Itel Smartphones: ৭০০০ এমএএইচ ব্যাটারি যুক্ত ফোনের দাম হবে ৯০০০ টাকারও কম!
Itel P40 Plus: ইতিমধ্যেই নতুন ফোনের যে টিজার প্রকাশ্যে এসেছে সেখানে বলা হচ্ছে, ভারতে এই প্রথম কোনও ফোন লঞ্চ হতে চলেছে যেখানে ৭০০০ এমএএইচ ব্যাটারি থাকবে অথচ দাম হবে ৯০০০ টাকার কম।
Itel Smartphones: ভারতে লঞ্চ হতে চলেছে Itel P40+ স্মার্টফোন। চলতি বছর মার্চ মাসে ভারতে লঞ্চ হয়েছিল Itel P40 ফোন। এই সিরিজেই যুক্ত হতে চলেছে Itel P40+ ফোন। বেস মডেলে ছিল ৬০০০ এমএএইচ ব্যাটারি। শোনা যাচ্ছে, নতুন ফোনে থাকতে চলেছে ৭০০০ এমএএইচ ব্যাটারি। কিন্তু তার দাম হতে চলেছে ৯০০০ টাকারও কম। এই ফোনে ১৮ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্টও থাকবে বলে শোনা গিয়েছে। ই-কমার্স সংস্থা অ্যামাজনের মাইক্রোসাইটে এই ফোন দেখা গিয়েছে। সেখানে বলা হয়েছে Itel P40+ ফোনে একটি টাইপ-সি ইউএসবি পোর্ট থাকতে চলেছে। একবার চার্জ দিলে এই ফোন প্রায় ৪১ ঘণ্টা পর্যন্ত কল টাইম, প্রায় ১৪ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক টাইম অথবা ১৬ ঘণ্টা পর্যন্ত মেসেজ করার টাইম দেবে ইউজারদের। ইতিমধ্যেই নতুন ফোনের যে টিজার প্রকাশ্যে এসেছে সেখানে বলা হচ্ছে, ভারতে এই প্রথম কোনও ফোন লঞ্চ হতে চলেছে যেখানে ৭০০০ এমএএইচ ব্যাটারি থাকবে অথচ দাম হবে ৯০০০ টাকার কম। এরপর আবার নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ডের ক্ষেত্রে থাকবে আরও অতিরিক্ত ছাড়। এখনও Itel P40+ ফোন লঞ্চের সঠিক দিনক্ষণ জানা যায়নি।
Itel P40+ ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে ৬.৮ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশনের এলসিডি প্যানেল থাকতে পারে।
- এছাড়াও Itel P40+ ফোনে একটি Unisoc T606 SoC থাকার সম্ভাবনা রয়েছে।
- প্রসেসরের সঙ্গে যুক্ত থাকতে পারে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ।
- ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে এই ফোনে। সেখানে ১৩ মেগাপিক্সেলের এআই ফিচার যুক্ত লেন্স থাকতে পারে।
সম্প্রতি আরও একটি বাজেট ফোন লঞ্চের কথা শোনা গিয়েছে। এই ফোনটিও আইটেল সংস্থার হতে চলেছে। আইটেল সংস্থা তাদের বাজেট স্মার্টফোনের জন্য ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে ভারতে। কম দামে ভাল ফিচার সম্পন্ন লঞ্চ করে এই সংস্থা। চিনের এই কোম্পানির বেশিরভাগ ফোনের দাম অন্তত বেস মডেলের দাম ১০ হাজার টাকার কমই থাকে। এবছর মার্চ মাসে ভারতে লঞ্চ হয়েছিল আইটেল এ৬০। শোনা যাচ্ছে, এবার তারই একটি আপগ্রেডেড ভার্সান আইটেল এ৬০এস ভারতে লঞ্চ হতে চলেছে। এই ফোনের দাম হবে ৭ হাজার টাকারও কম। ৮ জিবি র্যাম থাকবে এই ফোনে। ৪ জিবি ইনবিল্ট র্যাম, বাকি ৪ জিবি র্যাম এক্সপ্যানশন করা যাবে। ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে।
আরও পড়ুন- রসুন খেলে ঝরবে মেদ, ভাল হবে হজমশক্তি, আর কী কী উপকার পাবেন?