SBI Alert: নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, ব্যাঙ্ক থেকেই মেসেজ বুঝবেন কীভাবে ?
SBI Alert Customers: গ্রাহকদের টাকা হাতাতে নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা। স্টেট ব্যাঙ্কের নামে গ্রাহককে পাঠানো হচ্ছে ভুয়ো বার্তা।
SBI Alert Customers: গ্রাহকদের টাকা হাতাতে নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা। স্টেট ব্যাঙ্কের নামে গ্রাহককে পাঠানো হচ্ছে ভুয়ো বার্তা। একবার জালিয়াতদের ফাঁদে পা দিলেই অ্যাকাউন্ট ফাঁকা হবে আপনার। সেই ক্ষেত্রে কীভাবে বুঝবেন ব্যাঙ্ক থেকে বার্তা এসেছে ? গ্রাহকদের সেই সমস্যার সমাধান নিয়ে এসেছে স্টেট ব্যাঙ্ক (SBI)।
State Bank Of India: যেকোনও মেসেজ এলেই ক্লিক করবেন না
দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক গ্রাহকদের নিরাপদ ব্যাঙ্কিংয়ের টিপস দিয়েছে। যেখানে বলা হয়েছে, অচেনা অজানা কোনও লিঙ্ক থেকে ব্যাঙ্কের নাম করে কোনও বার্তা এলে এড়িয়ে যান। এই ধরনের বার্তায় কোন পদক্ষেপ নেওয়ার আগে এটি যাচাই করুন। কীভাবে যাচাই করবেন তা আগে জেনে নিন।
SBI Alert: স্টেট ব্যাঙ্কের সতর্ক বার্তা
সম্প্রতি গ্রাহকদের প্রতারকদের হাত থেকে রক্ষা করতে ট্যুইট করেছে স্টেট ব্যাঙ্ক । যেখানে বলা হয়েছে, সুরক্ষিত ব্যাঙ্কিংয়ের স্বার্থে কাউকে প্রবেশের অধিকার দেওয়ার আগে সবসময় যাচাই করে নিন। প্রথমে যাচাই করুন দরজার পিছনে কে আছে? এটি আপনার নিরাপত্তার চাবিকাঠি। টুইটারে ব্যাঙ্ক বলেছে, অ্যাকাউন্টের কার্যকলাপ পর্যবেক্ষণ করার জন্য সরসময় আপনার মোবাইলে বার্তাগুলি পরীক্ষা করে নিন। অজানা কারও বার্তায় কোনও পদক্ষেপ নেবেন না। আগে নিশ্চিত হোন বার্তাটি এসবিআই থেকে এসেছে। এর জন্য আপনাকে অবশ্যই বার্তায় সংক্ষিপ্ত কোড দেখতে হবে, যা এসবিআই / এসবি দিয়ে শুরু হয়। যেমন SBIBNK, SBIINB, SBOPSG, SBINO।
State Bank Of India: জালিয়াতি এড়ানোর উপায় কী ?
এসবিআই তার গ্রাহকদের বলেছে যে কোনও ব্যক্তিগত তথ্য যেমন অ্যাকাউন্ট নম্বর, পাসওয়ার্ড, বা কোনও সংবেদনশীল তথ্য বার্তার মাধ্যমে শেয়ার করবেন না। এতে আপনি প্রতারণার শিকার হতে পারেন। ব্যাঙ্ক তার গ্রাহকদের পরিচয় যাচাই করতে বা ওয়েবসাইটে তথ্য শেয়ার করতে বলে না। তাই এই ধরনের বার্তা থেকে সাবধান।এই বার্তাটি প্রতারকদের একটি ফিশিং স্ক্যামের অংশ হতে পারে। তারা আপনার সংবেদনশীল তথ্য সংগ্রহ করতে ব্যাঙ্কিং জালিয়াতি করতে পারে। এসবিআই কখনোই গ্রাহকদের ইমেইল, এসএমএস বা ফোন কলের মাধ্যমে KYC আপডেট করতে বলে না। গ্রাহকরা তাদের ব্যক্তিগত বা আর্থিক তথ্য আপডেট না করলে জরিমানার হুমকিও পান। মনে রাখতে হবে এই সবই প্রতারণার অংশ।
আরও পড়ুন : CIBIL Score: এই নম্বর থাকলেই পাবেন কম সুদে ঋণ, সিবিল স্কোর কী জানেন ?