CMF Smartwatch and Earbuds: সিএমএফ বাডস প্রো ২ আগের মডেলের তুলনায় কোথায় আলাদা? কেমন দেখতে হবে সিএমএফ ওয়াচ প্রো ২?
CMF Phone 1: নাথিংসংস্থার সাব-ব্র্যান্ড সিএমএফ প্রথমবার স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। আগামে এ৮ জুলাই লঞ্চ হতে চলেছে সিএমএফ ফোন ১।
CMF Smartwatch and Earbuds: নাথিং সংস্থার সাব-ব্র্যান্ড সিএমএফ। এই সংস্থা প্রথমবার ফোন লঞ্চ করতে চলেছে। তাও আবার ভারতের বাজারে। সিএমএফ ফোন ১ (CMF Phone 1) লঞ্চ হবে দেশে, আগামী ৮ জুলাই। তবে শুধু ফোন নয়, গ্রাহকদের জন্য থাকছে আরও চমক। সিএমএফ সংস্থা একটি স্মার্টওয়াচ এবং একটি ইয়ারবাডসও লঞ্চ করতে চলেছে ভারতে। সিএমএফ বাডস প্রো ২ (CMF Buds Pro 2) এই ইয়ারবাডস এবং সিএমএফ ওয়াচ প্রো ২ (CMF Watch Pro 2) ভারতে লঞ্চ হবে সিএমএফ ফোন ১ লঞ্চের দিনই, অর্থাৎ ৮ জুলাই। জানা গিয়েছে, সিএমএফ সংস্থা আসন্ন ইয়ারবাডস একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারফোন হতে চলেছে। সিএমএফ বাডস প্রো মডেলের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে সিএমএফ বাডস প্রো ২। অন্যদিকে সিএমএফ ওয়াচ প্রো মডেলের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে সিএমএফ ওয়াচ প্রো ২। তবে স্মার্টফোন হিসেবে এই প্রথম কোনও ফোন লঞ্চ করতে চলেছে সিএমএফ সংস্থা। নাথিং সংস্থার সাব-ব্র্যান্ড সিএমএফ লঞ্চ করবে তাদের প্রথম স্মার্টফোন সিএমএফ ফোন ১।
সিএমএফ বাডস প্রো ২
চার্জিং কেস সমেত এই ইয়ারবাডস কেমন দেখতে হবে তার একটা আভাস এক্স মাধ্যমে পাওয়া গিয়েছে আগেই। চার্জিং কেসের এক কোণে একটি গোলাকার স্পিনিং ডায়াল থাকতে চলেছে। সিএমএফ বাডস প্রো মডেলের চার্জিং কেসেও এই ফিচার দেখা গিয়েছিল। কিন্তু দুটো ইয়ারবাডসের চার্জিং কেসে একটা পার্থক্য থাকবে বলে জানা গিয়েছে। সিএমএফ বাডস প্রো ২ ইয়ারবাডসের চার্জিং কেসের ক্ষেত্রে কোণের অংশের ওই গোলাকার স্মার্ট ডায়াল বা স্পিনিং ডায়াল কাস্টমাইজেবল ফিচার হবে। সাউন্ট কন্ট্রোলের জন্য এই স্মার্ট ডায়াল ব্যবহার করা যাবে। অর্থাৎ চার্জিং কেসের সাহায্যেই ইয়ারবাডসের আওয়াজ নিয়ন্ত্রণ করতে পারবেন ইউজাররা। সিএমএফ বাডস প্রো- এর চার্জিং কেসে থাকা ডায়াল কিন্তু এই জাতীয় কোনও কাজ করতে সক্ষম নয়।
সিএমএফ ওয়াচ প্রো ২
নাথিং সংস্থার সাব-ব্র্যান্ড সিএমএফ কোম্পানির এই স্মার্টওয়াচে একটি ধূসর রঙের অর্থাৎ গ্রে কালারের ক্রাউন থাকতে চলেছে। একটি রাউন্ড বেজল দেখা যাবে স্মার্টওয়াচের ডায়ালের চারপাশে। এই স্মার্টওয়াচে ধূসর রং ছাড়াও সাদা এবং কমলা রং দেখা যাবে ওয়াচ ফেসের মধ্যে। একটি অ্যালুমিনিয়াম অ্যালয় বডি থাকবে এই স্মার্টওয়াচে। এইসব তথ্যও এক্স মাধ্যমে প্রকাশিত হওয়া একটি ছবি থেকেই জানা গিয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।