Layoffs: এবার কর্মী ছাঁটাই ড্রপবক্সে, কমানো হবে গ্লোবাল ওয়ার্ক ফোর্সের ১৬ শতাংশ
Dropbox Layoffs: ইমেলের মাধ্যমে কর্মীদের জানানো হয়েছে ছাঁটাইয়ের কথা। কোম্পানির গ্রোথ অর্থাৎ উন্নতির গতি ধীর হয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
Layoffs: ক্লাউডের (Clod Storage App) স্টোরেজ অ্যাপ ড্রপবক্স (Dropbox) সম্প্রতি কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে। গ্লোবাল ওয়ার্ক ফোর্সের প্রায় ১৬ শতাংশ কর্মী ছাঁটাই করা হবে বলে শোনা গিয়েছে। এর ফলে প্রায় ৫০০ কর্মী ছাঁটাই হবেন বলে জানা গিয়েছে। অ্যামাজন, মেটা, ট্যুইটার এবং অন্যান্য টেক জায়ান্টদের মতো এবার কর্মী ছাঁটাইয়ের দলে নাম লিখিয়েছে ড্রপবক্স সংস্থা। জানা গিয়েছে, সংস্থার সিইও ড্রিউ হাউস্টন এই সিদ্ধান্ত নিয়েছেন। ইমেলের মাধ্যমে কর্মীদের জানানো হয়েছে ছাঁটাইয়ের কথা। কোম্পানির গ্রোথ অর্থাৎ উন্নতির গতি ধীর হয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর পাশাপাশি সংস্থা ব্যবসায়িক মডেলেও যুক্ত করা হচ্ছে বেশ কিছু পরিবর্তন। অন্যদিকে শোনা যাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ AI ভিত্তিক ফিচারের উপর নির্ভরশীল হতে চলেছে ড্রপবক্স কর্তৃপক্ষ। আর তাই AI সম্বন্ধে জ্ঞান লোকজনকে নিয়োগ করতে আগ্রহী এই সংস্থা। এর পাশাপাশি প্রাথমিক পর্যায়ের ডেভেলপমেন্ট স্কিল জানা থাকলেও ভাল।
অ্যামাজনে ফের ছাঁটাই
অ্যামাজনে (Amazon) দ্বিতীয় দফার কর্মী ছাঁটাই (Layoffs) শুরু হয়ে গিয়েছে। গতমাসেই এই ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছিল অ্যামাজন কর্তৃপক্ষ। নতুন করে অ্যামাজনে যে কর্মী ছাঁটাই শুরু হয়েছে সেখানে প্রায় ৯০০০ কর্মী চাকরি খোয়াতে পারেন। একাধিক বিভাগের উপর পড়তে চলেছে কর্মী ছাঁটাইয়ের প্রভাব। জানা গিয়েছে, ইতিমধ্যে অ্যামাজনের ওয়েব সার্ভিস এবং এইচআর বিভাগ থেকে কর্মী ছাঁটাই শুরু হয়েছে। অথচ Amazon Web Services (AWS) নাকি সংস্থার সবচেয়ে লাভজনক বিভাগ। কিন্তু এই বিভাগ থেকেই গ্লোবাল স্তরে ছাঁটাই শুর হয়েছে। এই কর্মী ছাঁটাই প্রক্রিয়ার শুরুটা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং কোস্টা রিকা দিয়ে। যাঁরা ছাঁটাই হয়েছেন তাঁদের জানিয়ে দেওয়া হয়েছে।
এর আগে মার্চ মাসে অ্যামাজন কর্তৃপক্ষ ঘোষণা করেছিল প্রায় ৯০০০ কর্মী ছাঁটাই হবে। তারও আগে গতবছর নভেম্বর এবং এবছর জানুয়ারি মাসে প্রায় ১৮ হাজার কর্মী ছাঁটাই হয়েছিল অ্যামাজন সংস্থা থেকে। খরচ নিয়ন্ত্রণের জন্য ইতিমধ্যেই অ্যামাজনের একাধিক বিভাগ থেকে কর্মী ছাঁটাই করা হয়েছে। সেই তালিকায় রয়েছে বিজ্ঞাপন বিভাগও। সম্প্রতিই অ্যামাজনের বিজ্ঞাপন বিভাগ থেকে কর্মী ছাঁটাই করা হয়েছে। অ্যামাজনের প্রথম পর্যায়ের কর্মী ছাঁটাইয়ের ক্ষেত্রে রিক্রুটিং এবং এইচআর টিমের পাশাপাশি রিটেল গ্রুপ এবং ডিভাইস টিম থেকেও চাকরি খুইয়েছিলেন অনেকে। নতুন করে দ্বিতীয় দফায় যে কর্মী ছাঁটাই ইতিমধ্যেই শুরু হয়েছে সেখানে এইচআর গ্রুপ থেকে ফের কর্মী ছাঁটাই হয়েছে।
আরও পড়ুন- গরমের মরসুমে ত্বকের কী কী সমস্যা দূর করে অ্যালোভেরা? কীভাবে কাজে লাগাবেন?