Aadhaar Update: মৃত্যুর পর মুছে ফেলতে হবে আধার কার্ড ! কী হচ্ছে নতুন নিয়ম
Aadhaar Of Deceased Person: প্রতারকদের থেকে বাঁচাতে মৃত্যুর পর মুছে ফেলতে হয় আধার কার্ডের নম্বর। যদিও এতদিন এই ধরনের কোনও সুযোগ দিচ্ছিল না ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)।
Aadhaar Of Deceased Person: প্রতারকদের থেকে বাঁচাতে মৃত্যুর পর মুছে ফেলতে হয় আধার কার্ডের নম্বর। যদিও এতদিন এই ধরনের কোনও সুযোগ দিচ্ছিল না ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। আধারে জালিয়াতি রুখতে এবার এই নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে চলেছে সরকার।
UIDAI Update: মৃত্যুর পর কী করতে হবে আধার কার্ডের
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, মৃত ব্যক্তির আধার নম্বর মুছে ফেলার নতুন প্রক্রিয়া গ্রহণ করতে চলেছে সরকার। শীঘ্রই এই নিয়ম আসবে বলে আশা করা হচ্ছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) ও রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া এই প্রক্রিয়াটি চালু করার প্রক্রিয়া শুরু করেছে। যা একবার বাস্তবায়িত হলে মৃত্যুর শংসাপত্র পাওয়ার পরই আধার কার্ডের নম্বর মুছে ফেলতে হবে।
Aadhaar Update: কীভাবে হবে এই কাজ
রিপোর্ট বলছে, একবার মৃত্যুর শংসাপত্র হাতে এলেই মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করবে কর্তৃপক্ষ। পরবর্তীকালে পরিবারের সম্মতির পরই আধার নিষ্ক্রিয় করবে UIDAI কর্তৃপক্ষ। রাজ্য সরকারগুলির সঙ্গে কথা বলে হবে এই কাজ। বর্তমানে, আধার নিষ্ক্রিয় করার জন্য জন্ম ও মৃত্যু রেজিস্টারের কাছ থেকে মৃত ব্যক্তির আধার নম্বর পাওয়ার কোনও ব্যবস্থা নেই।
এর আগে, ভারতের রেজিস্ট্রার জেনারেল জন্ম ও মৃত্যু রেজিস্ট্রেশন আইন, ১৯৬৯-এর খসড়া সংশোধনের বিষয়ে UIDAI-এর পরামর্শ চেয়েছিলেন। যাতে মৃত্যু শংসাপত্র দেওয়ার সময় মৃত ব্যক্তির আধার নেওয়া যায়। বর্তমানে UIDAI ১৪ জুন পর্যন্ত বিনামূল্যে আধারের জন্য অনলাইনে নথি আপডেট করার সুবিধা তৈরি করেছে। আগে, বাসিন্দাদের আধার পোর্টালে তাদের নথি আপডেট করতে 25 টাকা দিতে হবে।
Aadhaar Update: এখন আধার কার্ডে আপডেট করতে জিজ্ঞাসা করতে হবে না পথচলতি মানুষকে। সহজ কয়েক ধাপেই পেয়ে যাবেন বাড়ির কাছে আধার কেন্দ্র। আপনার কাছের আধার সেবা কেন্দ্রের (Aadhaar Seva Kendra) সন্ধান পেয়ে যাবেন কিছু ধাপ পেরোলেই। সম্প্রতি নাগরিকদের সমস্যার কথা ভেবে নতুন পোর্টাল এনেছে UIDAI। জেনে নিন, কীভাবে আপডেট করতে পারবেন আধার।
UIDAI Update: আধার কার্ড এখন আর কেবল পরিচয়পত্র নয়। বর্তমানে আধার কার্ড কেবল ১২ সংখ্যার অনন্য নম্বর নয়,এর মাধ্যমে হতে পারে আপনার সব গুরুত্বপূর্ণ কাজ। দেশের প্রত্যেক প্রাপ্তবয়স্কের জন্য আধার কার্ড বাধ্যতামূলক করেছে UIDAI। এতে দেশের প্রতিটি নাগরিকের নাম, মোবাইল নম্বর, বায়োমেট্রিক বিবরণ রেকর্ড করা হয়। সম্প্রতি আধারের উপযোগিতা খুব দ্রুত বৃদ্ধি পেয়েছে। তাই আধার আপডেট রাখা খুবই জরুরি।
আরও পড়ুন : PAN Aadhaar Link: প্যান-আধার লিঙ্ক করেছেন কিনা ভুলে গেছেন, অনলাইনে এভাবে দেখে নিন