমনভাবে বাজার ধরতে পারেনি। কারণ পুরনো মডেলের তুলনায় এমন কিছু বেশি ফিচার, পরিষেবা নেই নতুন অ্যাপেল ওয়াচে। আর তাই পরবর্তী অ্যাপেল ওয়াচ মডেলে একাধিক নতুন আপডেট ও আপগ্রেড যুক্ত করতে চলেছে কর্তৃপক্ষ।
হাইপারটেনশন এবং স্লিপ অ্যাপনিয়া ডিটেকশন ফিচার থাকতে চলেছে পরবর্তী অ্যাপেল ওয়াচে। মূলত ইউজারদের তাঁদের স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক করার জন্যে ওই এই ফিচার চালু করা হচ্ছে। কোনও অসুবিধা হলে ইউজাররা যাতে সময় মতো বুঝতে পারেন এবং উপযুক্ত চিকিৎসা ব্যবস্থার সাহায্য নেতে পারেন- সেই জন্যই আরও উন্নত হতে চলেছে অ্যাপেল ওয়াচ। ব্লাড সুগারের মাত্রা পরিমাপ করার জন্যেও ফিচার থাকতে পারে অ্যাপেল ওয়াচে, এমুন্টাই আগেই শোনা গিয়েছিল। এইসব ফিচার এবং আপগ্রেড যুক্ত হলে নিঃসন্দেহে অ্যাপেল ওয়াচ একটি ব্যবহারযোগ্য ডিভাইস হয়ে উঠবে নতুন করে। পরবর্তী অ্যাপেল ওয়াচে থাকতে পারে নতুন চিপসেট, উজ্জ্বল চিপসেটে, ডবল ট্যাপ করার সুবিধা। অ্যাপেল ওয়াচ সিরিজ ৯- এ এই ফিচার ছিল। নতুন লুক নিয়ে পরবর্তী অ্যাপেল ওয়াচ লঞ্চ হতে পারে।
অ্যাপেল সংস্থা নেক্সট জেনারেশন ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারফোন লঞ্চ করতে চলেছে আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে। বলা হচ্ছে, এই ডিভাইস এয়ারপডস থার্ড জেনারেশনের (লঞ্চ হয়েছিল ২০২১ সালে) সাকসেসর মডেল হিসেবে লঞ্চ হবে। ফোর্থ জেনারেশনের এয়ারপডসের ডিজাইনে বেশ বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে বলা শোনা গিয়েছে। দুটো আলাদা দামে অ্যাপেল এয়ারপডস ফোর্থ জেনারেশনে দুটো আলাদা মডেল লঞ্চ হবে বলে খবর। দুটো নতুন নন প্রো ফোর্থ জেনারেশনের এয়ারপডস লঞ্চ হলে ইয়ারবাডসের ডিজাইনেও পরিবর্তন হবে। থাকবে ইউএসবি টাইপ সি চার্জিং ফিচারের সাপোর্ট, revamped cases। অ্যাপেল এয়ারপডস ফোর্থ জেনারেশনের যে দু'টি মডেল লঞ্চ হবে তার মধ্যে হায়ার-এন্ড মডেলটিতে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। বর্তমানে এই ফিচার শুধুমাত্র এয়ারপডস প্রো এবং ম্যাক্স মডেলে রয়েছে।
ফোর্থ জেনারেশনের এয়ারপডসে থাকতে পারে ছোট সাইজের স্টেম। চার্জিং কেসে থাকতে পারে ইউএসবি টাইপ-সি সাপোর্ট। নতুন এয়ারপডস আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের সেপ্টেম্বরে লঞ্চ হতে পারে। সেই সময়ে নতুন আইফোন সিরিজও লঞ্চ হতে পারে। এর আপ্সহাপাশি এয়ারপডস ম্যাক্স হেডফোনও আপগ্রেড করতে পারে অ্যাপেল সংস্থা। তবে হার্ডওয়্যার কিংবা সফটওয়্যারের আপডেট হবে না। নতুন রঙে এবং ইউএসবি টাইপ-সি পোর্ট নিয়ে লঞ্চ হতে পারে। ২০২৫ সালে এয়ারপডস ম্যাক্সের নয়া মডেল লঞ্চ হতে পারে বলে শোয়া গিয়েছে।