Samsung Galaxy Smartphone: ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সি এ৫৫ এবং গ্যালাক্সি এ৩৫, এই দুই ৫জি ফোনের ফিচারে কী কী মিল রয়েছে?
Samsung Galaxy A55 5G And Samsung Galaxy A35 5G: এই দুই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপেই রয়েছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। এছাড়াও এই দুই ফোনে ৬.৬ ইঞ্চির ডিসপ্লে রয়েছে।
Samsung Galaxy Smartphone: ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের (Samsung Galaxy A Series) দু'টি ফোন। এবার লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি (Samsung Galaxy A55 5G) এবং স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি- (Samsung Galazy A35 5G) এই দুই ফোন। জানা গিয়েছে, স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের এই দুই ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির AMOLED স্ক্রিন যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও এই দুই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট এবং ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি এবং স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনে অ্যান্ড্রয়েড ১৪- র সাপোর্ট রয়েছে। চারটি আপডেট পাওয়া যাবে অ্যান্ড্রয়েড অপারেটিং সফটওয়ারের ক্ষেত্রে। আর পাওয়া যাবে পাঁচ বছরের জন্য সিকিউরিটি আপডেট। স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের এই দুই ফোনেই ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
ভারতে স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি এবং স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোন কী কী কনফিগারেশনে লঞ্চ হয়েছে, কী কী রঙে কেনা যাবে এই দুই ফোন
স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোন লঞ্চ হয়েছে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে। Awesome Iceblue এবং Awesome Navy- এই দুই শেডে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোন। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোন লঞ্চ হয়েছে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের। Awesome Iceblue, Awesome Navy, Awesome Lilac- এই তিনটি রঙে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোন। এখনও এই দুই ফোনের কোনও ভ্যারিয়েন্টেরই দাম ঘোষণা করেনি স্যামসাং কর্তৃপক্ষ। কবে থেকে বিক্রি শুরু হবে সেই ব্যাপারেও কিছু জানা যায়নি।
স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি এবং স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি- এই দুই ফোনে কী কী ফিচার রয়েছে
- এই দুই ৫জি ফোন পরিচালিত হবে Android 14-based One UI 6.1- এর সাহায্যে। দুটো ফোনেই রয়েছে ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট।
- এই দুই ফোনে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত Super AMOLED ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর উপরে রয়েছে Gorilla Glass Victus Plus প্রোটেকশন। আর রয়েছে হোল পাঞ্চ কাট আউট যেখানে ফ্রন্ট ক্যামেরা সজ্জিত রয়েছে। Vision Booster ফিচারও রয়েছে এই ফোনে।
- এই দুই ফোনে অক্টা-কোর চিপসেট রয়েছে। তবে প্রসেসরের নাম জানা যায়নি। এই ফোনের অনবোর্ড স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- এই দুই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপেই রয়েছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ফোনের প্রাইমারি ক্যামেরা সেনসরের সঙ্গে অটোফোকাস এবং অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত রয়েছে। এছাড়াও ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের টার্সিয়ারি সেনসর রয়েছে। আর ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাজেশন ফিচার যুক্ত রয়েছে। এছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। ফোনের ডিসপ্লের উপর ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে।
আরও পড়ুন- রিয়েলমি নারজো ৭০ প্রো ৫জি ফোন ভারতে কবে লঞ্চ হতে চলেছে? কী কী ফিচার থাকতে পারে?