Asus ROG Phone 7 Series: আসুসের নতুন ROG গেমিং ফোন আসছে ভারতে, কবে লঞ্চ? কোন কোন মডেল লঞ্চ হবে?
Gaming Smartphone: টিপস্টার অভিষেক যাদবের মতে আসুস ROG ফোন ৭ সিরিজে লঞ্চ হতে পারে আসুস ROG ফোন ৭ এবং আসুস ROG ফোন ৭ আল্টিমেট।
Asus ROG Phone: আসুস সংস্থার নতুন ROG ফোন (Asus ROG Phone) লঞ্চ হতে চলেছে ভারতে। এবার লঞ্চ হতে চলেছে আসুস ROG ফোন ৭ সিরিজ। আগামী ১৩ এপ্রিল অন্যান্য অনেক দেশের সঙ্গে ভারতেও লঞ্চ হবে এই গেমিং স্মার্টফোন (Gaming Smartphone)। আসুস সংস্থা আনুষ্ঠানিক ভাবে এখনও কোনও ফিচার বা স্পেসিফিকেশন প্রকাশ করেনি। তবে লঞ্চের আগে আসুস ROG ফোন ৭- এর সম্ভাব্য কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে এই ফোনে এই সিরিজে দুটো গেমিং ফোন লঞ্চ হতে পারে। সেখানে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর থাকতে পারে। এছাড়াও ফোন পরিচালিত হতে পারে অ্যান্ড্রয়েড ১৩ আউট অফ দ্য বক্সের সাহায্যে।
টিপস্টার অভিষেক যাদবের মতে আসুস ROG ফোন ৭ সিরিজে লঞ্চ হতে পারে আসুস ROG ফোন ৭ এবং আসুস ROG ফোন ৭ আল্টিমেট। আসুস ROG ফোন ৬ সিরিজের সাকসেসর হিসেবে এই নতুন গেমিং স্মার্টফোন সিরিজ লঞ্চ হতে চলেছে ভারতে। এর পাশাপাশি শোনা গিয়েছে, আসুস ROG ফোন ৭ মডেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। এখানে Sony IMX766 সেনসর থাকার কথা শোনা গিয়েছে। এর সঙ্গে থাকতে পারে ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং ৮ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর অন্যদিকে আবার শোনা যাচ্ছে, আসুস ROG ফোন ৭ আল্টিমেট ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে।
OnePlus Nord CE 3 Lite: ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট লঞ্চ হতে চলেছে ভারতে। ৪ এপ্রিল অর্থাৎ আগামী মাসের শুরুর দিকেই এই ফোন লঞ্চ হবে ভারতে। এর সঙ্গেই লঞ্চ হবে ওয়ানপ্লাস নর্ড বাডস ২। ওয়ানপ্লাস সংস্থার ভারতীয় ওয়েবসাইটে এই ফোন লঞ্চের কথা ঘোষণা করা হয়েছে।
Moto G13: ভারতে লঞ্চ হতে চলেছে মোটো জি১৩ (Moto G13) ফোন। আগামী ২৯ মার্চ মোটোরোলা 'জি' সিরিজের (Motorola G Series Phone) এই ফোন দেশে লঞ্চ হবে বলে জানা গিয়েছে। ভারতে ক্রমশ জনপ্রিয় হচ্ছে মোটোরোলা সংস্থার 'জি' সিরিজের স্মার্টফোন। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনের কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। আর তা থেকেই অনুমান করা হচ্ছে যে লঞ্চের পর এই ফোন ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।
iQoo Z7x 5G: ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও (iQoo Smartphone)- এর নতুন ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। এবার লঞ্চ হবে আইকিউওও জেড৭এক্স ৫জি (iQoo Z7x 5G) মডেল। ইতিমধ্যেই চিনে এই ফোন লঞ্চ হয়েছে।
আরও পড়ুন- এপিলের শুরুতে ভারতে আসছে ওয়ানপ্লাস নর্ড সিরিজের নয়া মডেল, কী কী ফিচার থাকতে পারে এই ফোনে?