Apple Watch Series 7: Apple Watch 7-এ আরও বড় স্ক্রিন সাইজ, থাকছে একাধিক চমক
রিপোর্ট বলছে, নতুন ঘড়িতে ৪১ এমএম ও ৪৫ এমএম কেস সাইজ দেবে কোম্পানি। স্ক্রিন সাইজ বদলে যাওয়ার ফলে ইউজার ইন্টারফেসেও আসতে পারে বদল।
ওয়াশিংটন: নতুন ঘড়ির সিরিজে একেবারে বদলে যাবে লুক। Apple Watch 7-এ আগের থেকে বড় স্ক্রিন সাইজের পাশাপাশি থাকবে ফ্ল্যাট ঘড়ির ডিজাইন ল্যাঙ্গোয়েজ। সম্প্রতি এমনই খবর প্রকাশিত হয়েছে একটি টেক সাইটে।
Apple Watch 7-এ নতুন স্ক্রিন সাইজ
রিপোর্ট বলছে, নতুন ঘড়িতে ৪১ এমএম ও ৪৫ এমএম কেস সাইজ দেবে কোম্পানি। স্ক্রিন সাইজ বদলে যাওয়ার ফলে ইউজার ইন্টারফেসেও আসতে পারে বদল। শোনা যাচ্ছে, অ্যাপল ওয়াচ ৭ -এ নতুন ফেস দেবে কোম্পানি। যা কেবল সেভেন সিরিজের ঘড়িতেই পাওয়া যাবে। পুরোনো মডেলের সফটওয়্যার আপডেট হলেও এই ওয়াচ ফেস পাওয়া যাবে না। এমনই জানাচ্ছে টেক সাইট ম্যাক রিউমারস।
কী নতুন চিপ থাকছে Apple Watch 7-এ ?
নতুন রিপোর্ট অনুযায়ী, ঘড়িতে আগের থেকে বেজেল এরিয়া অনেক কম হবে। সাইডে কার্ভের বদলে ফ্ল্যাট ডিজাইন আনতে চলেছে কোম্পানি।যার ফলে এমনিতেই ঘড়ির আয়তন আগের থেকে অনেক বড় দেখাবে। শোনা যাচ্ছে, নতুন সিরিজে বড় ব্যাটারির জন্য S7 চিপ ব্যবহার করতে চলেছে অ্যাপল। আগামী মাসেই লঞ্চ হতে পারে এই নতুন ঘড়ি।
iPhone 13-এর আত্মপ্রকাশ ঘিরে ফের জল্পনা শুরু
তবে শুধু ঘড়ি নয়। নতুন লিকস বলছে, ১৪ সেপ্টেম্বর আত্মপ্রকাশ ঘটতে চলেছে বহু প্রতীক্ষিত এই ফোনের।বিক্রি শুরু হতে পারে ২৪ সেপ্টেম্বর। টেক সাইটগুলির খবর বলছে, নতুন ফোনের চারটে ভ্যারিয়েন্ট আনতে চলেছে অ্যাপল।iPhone 13, iPhone 13 Pro, iPhone 13 Pro Max ও iPhone 13 mini আনবে কোম্পানি। ফ্রন্ট পেজ টেকের টিপস্টার জন প্রসারের মতে, ২৪ সেপ্টেম্বর থেকে নতুন ফোনের সেল শুরু করবে অ্যাপল। তবে ভারতের বুকে একই দিনে ওই সেল শুরু হবে কিনা তা নিয়ে কোনও মন্তব্য করেনি টিপস্টার। আগে Bloomberg’s Mark Gurman জানিয়েছিলেন A15বায়োনিক চিপসেটে চলবে আইফোন
১৩।অ্যাপল ওয়াচের মতো ফোনেও থাকবে অলওয়েজ অন ডিসপ্লে।