FIFA World Cup 2022 Google Doodle: আর্জেন্তিনার জয়োৎসবে সামিল 'গুগল', বদলে গেল 'ডুডল'-র আদল
Google Argentina Win With Animated Doodle:নীল-সাদা জার্সির হাতে তৃতীয় বার ফুটবল বিশ্বকাপ ঝলমলিয়ে উঠতেই বদলে গেল গুগল 'ডুডল'। 'রংমিলান্তি' করে অ্যানিমেশনে সাজানো হল তাকে।
মেনলো পার্ক (ক্যালিফোর্নিয়া): নীল-সাদা জার্সির হাতে তৃতীয় বার ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2022) ঝলমলিয়ে উঠতেই বদলে গেল গুগল (Goggle) 'ডুডল' (Doodle)। 'রংমিলান্তি' করে অ্যানিমেশনে (animation) সাজানো হল তাকে। থিমের নাম? অবশ্যই 'Celebrating the 2022 World Cup Champions: Argentina'।
'ডুডল' নিয়ে দু'কথা...
রবিবার সন্ধ্যা থেকে প্রায় মাঝরাত পর্যন্ত গোটা বিশ্ব প্রায় দম বন্ধ করে যে ফুটবল দেখেছে, তার 'রেশ' যে 'ডুডল'-এ পড়বে না এমনটা হতে পারে না। হয়নিও। ভারতীয় সময়ে সকাল হতে না হতেই বদলে গিয়েছে তার চেহারা। আর্জেন্তিনার ফুটবল দলের জার্সির রঙের সঙ্গে রং মিলিয়ে তৈরি হয়েছে 'ডুডল'। তবে সোনালি রঙের ছোঁয়া রয়েছে তাতে। 'ওয়ার্ল্ড কাপ'-র রং বলে কথা! কিন্তু শুধু কি তাই?
Neuer Google Doodle, Thema "Celebrating the 2022 World Cup Champions: Argentina" :)#google #doodle #designhttps://t.co/5IG4O1DxLv pic.twitter.com/uVviUq96UL
— Google Doodles DE (@Doodle123_DE) December 19, 2022
লিওনেল মেসির 'গোল্ডেন বল'-র অনুষঙ্গ কি একেবারেই আসেনি ডুডল-কর্তাদের মাথায়? ভক্তকূলে উচ্ছ্বাসের পাশাপাশি জল্পনার ঢেউ। বস্তুত, গত কালের খেলা নিয়ে উন্মাদনার পারদ এতটাই চড়েছিল যে গত ২৫ বছরে গুগলের সমস্ত 'ট্র্যাফিক'-র রেকর্ড ভেঙে চুরমার হয়ে গিয়েছে।
ফিরে দেখা...
'ডুডল' প্রসঙ্গে একটি ছোট ঘটনার কথা এদিন মাঝেমধ্যেই ফিরে এসেছে নেটিজেনদের মধ্যে। 'আপনার হাতে কত ক্ষমতা রয়েছে? আপনি কি একদিনের জন্য গুগল ডুডলকে আইআইটি কেজিপি ভবনের (খড়্গপুর আইআইটি) আদলে পাল্টে দিতে পারেন?', গুগল এবং অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাইকে এমনই একটি প্রশ্নের মুখে পড়তে হয়েছিল এক বার। ঈষৎ হেসে তিনি জানান, বিশ্বের অন্যতম দাপুটে প্রযুক্তি সংস্থার নিয়মনীতি এমন ভাবেই তৈরি যে তিনি একা কোনও সিদ্ধান্ত নিতে বা বাস্তবায়িত করতে পারেন না। কোন ক্ষেত্রে এবং কেন ডুডল বদলাবে, সে ব্যাপারে নির্দিষ্ট নিয়ম রয়েছে, প্রাক্তনী হিসেবে আইআইটি কেজিপি-র এক অনুষ্ঠানেই জানিয়েছিলেন সুন্দর পিচাই। নিঃসন্দেহে ফুটবল বিশ্বকাপের 'গ্র্যান্ড ফিনালে' সেই নিয়মনীতির ষোলোর আনার উপর আঠারো আনা পূরণ করেছে। গত কাল আর্জেন্তিনার জয়ের পর প্রায় ২০ বছরের খরা কাটিয়ে লাতিন আমেরিকায় ফিরেছে ফুটবল বিশ্বকাপ। মেসি-মহোৎসবে মেতে দুনিয়া। তার এবার প্রতিফলন 'ডুডল'-এও।
আরও পড়ুন:'তোমাদের জন্য গর্বিত আমরা', এমবাপেকে জড়িয়ে ধরে বললেন ইমানুয়েল মাঁকর