Feature Phone: শুধু 'কল' করতেই লাগে ফোন, বছরশেষে আপনার জন্য দেশে এল দারুণ সুযোগ
HMD Feature Phones: যাঁরা শুধুমাত্র ফোন করার জন্য ডিভাইস ব্যবহার করেন, তাঁদের জন্যই এইচএমডি সংস্থা ভারতে লঞ্চ করেছে দুটো ফোন। এই দুই কিপ্যাড ফোনের দাম একেবারেই কম।

Feature Phone: অনেকেই সোশ্যাল মিডিয়ার ব্যবহার করেন না ফোনে। সেক্ষেত্রে হাতে স্মার্টফোন না থাকলেও চলবে। বিশেষ করে বাড়ির বয়স্ক মানুষরা কিন্তু টাচস্ক্রিনের স্মার্টফোনের তুলনায় অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন কি-প্যাড ফোনে। আর একসময় তো মোবাইল বলতে মানুষ এই কিপ্যাড ফোনকেই বুঝত। তাই যাঁরা শুধুমাত্র ফোন করার জন্য ডিভাইস ব্যবহার করেন, তাঁদের জন্যই এইচএমডি সংস্থা ভারতে লঞ্চ করেছে দুটো ফোন। এই দুই কিপ্যাড ফোনের দাম একেবারেই কম। শুনলে অবিশ্বাস্য লাগতে পারে।
ভারতে লঞ্চ হয়েছে এইচএমডি ১০১ এবং এইচএমডি ১০০- এই দুই ফোন
আদতে এই দুই মডেল হল ফিচার ফোন। এইচএমডি ১০১ ফোনে একটি ১০০০ এমএএইচের ব্যাটারি রয়েছে। তার সঙ্গে পাবেন ২.৭৫ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট। এই ফোনে একটি Unisoc 6533G প্রসেসরও রয়েছে। সংস্থার দাবি, একবার ১০০ শতাংশ চার্জ দিয়ে নিলে এই ফোনে একটানা প্রায় ৭ ঘণ্টা কথা বলা যাবে। তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে এইচএমডি সংস্থার এই দুই ফোন। অনলাইন, অফলাইন, দু'ভাবেই কেনা যাবে এই দুই ফোন।
এইচএমডি ১০১ এবং এইচএমডি ১০০ - এই দুই ফোনের দাম ভারতে কত
দুই ফোনেরই ইন্ট্রোডাক্টরি প্রাইস ৯৪৯ টাকা। একটিই র্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ফোনটি। তবে এইচএমডি ইন্ডিয়া স্টোরে এইচএমডি ১০১ ফোনের দাম ধার্য হয়েছে ১০৪৯ টাকা। এখানে রয়েছে ৪ এমবি র্যাম এবং ৪ এমবি স্টোরেজ সাপোর্ট। এই মডেলের মার্কেট রেট প্রাইস বা এমআরপি ১১৯৯ টাকা। অন্যদিকে, এইচএমডি ১০০ মডেলের এমআরপি ১০৯৯ টাকা। এই মডেলে ৮ এমবি র্যাম এবং ৪ এমবি স্টোরেজ সাপোর্ট রয়েছে। আজকালকার স্মার্টফোনের তুলনায় র্যাম এবং স্টোরেজের পরিমাণ নিঃসন্দেহে কম।
এইচএমডি ১০১ ফোন লঞ্চ হয়েছে Blue, Grey, Teal- এই তিন রঙে। অন্যদিকে, এইচএমডি ১০০ ফোন লঞ্চ হয়েছে Grey, Teal, Red- এই তিন রঙে। এইচএমডি অনলাইন স্টোর ছাড়াও জনপ্রিয় ই-কমার্স সংস্থাগুলি থেকে এবং দেশের প্রথম সারির অফলাইন রিটেল স্টোরগুলি থেকেও কেনা যাবে এই দুই ফিচার ফোন। অতএব বাড়ির বয়স্কদের জন্য যদি ফোন কিনবেন ভাবেন, তাহলে এইচএমডি সংস্থার এই দুই ফিচার ফোন অপশন হিসেবে রাখতেই পারেন। সস্তায় ভাল ফিচার পাবেন এই দুই ফোনে। আর ব্যবহার করাও সহজ। ইউজার ফ্রেন্ডলি এই দুই ফিচার ফোন।






















