(Source: ECI/ABP News/ABP Majha)
Apple Watch Series 7-এর লঞ্চ ডেট প্রকাশ্যে আনল Apple, ভারতে কত দাম ঘড়ির ?
Apple Watch Series 7 : ভারতে এই ঘড়ি কবে আসবে তা নিয়ে কৌতূহল ছিল। এবার কোম্পানি নিজেই জানিয়ে দিল ঘড়ির লঞ্চ ডেট। অক্টোবরের ৮ তারিখ থেকে ঘড়ির প্রি অর্ডার শুরু হয়ে যাবে।
নয়াদিল্লি: ক্যালিফোর্নিয়ায় লঞ্চ হলেও অপেক্ষা ছিল ভারতে আসার। এবার আর কোনও জল্পনা রইল না। Apple জানিয়ে দিয়েছে, আগামী ১৫ অক্টোবর ভারতে লঞ্চ হতে চলেছে Apple Watch Series 7। সপ্তাহ খানেক আগেই শুরু হয়ে যাবে ঘড়ির প্রি-বুকিং।
Apple Watch Series 7-এর দাম
গত মাসে ক্যালিফোর্নিয়াতে অ্যাপল পার্কে লঞ্চ হয়েছিল iphone 13 ও Apple Watch Series 7। ভারতে এই ঘড়ি কবে আসবে তা নিয়ে কৌতূহল ছিল। এবার কোম্পানি নিজেই জানিয়ে দিল ঘড়ির লঞ্চ ডেট। অক্টোবরের ৮ তারিখ থেকে ঘড়ির প্রি অর্ডার শুরু হয়ে যাবে। ভারতে ৪১,৯০০ টাকা থেকে শুরু হবে Apple Watch Series 7-এর দাম। ভারতের সঙ্গে, জার্মানি, মেক্সিকো-সহ মোট ৫০টি দেশে একই দিনে লঞ্চ হতে চলেছে এই ঘড়ি।
Apple Watch Series 7-এর রং
Apple Watch Series 7 পাওয়া যাবে মোট পাঁচটা রঙে।মিডনাইট, স্টারলেট, গ্রিন, নিউ ব্লু ও প্রোডাক্ট রেড রঙে আনা হয়েছে ঘড়ির মডেল। পুরোপুরি অ্যালুমিনাম কেসিংয়ে তৈরি হয়েছে অ্যাপলের এই ঘড়ি।এর আগে ভারতে Apple Watch Series 6-এর জিপিএস ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছিল ৪০,৯০০টাকা। রয়েছে স্টেইনলেস স্টিল ভার্সনও।
Apple Watch Series 7 স্পেসিফিকেশন
নতুন Apple Watch Series 7-এ আগের থেকে বড় ডিসপ্লে দেওয়া হয়েছে। WatchOS 8 -এ চলবে এই ঘড়ি।Watch Series 6-এর থেকে ২০ শতাংশ বেশি বড় ডিসপ্লে রয়েছে ঘড়িতে। ৪১ এমএম ছাড়াও ৪৫ এমএম ডিসপ্লে অপশন রয়েছে ঘড়িতে।Apple Watch Series 6-এর থেকে ৭০ শতাংশ বেশি ঊজ্জ্বল ডিসপ্লে দেখা যাবে ঘরের আলোয়। এবারও আগের মতো রেটিনা ডিসপ্লে দেওয়া হয়েছে ঘড়িতে। এ ছাড়াও ইউএসবি সি টাইপ রয়েছে এই ওয়াচে।
আগের থেকে ৩৩ শতাংশ তাড়াতাড়ি চার্জ হবে অ্যাপলের এই ঘড়ি।ডিভাইসকে জলের থেকে বাঁচাতে রয়েছে IP6X সার্টিফিকেশন দেওয়া হয়েছে। মূলত, এবার ফিটনেস প্লাস ডিভাইস হিসাবে একে বাজারে আনছে অ্যাপল। ফ্লিপকার্টে শুরু হবে এই ঘড়ির সেল। ইতিমধ্যেই ঘড়ির স্টেইনলেস স্টিল মডেলের কথা বলেছে ই-কমার্স কোম্পানি। GPS ছাড়াও সেলুলার কানেক্টিভিটি থাকছে এই ঘড়িতে। এ ছাড়াও থাকছে অ্যালুমুনিয়ামে তৈরি ভ্যারিয়েন্ট।
আরওপড়ুন ; Amazon Festival Sale: iPhone 12-এ সরাসরি ২০ শতাংশ ছাড়, মেগা সেল দিচ্ছে অ্যামাজন
আরও পড়ুন ; Amazon Backpack Offers: আর পাবেন না এই অফার, অ্যামাজনে ব্যাকপ্যাকে ৮০% ছাড়