Google Lawsuit: বিজ্ঞাপন নিয়ে প্রশ্নের মুখে গুগল ! ৫৫ হাজার কোটির মামলা দায়ের ব্রিটেনে, ঘটনা কী ?
Google Faces 5 Billion pound Lawsuit: গুগলের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে যুক্তরাজ্যের কম্পিটিশন অ্যাপিল ট্রাইব্যুনালে। মামলা দায়ের করেছেন কম্পিটিশন ল এক্সপার্ট অধ্যাপক ওর ব্রুক।

Google Faces Lawsuit: ব্রিটেনে গুগলের বিরুদ্ধে বড় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। এই টেক জায়ান্টের বিরুদ্ধে ৫ বিলিয়ন পাউন্ড অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৫৫ হাজার কোটি টাকার একটু ক্লাস অ্যাকশন মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ (Google Lawsuit) করা হয়েছে যে গুগল অনলাইন বিজ্ঞাপন বাজার এবং অনলাইন সার্চে তার আধিপত্যের অপব্যবহার করেছে। আর এই টেক জায়ান্টের এই পদক্ষেপের কারণে হাজার হাজার সংস্থা বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে।
গুগলের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে যুক্তরাজ্যের কম্পিটিশন অ্যাপিল ট্রাইব্যুনালে। মামলা দায়ের করেছেন কম্পিটিশন ল এক্সপার্ট অধ্যাপক ওর ব্রুক। হাজার হাজার যুক্তরাজ্যের সংস্থার হয়ে তিনি এই মামলা লড়ছেন যারা ২০১১ সাল থেকে গুগল বিজ্ঞাপন ব্যবহার করে আসছে। অভিযোগ উঠেছে যে গুগল সমস্ত মোবাইল কোম্পানিগুলির সঙ্গে চুক্তি করেছে যাতে ক্রোম এবং গুগল সার্চকে ডিফল্ট অ্যাপ হিসেবে রাখা হয় সমস্ত মোবাইল ফোনে। আর এই কারণে কোনও অ্যান্ড্রয়েডে অন্য কোনও সার্চ ইঞ্জিন ভাল কাজই করে না। এমনকী জানা গিয়েছে অ্যাপলকেও টাকা দিয়ে তাদের আইফোনে গুগলকেই ডিফট সার্চ অ্যাপ হিসেবে রাখার জন্য চুক্তি করেছিল গুগল। আর এর ফলেই গুগল ছাড়া অন্য কোনও বিজ্ঞাপনদাতা সার্চ ইঞ্জিন ফোনে কাজ করত না।
শুধু তাই নয়, এর সঙ্গে গুগল তার একচেটিয়া ব্যবসার অপব্যবহার করে ব্রিটিশ সংস্থাগুলিকে প্রয়োজনের থেকে বেশি দামে বিজ্ঞাপন দেখাতে বাধ্য করেছে। বিশেষজ্ঞরা মনে করেন, এর ফলে গুগলের ব্যবসায়িক মডেল নিয়ে বড় প্রশ্নচিহ্ন উঠে আসতে পারে। যদি আদালত গুগলের বিরুদ্ধে রায় দেয়, তাহলে হাজার হাজার সংস্থাকে ক্ষতিপূরণ দিতে হবে গুগলকে।
এছাড়াও জানা গিয়েছে ডিজিটাল বিজ্ঞাপনের ক্ষেত্রে কড়া পদক্ষেপ ও নিয়ম-কানুন জারি করা হবে। ইউরোপে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অ্যান্টি-ট্রাস্ট তদন্ত বা অনুসন্ধান। ইউরোপ ও আমেরিকায় এই বিষয়ে আরও কঠোর হতে চলেছে নিয়ম-নীতি। ২০২০ সালে ব্রিটেনের কম্পিটিশন অ্যান্ড মার্কেটস অথরিটি জানিয়েছিল যে সার্চ অ্যাডভার্টাইজিং মার্কেটে গুগলের মার্কেট শেয়ার রয়েছে ৯০ শতাংশেরও বেশি। গতকাল বুধবার এই মামলা দায়ের হয়েছে গুগলের বিরুদ্ধে এবং এই প্রসঙ্গে গুগলকে জবাবদিহির আওতায় আনা হচ্ছে।
তবে গুগলের এক মুখপাত্র জানিয়েছেন যে তাদের পক্ষ থেকে এই মামলার বিপক্ষে জোরালো যুক্তি প্রদর্শন করা হবে। তাদের মতে গ্রাহক ও বিজ্ঞাপনদাতারা গুগল ব্যবহার করেন কারণ এটি তাদের সহায়ক, অন্য কোনও বিকল্প নেই তাদের কাছে।





















