AI Jobs: AI প্রযুক্তিতে ভারতে হবে ৪৫ হাজার চাকরি, ১৪ থেকে ৪৫ লক্ষ টাকা উপার্জনের সুযোগ
Tech News: আশঙ্কার পরিবর্তে ভারতে আশা জাগাচ্ছে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি। অন্তত তেমনই প্রতিবেদন সামনে এনেছে এক কোম্পানি।
Tech News: আশঙ্কার পরিবর্তে ভারতে আশা জাগাচ্ছে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি। অন্তত তেমনই প্রতিবেদন সামনে এনেছে এক কোম্পানি। কী বলা হয়েছে সেই রিপোর্টে ?
OpenAI: কেন AI ভারতের কাছে বড় আশার জায়গা
ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) জন্য ৪৫ হাজার চাকরির সুযোগ রয়েছে। মূলত, এখানে ডেটা সায়েন্টিস্ট ও মেশিন লার্নিং(ML) ইঞ্জিনিয়াররা সবচেয়ে বেশি গুরুত্ব পাবেন। সম্প্রতি এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রযুক্তি খাতে নিয়োগকারী সংস্থা টিমলিজ ডিজিটালের রিপোর্টে শিল্প ক্ষেত্রে AI এর সম্ভাবনার কথা বিশ্লেষণ করে তুলে ধরা হয়েছে এই তথ্য।
Tech News: এআই পেশাদারদের উচ্চ চাহিদা রয়েছে ভারতে
প্রতিবেদন বলছে, এই শিল্পগুলিতে AI-এর ভূমিকা ও তার বাস্তবায়ন সম্পর্কে সমীক্ষা করে দেখেছে টিমলিজ ডিজিটাল। যেখানে বলা হয়েছে, বর্তমানে AI বিশেষজ্ঞ পেশাদারদের চাহিদা বেড়েছে। মূলত, ML অ্যাপ্লিকেশনের উপর ফোকাস স্ক্রিপ্টিং ল্যাঙ্গোয়েজে দক্ষ AI পেশাদারদের অগ্রাধিকার দিচ্ছে কোম্পানিগুলি। যেখানে ট্র্যাডিশনাল ML মডেল তৈরি করা হবে AI-তে ক্যারিয়ারের জন্য প্রয়োজনীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা।
AI Jobs: এসব খাতে চাহিদা বাড়ছে
এআই সেক্টরের প্রধান শিল্পগুলির মধ্যে রয়েছে স্বাস্থ্যপরিষেবা (ক্লিনিক্যাল ডেটা অ্যানালিস্ট, মেডিকেল ইমেজিং স্পেশালিস্ট, হেলথ ইনফরমেটিক্স অ্যানালিস্ট, অন্যান্যদের মধ্যে), শিক্ষা (এডটেক প্রোডাক্ট ম্যানেজার, এআই লার্নিং আর্কিটেক্ট, এআই কারিকুলাম ডেভেলপার, চ্যাটবট ডেভেলপার, ইত্যাদি), বিএফএসআই (ফ্রড অ্যানালিস্ট) , ক্রেডিট রিস্ক অ্যানালিস্ট, কমপ্লায়েন্স স্পেশালিস্ট), ম্যানুফ্যাকচারিং (ইন্ডাস্ট্রিয়াল ডেটা সায়েন্টিস্ট, QC অ্যানালিস্ট, প্রসেস অটোমেশন স্পেশালিস্ট, রোবোটিক্স ইঞ্জিনিয়ার) ও রিটেল (রিটেল ডেটা অ্যানালিস্ট, আইটি প্রসেস মডেলার, ডিজিটাল ইমেজিং লিডার ও অন্যান্য)।
OpenAI: বার্ষিক ১৪ থেকে ৪৫ লক্ষ টাকা আয়
টিমলিজের রিপোর্ট বলছে, আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সে ডেটা ও এমএল ইঞ্জিনিয়াররা বার্ষিক ১৪ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারেন। যেখানে ডেটা আর্কিটেক্টরা ১২ লাখ টাকা পর্যন্ত আয় করতে পারে। এছাড়াও একই ক্ষেত্রে আট বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা বার্ষিক ২৫ থেকে ৪৫ লক্ষ টাকার বেশি বেতন পেতে পারেন।
Tech News: কী বলছেন টিমলিজ ডিজিটালের সিইও ও ম্যানেজমেন্ট
এই কর্মসংস্থানের বিষয়ে আশাবাদী টিমলিজ ডিজিটালের সিইও সুনীল চেম্মানকোটিল। এক বিবৃতিতে তিনি বলেছেন, "এআই বিপ্লব ভারতে চাকরির বাজারে বিপ্লব এনেছে। দক্ষ পেশাদারদের অত্যাধুনিক এআই প্রযুক্তি ডিজাইন, বিকাশ ও প্রয়োগ করতে পারবে এখানে।" এই বিষয়ে এক মত প্রকাশ করেছেন টিমলিজ ডিজিটালের চিফ বিজনেস অফিসার শিব প্রসাদ নান্দুরি। তিনি বলেন, “আজকের দ্রুত বিকশিত চাকরির বাজারে, AI দক্ষতার সঙ্গে আপস্কিলিং ক্যারিয়ার বৃদ্ধি ঘটছে। কর্মসংস্থানের জন্য ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই ক্ষেত্র। এআই ও এর অ্যাপ্লিকেশনগুলির প্রাথমিক ধারণা থাকলেই চাকরিরসুযোগ পাওয়া যাবে। সেই ক্ষেত্রে আপস্কিলিং ও AI দক্ষতা দীর্ঘ মেয়াদি ক্যারিয়ার দিতে পারে।"
টিমলিজ ডিজিটালের সমীক্ষা বলছে, ৩৭ শতাংশ সংস্থা তাদের কর্মীদের একটি এআই-সক্ষম কর্মী তৈরি করতে চায়। তা করতে যাবতীয় খরচ বহন করতে চায় কোম্পানি। ৩০ শতাংশ সংস্থা বলেছে, AI শেখার উদ্যোগগুলি কর্মীদের মধ্যে লুকানো প্রতিভার বিকাশ করতে সাহায্য করবে। প্রায় ৫৬ শতাংশ সংস্থা বলছে, এআই-এর চাহিদা পূরণের জন্য উপযুক্ত প্রতিভার প্রয়োজন। এই চাহিদা ও জোগানের মধ্যে ব্যবধান পূরণের প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে কোম্পানি।
আরও পড়ুন : Aadhaar Update: মৃত্যুর পর মুছে ফেলতে হবে আধার কার্ড ! কী হচ্ছে নতুন নিয়ম
Education Loan Information:
Calculate Education Loan EMI