SpaceX: এলন মাস্কের নয়া চমক, অভিষেক হতে চলেছে স্টারশিপ রকেট সিস্টেমের
Elon Musk: টেক্সাসের Boca Chica- SpaceX facility থেকে লঞ্চ করা হবে স্টারশিপ রকেটটি। দু'ঘণ্টা সময়ব্যাপী লঞ্চ উইন্ডো রাখা হয়েছে।
![SpaceX: এলন মাস্কের নয়া চমক, অভিষেক হতে চলেছে স্টারশিপ রকেট সিস্টেমের Elon Musk's SpaceX Set For Debut Flight Of Starship Rocket System To Space Know in Details SpaceX: এলন মাস্কের নয়া চমক, অভিষেক হতে চলেছে স্টারশিপ রকেট সিস্টেমের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/18/64f8521d5d8e3b5c91d7d0656987dec91668746672825566_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
SpaceX: এলন মাস্কের সংস্থা স্পেসএক্স (SpaceX) তাদের শক্তিশালী স্টারশিপ রকেট (Starship Rocket) লঞ্চের চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি সেরে ফেলেছে। প্রথমবারের জন্য এই স্টারশিপ রকেট সিস্টেম মহাকাশে পাঠাচ্ছে মাস্কের (Elon Musk) সংস্থা স্পেসএক্স। টেক্সাসের উপসাগরীয় উপকূল থেকে এই ক্রুবিহীন রএক্ট সিস্টেম পাঠানো হবে মহাকাশে। এই স্টারশিপ রকেট সিস্টেমের সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক প্রত্যাশা। সোমবারই স্পেসএক্স সংস্থা এই রকেট লঞ্চের একদম অন্তিম পর্বের কাজকর্ম সেরে নিয়েছে। দুটো পর্যায়ে রয়েছে একটি রকেটশিপ। উচ্চতায় স্ট্যাচু অফ লিবার্টির থেকেও বেশি ৩৯৪ ফুট (১২০ মিটার)। টেক্সাসের Boca Chica- SpaceX facility থেকে লঞ্চ করা হবে স্টারশিপ রকেটটি। দু'ঘণ্টা সময়ব্যাপী লঞ্চ উইন্ডো রাখা হয়েছে। মূলত চাঁদে এবং তার পাশাপাশি মঙ্গলেও মানুষ অর্থাৎ মহাকাশচারীদের পাঠানোর জন্য এই পদক্ষেপ নিয়েছে এলন মাস্কের সংস্থা স্পেসএক্স। তবে এই রকেট লঞ্চের ক্ষেত্রে স্পেসএক্স সংস্থা প্রভূত চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। তবে সফলভাবে উৎক্ষেপণ সম্ভব হয়েছে। এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রকেট।
স্টারশিপ রকেটের খুঁটিনাটি
নিম্নস্তরের সুপার হেভি বুস্টার রকেট এবং উচ্চস্তরের স্টারশিপ ক্রুজ ভেসেল- দুটো অংশই মহাকাশে যাওয়ার জন্য আদর্শ ভাবে ডিজাইন করা হয়েছে। পুনরায় ব্যবহার করা যাবে এমন উপকরণ দিয়ে এই রকেট তৈরি হয়েছে। এই রকেট যাতে মহাকাশ থেকে ফিরে আসতে পারে সেভাবেই তৈরি করা হয়েছে। স্পেসএক্সের এই স্টারশিপ রকেটকে উল্কার সঙ্গেও তুলনা করা হয়েছে।
চাঁদে মানুষ পাঠাচ্ছে স্পেসএক্স
শিল্পপতি ইলন মাস্কের সংস্থা ‘SpaceX’ চাঁদে মানুষ পাঠানোর তোড়জোড় করছে। ২০২৩ সালেই সেই পরিকল্পনার রূপায়ণ হতে চলেছে। তার জন্য সব দেশের মানুষের কাছ থেকেই আবেদন চাওয়া হয়েছিল। ২৪৯ দেশ থেকে আবেদন জমাও পড়েছিল ১০ লক্ষের বেশি। সেই সব আবেদনের মধ্য থেকে আট জনকে বেছে নেওয়া হয়েছে। তাতে নাম উঠে এসেছে অভিনেতা দেব জোশীর। শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশের পর একগুচ্ছ কাজ করেছেন বটে। তবে সম্পূর্ণ অন্য কারণে খবরের শিরোনামে অভিনেতা দেব জোশী। মাত্র ২২ বছর বয়সে চাঁদে যাচ্ছেন তিনি। অভিনয়ের পাশাপাশি, সোশ্যাল মিডিয়ায় মোটামুটি সক্রিয় গুজরাতের ছেলে দেব। সদ্য সমাপ্ত গুজরাত বিধানসভা নির্বাচনে বিজেপি-র হয়ে প্রচারও করেছেন। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ হয়েছে। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকেও পেয়েছেন পুরস্কার। বিজেপি-ও তাঁকে সম্মানিত করেছে এর আগে। দেবের চাঁদে যাওয়ার খবরে শোরগোল পড়ে গিয়েছে চারিদিকে। কারণ শুধু ভারতীয় হিসেবেই নয়, তরুণ প্রজন্মের কাছে উদাহরণ হয়ে উঠেছেন তিনি। ইতিহাস গড়ার একে বারে সন্ধিক্ষণে দাঁড়িয়ে দেব।
আরও পড়ুন- একবার চার্জ দিলে চলবে প্রায় ৫০ ঘণ্টা, ভারতে লঞ্চ হয়েছে সোনির নতুন হেডফোন, দাম কত?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)