Honor 200 5G Series: দুটো ফ্রন্ট ক্যামেরা সেনসর, রেয়ার ক্যামেরা ইউনিটেও আকর্ষণীয় ফিচার
Honor Smartphones: জানা গিয়েছে, Honor ২০০ ৫জি এবং Honor ২০০ প্রো ৫জি- এই দুই ফোনেই থাকতে চলেছে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট।
Honor 200 5G Series: ভারতে লঞ্চ হতে চলেছে Honor ২০০ ৫জি সিরিজের ফোন। এই স্মার্টফোন সিরিজে লঞ্চ হতে পারে Honor ২০০ ৫জি বেস বা ভ্যানিলা মডেল এবং Honor ২০০ প্রো ৫জি মডেল। আনুষ্ঠানিক ভাবে Honor ২০০ ৫জি সিরিজ ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ১৮ জুলাই। তার আগে এই ফোনের ক্যামেরা ফিচার প্রকাশ্যে এসেছে। ভারতের স্মার্টফোনের বাজারে ভাল গুণমানের ক্যামেরা ফোন হিসেবে এখন চর্চায় রয়েছে ওপ্পো, ওয়ানপ্লাস, ভিভো- এই তিন সংস্থার অ্যান্ড্রয়েড ফোন। প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকেই বলছেন Honor ২০০ ৫জি সিরিজের এই দুই ফোন উল্লিখিত সংস্থার ফোনগুলিকে অন্তত ক্যামেরার নিরিখে ভালমতো প্রতিযোগিতায় ফেলবে। জানা গিয়েছে, Honor ২০০ ৫জি এবং Honor ২০০ প্রো ৫জি- এই দুই ফোনেই থাকতে চলেছে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট।
Honor ২০০ ৫জি সিরিজের ফোনের ক্যামেরা ফিচার এবং স্পেসিফিকেশন দেখে নিন লঞ্চের আগেই
Honor সংস্থার ওয়েবসাইটে এই দুই ফোনের ক্যামেরা ফিচার প্রকাশিত হয়েছে। Honor ২০০ প্রো ৫জি বেস মডেলের ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর, ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ম্যাক্রো ক্যামেরা থাকবে। মেন ক্যামেরা এবং টেলিফটো লেন্সে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট থাকবে। এছাড়াও টেলিফটো ক্যামেরায় 2.5x অপটিকাল জুম থাকবে। আর এই ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে H9000 পোর্ট্রেট মেন ক্যামেরা সেনসর থাকবে।
অন্যদিকে Honor ২০০ প্রো ৫জি ফোনে ডুয়াল ফ্রন্ট ক্যামেরা থাকবে। একটি ৫০ মেগাপিক্সেলের পোর্ট্রেট সেলফি ক্যামেরা এবং অন্যটি একটি সেকেন্ডারি ক্যামেরা যা ভারতীয় ইউজারদের 'স্কিন টোন' যাতে ছবিতে ভালভাবে ফুটে ওঠে সেই নিরিখে তৈরি হয়েছে বলে দাবি করেছে Honor সংস্থা। ফ্রন্ট এবং রেয়ার দুটো ক্যামেরাতেই 4K ভিডিও রেকর্ডিং করার সুবিধা থাকবে।
এর পাশাপাশি Honor ২০০ ৫জি ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর, ৫০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স থাকবে। তৃতীয় ক্যামেরা সেনসর সম্পর্কে জানা যায়নি এখনও। ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে দুটো ৫০ মেগাপিক্সেলের সেনসর থাকবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- এখন কত টাকায় কিনতে পারবেন সিএমএফ ফোন ১? কেনার আগে দেখে নিন ফিচারগুলিও
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।