(Source: Poll of Polls)
Honor 200 5G Series: একটিই ফোনে তিন তিনটে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর ! ভিভো-ওপ্পো-ওয়ানপ্লাসকে পাল্লা দিতে আসছে Honor স্মার্টফোন
Honor 200 5G and Honor 200 Pro 5G: অনুমান হয়তো জুলাই মাসেই এই দুই ফোন লঞ্চ হয়ে যাবে দেশে। ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইটে ইতিমধ্যেই এই দুই ফোনের ঝলক পাওয়া গিয়েছে।
Honor 200 5G Series: ফোন কেনার সময় ক্যামেরা ফিচারের (camera Specifications) দিকেই সবার আগে নজর থাকে জেন ওয়াইয়ের। ঝকঝকে ছবি উঠবে, দারুণ সব ফিল্টার থাকবে, অতি অবশ্যই ভাল গুণমানে সেলফি ক্যামেরা সেনসর (Selfie Camera Sensor) থাকতে হবে সাধের স্মার্টফোনে। বর্তমানে ভারতের বাজারে অ্যান্ড্রয়েড ফোনের (Android Phones) নিরিখে ভাল ক্যামেরা ফোন হিসেবে গ্রাহকদের মনজয় করেছে ওয়ানপ্লাস, ভিভো এবং ওপ্পো- এই তিন সংস্থা। এছাড়াও রিয়েলমি, রেডমি ফোনেও আজকাল বেশ ভালই ক্যামেরা ফিচার থাকে। কিন্তু এই সমস্ত সংস্থাকে পাল্লা দিতে ভারতে লঞ্চ হতে চলেছে হনর ২০০ ৫জি সিরিজ (Honor 200 5G Series)। এক ফোনে থাকবে তিন তিনটি ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর।
হনর ২০০ ৫জি সিরিজ
ভারতে এই স্মার্টফোন সিরিজের মধ্যে লঞ্চ হবে হনর ২০০ ৫জি এবং হনর ২০০ প্রো ৫জি- এই দুই ফোন। নির্দিষ্ট তারিখ এখনও জানা যায়নি। তবে অনুমান হয়তো জুলাই মাসেই এই দুই ফোন লঞ্চ হয়ে যাবে দেশে। ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইটে ইতিমধ্যেই এই দুই ফোনের ঝলক পাওয়া গিয়েছে। অতএব এটা নিশ্চিত যে লঞ্চের পর অনলাইনে অ্যামাজন থেকে হনর ২০০ ৫জি এবং হনর ২০০ প্রো ৫জি- এই দুই ফোন কেনা যাবে।
এখনও পর্যন্ত হনর ২০০ ৫জি সিরিজের দুই ফোন সম্পর্কে কী কী সম্ভাব্য তথ্য প্রকাশ্যে এসেছে, দেখে নিন একঝলকে
- হনর ২০০ ৫জি ফোন পরিচালিত হতে পারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসরের সাহায্যে।
- হনর ২০০ প্রো ৫জি ফোন পরিচালিত হতে পারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেটের সাহায্যে।
- হনর ২০০ ৫জি সিরিজের দুই ফোনেই থাকতে পারে OLED full-HD+ স্ক্রিন।
- হনর ২০০ এবং হনর ২০০ প্রো- এই দুই ৫জি ফোনে ৫২০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। এছাড়াও প্রো মডেলে ৬৬ ওয়াটের ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।
- হনর ২০০ ৫জি সিরিজের দুই ফোনে ট্রিপল রেয়রা ক্যামেরা ইউনিট থাকতে পারে। এবং সেখানে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর থাকতে পারে।
- অ্যান্ড্রয়েড ১৪ বেসড MagicOS 8.0- এর সাপোর্ট পাওয়া যেতে পারে হনর ২০০ এবং হনর ২০০ প্রো- এই দুই ৫জি ফোনে।
- হনর ২০০ ৫জি মডেলে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে এবং হনর ২০০ প্রো ৫জি ফোনে ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে।
হনর ২০০ ৫জি এবং হনর ২০০ প্রো ৫জি ফোনের সম্ভাব্য ক্যামেরা স্পেসিফিকেশন
এই দুই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে শোনা যাচ্ছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ম্যাক্রো ক্যামেরা থাকতে পারে। আর ফোনের ডিসপ্লের উপর ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- মাত্র এক মিনিট চার্জ দিলে এক ঘণ্টা কথা বলা যাবে ফোনে ! দাম ১০ হাজার টাকারও কম
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।