Mac Mini M4 2024: সবচেয়ে ছোট ডেস্কটপ লঞ্চ করতে চলেছে অ্যাপেল কর্তৃপক্ষ, আসছে ম্যাক মিনি এম৪ ২০২৪
Apple Mac Mini M4: ম্যাক মিনি ডিভাইসে অ্যালুমিনিয়াম শেল থাকতে পারে। আইপ্যাড প্রো- এর সঙ্গে মিল থাকতে চলেছে ম্যাক মিনি এম৪ ২০২৪ ডিভাইসের। শুধু আকার-আয়তনে ছোট হবে।
Mac Mini M4 2024: চলতি বছর অর্থাৎ ২০২৪ সালে অ্যাপেল কর্তৃপক্ষ আইফোন ১৬ সিরিজের সঙ্গে আরও অনেক প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে, এমনটাই শোনা গিয়েছে সূত্র মারফত। শোনা যাচ্ছে, অ্যাপেল কর্তৃপক্ষ ম্যাক মিনি লঞ্চ করতে চলেছে। এর আগে এত ছোট ম্যাক লঞ্চ করেনি অ্যাপেল সংস্থা, এমনটাই জানা যাচ্ছে। অ্যাপেল ম্যাক মিনি এম৪ ২০২৪ ডিভাইসে এম৪ চিপ থাকতে পারে। এছাড়াও থাকতে পারে এআই ফিচারের সাপর্ট। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ২০১০ সাল থেকে অ্যাপেল যত ডেস্কটপ কম্পিউটার লঞ্চ করেছে আসন্ন ম্যাক মিনি ২০২৪ সেগুলির সবকটির থেকে ছোট আকৃতির হবে। আগের মডেলগুলির তুলনায় আসন্ন অ্যাপেল ম্যাক মিনি এম৪ ২০২৪ অনেক কমপ্যাক্ট একটি ডিভাইস হতে চলেছে। বলা হচ্ছে, ম্যাক মিনি এম৪ ২০২৪ ডিভাইস অনেকটা অ্যাপেল টিভি স্ট্রিমিং ডিভাইসের আকার-আয়তনের হতে চলেছে। অ্যাপেল টিভি বক্সের আয়তন ৩.৭ ইঞ্চির। আসন্ন ম্যাক মিনি এম৪ ২০২৪ ডিভাইসে এম৪ চিপ থাকতে চলেছে যা এবছর অক্টোবর মাসে লঞ্চ করবে বলে শোনা গিয়েছে এবং সেখানে এআই ফিচার যুক্ত থাকবে।
ম্যাক মিনি ডিভাইসে অ্যালুমিনিয়াম শেল থাকতে পারে। আইপ্যাড প্রো- এর সঙ্গে মিল থাকতে চলেছে ম্যাক মিনি এম৪ ২০২৪ ডিভাইসের। শুধু আকার-আয়তনে ছোট হবে। তার ফলে পাওয়ার কনজাম্পশন কম হবে। এখন যে ম্যাক মিনি রয়েছে তার থেকে ম্যাক মিনি এম৪ ২০২৪ ডিভাইসের দাম বেশি হতে চলেছে। তবে নির্দিষ্ট দাম জানা যায়নি। ম্যাক মিনি এম৪ ২০২৪ ডিভাইসে কী কী ফিচার থাকবে তাও এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি।
আইফোন ১৬ সিরিজ
চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে আইফোন ১৬ সিরিজ (iPhone 16 Series) লঞ্চ হতে পারে বলে শোনা গিয়েছে। যদিও অ্যাপেল সংস্থা এখনও কিছু ঘোষণা করেনি আনুষ্ঠানিক ভাবে। তবে আইফোন ১৬ সিরিজ লঞ্চের আগে শোনা গিয়েছে একটি নতুন তথ্য। সূত্রের খবর, অ্যাপেল সংস্থা নাকি পরিকল্পনা করেছে আইফোন ১৬ প্রো মডেল (iPhone 16 Pro Models) ভারতে তৈরি করা হবে। এমনকি এও শোনা গিয়েছে, যেদিন থেকে গ্লোবাল মার্কেটে আইফোন ১৬ প্রো ফোন বিক্রি শুরু হবে সেদিন থেকেই ভারতে তৈরি হওয়া ফোনেরও বিক্রি শুরু হবে। এর আগে ভারতে আইফোন তৈরি হয়েছে। তবে তা আইফোন সিরিজ লঞ্চের পর। কিন্তু এই প্রথমবার লঞ্চের সময় বা বলা ভাল লঞ্চের আগেই ভারতে তৈরি হবে আইফোন ১৬ প্রো ফোন, এমনটাই শোনা গিয়েছে এখনও পর্যন্ত। এর পাশাপাশি এও শোনা যাচ্ছে যে, আইফোনের ব্যাটারিও ভারতে তৈরির পরিকল্পনা রয়েছে। অন্যান্য সংস্থাকেও সেই কাজে আহ্বান জানিয়েছে অ্যাপেল কর্তৃপক্ষ।
আইফোন ১৬ সিরিজে লঞ্চ হতে পারে আইফোন ১৬, আইফোন ১৬ প্রো, আইফোন ১৬ প্রো ম্যাক্স এবং আইফোন ১৬ প্লাস- এই চারটি আইফোন লঞ্চের কথা রয়েছে। শোনা যাচ্ছে, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স- এই দুই ফোনই ভারতে তৈরি হবে। এই প্রথম ভারতে তৈরি হবে আইফোনের 'প্রো' মডেল।
আরও পড়ুন- ইনস্টাগ্রামে এক পোস্টে একসঙ্গে শেয়ার করা যাবে ২০টি ছবি-ভিডিও, আসছে নতুন ফিচার
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।