Flipkart Big Saving Days: অ্যামাজনের সঙ্গেই শুরু ফ্লিপকার্টের বিগ সেভিং ডেজ সেল, কী কী অফার থাকছে? জানুন বিস্তারিত
Flipkart: রাত ১২টা, সকাল ৮টা এবং বিকেল ৪টেয় থাকবে বিশেষ ছাড়। যেকদিন সেল চলবে, প্রতিদিনই এই ছাড় পাওয়া যাবে।
![Flipkart Big Saving Days: অ্যামাজনের সঙ্গেই শুরু ফ্লিপকার্টের বিগ সেভিং ডেজ সেল, কী কী অফার থাকছে? জানুন বিস্তারিত Flipkart Big Saving Days Sale Begins July 23 With Deals Discounts on Smartphones Speakers More Know Details Flipkart Big Saving Days: অ্যামাজনের সঙ্গেই শুরু ফ্লিপকার্টের বিগ সেভিং ডেজ সেল, কী কী অফার থাকছে? জানুন বিস্তারিত](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/07/4785cf63441c361b2832f3ffbee01bf3_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Flipkart Big Saving Days Sale: অ্যামাজনের প্রাইম ডে সেল শুরু হতে চলেছে আগামী ২৩ জুলাই। ওই একই দিনে শুরু হচ্ছে ফ্লিপকার্টের বিগ সেভিং ডে’জ সেল। অ্যামাজনের সেল ২৪ জুলাই শেষ হলেও, ফ্লিপকার্টের সেল চলবে ২৭ জুলাই পর্যন্ত। স্মার্টফোন ছাড়াও অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস যেমন- হেডফোন, স্পিকার, স্মার্ট টিভি ও আরও অনেক কিছুতেই থাকছে ছাড়। শোনা যাচ্ছে, ওপ্পো রেনো ৫ প্রো, আইফোন ১১, মোটো জি৩১ এবং অন্যান্য অনেক ফোনেই থাকবে ছাড়। অনুমান অন্যান্য বারের মতোই ফ্লিপকার্টের প্লাস মেম্বাররা আগে থেকে সেলে কেনাকাটা করার সুযোগ পাবেন। ক্রেতাদের জন্য ব্যাঙ্ক কার্ড এবং ইএমআই ট্রানজাকশনের ক্ষেত্রে বিশেষ ছাড় থাকবে বলে শোনা গিয়েছে।
কোন কোন সংস্থার ফোনে ছাড়
মোটোরোলা, অ্যাপেল, ভিভো এবং ওপ্পোর ফোনে থাকবে দুর্দান্ত অফার। নির্দিষ্ট কিছু সময়ে ক্রেতাদের জন্য থাকবে ‘লিমিটেড টাইম ডিল’।
অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইসে ছাড়
ফ্লিপকার্টের বিগ সেভিং ডেজ সেলে বিভিন্ন ইলেকট্রনিক্স আইটেম যেমন হেডফোন এবং স্পিকারের ক্ষেত্রে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় থাকবে। ওয়াই-ফাই রাউটার, মাউস এবং কিবোর্ডের ক্ষেত্রে প্রায় ৮০ শতাংশ পর্যন্ত ছাড় থাকবে। বিভিন্ন ট্যাবের ক্ষেত্রে ৪৫ শতাংশ পর্যন্ত, স্মার্টওয়াচের ক্ষেত্রে ৬৫ শতাংশ পর্যন্ত ছাড় থাকবে ফ্লিপকার্টের এই সেলে।
নির্দিষ্ট সময়ে সেল
রাত ১২টা, সকাল ৮টা এবং বিকেল ৪টেয় থাকবে বিশেষ ছাড়। যেকদিন সেল চলবে, প্রতিদিনই এই ছাড় পাওয়া যাবে। এছাড়াও ফ্লিপকার্টের তরফে জানানো হয়েছে দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত সবচেয়ে কম দামে পাওয়া যাবে সেলের আওতাভুক্ত যেকোনও প্রোডাক্ট। এছাড়াও ব্যাঙ্ক অফার, ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, ক্রেডিট এবং ডেবিট কার্ড ও ইএমআই ট্রানজাকশনে বিশেষ ছাড়- এইসবও থাকতে চলেছে ফ্লিপকার্টের বিগ সেভিং ডেজ সেলে।
অ্যামাজনের প্রাইম ডে সেল ২০২২
২৩ এবং ২৪ জুলাই, অর্থাৎ ৪৮ ঘণ্টার সেলে প্রায় ৩০ হাজার নতুন প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে ই-কমার্স সংস্থা অ্যামাজন।
আরও পড়ুন- আইফোন থেকে শাওমি, অ্যামাজনের সেলে এই স্মার্টফোনগুলিতে দুর্দান্ত অফার
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)