(Source: ECI/ABP News/ABP Majha)
Deepfake Audio: ফোনের ওপারে 'পরিচিত কণ্ঠস্বর' আদৌ আপনার প্রিয়জন তো? নাকি পড়েছেন 'ডিপফেক অডিওর' কবলে?
AI Scam Call: ফোনকলে ভেসে আসা কণ্ঠস্বর আপনার পরিচিত। কিন্তু আসলে মানুষটি ভুয়ো। সবটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারিকুরি। নিমেষে তৈরি হচ্ছে ডিপফেক অডিও। কীভাবে বাড়ছে বিপদ? কী কী হতে পারে?
Deepfake Audio: ডিপফেক ভিডিও (Deepfake Video) এবং ছবি কতটা বিপজ্জনক তা এতদিনে অনেকেই জেনে গিয়েছে। কয়েকমাস আগেই এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় হইচই শুরু হয়েছিল। ডিপফেকের (Deepfake Image) কবল থেকে রক্ষা পাননি তারকারাও। রশ্মিকা মন্দানা, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, কাজল, ক্যাটরিনা কাইফ, সারা তেন্ডুলকর, বিরাট কোহলির মতো অনেক তারকারই ডিপফেক ভিডিও-ছবি নিমেষে ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে। এবার ভয় ধরাচ্ছে ডিপফেক অডিও (Deepfake Audio)।
কী কী হতে পারে ডিপফেক অডিও- র মাধ্যমে
ধরে নেওয়া যাক আপনার কাছে একটি ফোনকল এল। সেখানে আপনি শুনতে পেলে পরিচিত কণ্ঠস্বর। কিন্তু মানুষটি আদৌ আপনার পরিচিতই নন। সবটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারসাজি। আসলে ফোনকলটাই ভুয়ো বা স্প্যাম কিংবা স্ক্যাম কল। এছাড়াও হয়তো ফোন করে বলা হতে পারে পুলিশের থেকে ফোন করা হয়েছে। আপনার ছেলে, মেয়ে কিংবা ঘনিষ্ঠ কেউ বিপদে পড়েছেন, গ্রেফতার হয়েছে ইত্যাদি-প্রভৃতি। অথচ বাস্তবে এমন কোনও ঘটনাই হয়তো ঘটেনি। শুনে অবাক লাগলেও বাস্তবে কিন্তু এমন ঘটনাই ঘটেছে। তার নিদর্শন পাওয়া গিয়েছে এক্স মাধ্যমে।
কাবেরী গণপতি আহুজা নামের এক ইউজার তার সঙ্গে হওয়া একটি ঘটনার বিবরণ দিয়েছেন এক্স মাধ্যমে। সেখানে তিনি জানিয়েছেন, একটি অচেনা নম্বর থেকে তাঁর কাছে ফোন এসেছিল। বলা হয়েছিল পুলিশ থেকে ফোন করা হয়েছে এবং তাঁর মেয়ে গ্রেফতার হয়েছে। পাশ থেকে মেয়ের কণ্ঠস্বরের মতোই গলার স্বরও শোনানো হয়েছিল তাঁকে। মেয়েকে বাঁচানোর জন্য থানায় গিয়ে সমস্ত বিষয়টা রফা করার পরামর্শও দেওয়া হয়েছিল কাবেরীকে।
⚠️Scam Alert⚠️
— Kaveri 🇮🇳 (@ikaveri) March 11, 2024
I got a call about an hour ago from an unknown number. I unusually do not respond to unknown numbers but I don't know what made me answer this call.
On the other end was a guy who said he is a cop and asked me if I knew where my daughter K is. He said K gave...
এরকম একটা ঘটনা হয়তো নজরে এসেছে। কিন্তু ডিপফেক অডিও-র কবলে যে আর কেউ পড়েননি তা নয়। শুধু যে ভুয়ো ফোনকলের মাধ্যমেই সমস্যা দেখা দেবে তাও নয়। হয়তো আপনার কণ্ঠস্বর এমন কোনও কিছু ব্যবহার হলে যার সঙ্গে বাস্তবে আপনার কোনও যোগই নেই। অবিকল আপনার কণ্ঠস্বর বসিয়ে হয়তো এমন আপত্তিকর কিছু কথাবার্তা বলা হয়েছে যা আদতে আপনি কস্মিনকালেও বলেননি। কিন্তু সত্যিই এমনটা ঘটলে বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা প্রবল। একাধিক ভাবে বিপদে পড়তে পারে আপনি।
...him my number. "aap ki beti ko arrest kar liya gaya hai".
— Kaveri 🇮🇳 (@ikaveri) March 11, 2024
I felt actually relieved at that point because initially I felt she could have been in an accident or hurt.
"aap ki beti aur 3 aur ladkiyon ne MLA ke bete ko compromising position mein record kar ke blackmail..
এবিপি লাইভের তরফে ট্রুকলার অ্যাপে গিয়ে এই নম্বর কার তা দেখা হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল এই নম্বর 'স্ক্যামার' হিসেবে নথিভুক্ত রয়েছে ট্রুকলার অ্যাপে। শুধু কাবেরী নন, এই নম্বর থেকে আরও অনেকের কাছেই ভুয়ো ফোনকল গিয়েছে। আর ওইসব ইউজাররাই সেই কথা জানিয়েছেন এক্স মাধ্যমে কাবেরীর পোস্টের কমেন্টে। কেউ আবার এই ফোনকলকে 'এআই ফেক কল'- ও বলছেন।
...karne ki koshish kari".
— Kaveri 🇮🇳 (@ikaveri) March 11, 2024
I immediately realized it's a scam. I turned on call recording and asked to speak to my daughter.
"le kar ayo K ko" The man sounded rough and rude throughout the call. To my horror, a recording was played to me....
ডিপফেক অডিও- র ক্ষেত্রে প্রতারকদের হাতে কোনও ব্যক্তির আসল কন্ঠস্বর পৌঁছে গেলেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলসের মাধ্যমে বাকি কারিসাজি করতে পারবে তারা। কিন্তু আপনি যে এই ধরনের প্রতারণার শিকার হয়েছেন, মানে বিষয়টি ডিপফেক অডিও কিং এআই ফেক কল সেটা বুঝবেন কীভাবে? এর সঠিক উপায় এখনও জানা যায়নি। অচেনা নম্বরের ফোন না ধরাই হল প্রাথমিক সতর্কতা। কারণ আপনার কণ্ঠস্বর নকল করে যে প্রতারকরা ক্লোন ফোনকল করছে না, সেটা সাধারণ মানুষের পক্ষে বোঝা সত্যিই একপ্রকার অসম্ভব।
.. "mumma mujhe bacha lo, mumma mujhe bacha lo.."
— Kaveri 🇮🇳 (@ikaveri) March 11, 2024
The voice sounded exactly like my daughters but that's not the way she would have spoken.
The "cop" came back online and said the "victim" is ready to compromise if he is compensated so either that or come to the police station..
ডিপফেক ভিডিও কিংবা ছবির তুলনায় ডিপফেক অডিও তৈরি করা সহজ
একে বলা হচ্ছে রিয়েলিস্টিক অডিও ক্লোন। অর্থাৎ আপনার কণ্ঠস্বর ফোনকলে ব্যবহার হচ্ছে আপনার অজান্তে। আর বাস্তবে এই ফোনকলের সঙ্গে আপনার কিংবা আপয়ার কণ্ঠস্বরের কোনও যোগাযোগ নেই। সবটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস এবং প্রতারকদের দ্বারা করা হয়েছে। যত সময় এগোচ্ছে উন্নত হচ্ছে প্রযুক্তির দুনিয়ায়। এখন সর্বত্রই এআই- এর রমরমা। আর তার জেরে বাড়ছে বিপদের সম্ভাবনাও। তাই সতর্ক থাকা ছাড়া উপায় নেই। সামান্য অসতর্কতাও আপনার জীবনে বড় বিপদ ডেকে আনতে পারে। তাই সাবধানে থাকুন। প্রয়োজনে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নিন।
I asked him to let me speak do my daughter properly. He got all angry and rude.
— Kaveri 🇮🇳 (@ikaveri) March 11, 2024
We are taking her away then, he said.
Ok, take her away then, I told him.
And I laughed.
He cut the call.
And that's how they tried to scam me today. The end.
তথ্যসূত্র- এবিপি লাইভ