Infinix Laptop: ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্স জিটি বুক ল্যাপটপ, দাম কত? কী কী ফিচার রয়েছে এই ডিভাইসে?
Infinix GT Book: এই ল্যাপটপে রয়েছে একটি 70Wh ব্যাটারি। এর সঙ্গে রয়েছে ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ওয়াই-ফাই ৬ই এবং ব্লুটুথ ৫.২ কানেক্টিভিটি সাপোর্ট রয়েছে ইনফিনিক্স জিটি বুক ল্যাপটপে।
Infinix Laptop: ইনফিনিক্স জিটি ৬টি ফোনের (Infinix GT 6T) সঙ্গে একই দিনে ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্স সংস্থার নতুন ল্যাপটপ- ইনফিনিক্স জিটি বুক (Infinix GT Book)। এই ল্যাপটপে ইনফিনিক্স জিটি ৬টি ফোনের মতোই রয়েছে Cyber Mecha Design এবং তার সঙ্গে রয়েছে আরজিবি লাইটিং ও আরজিবি কিবোর্ড। এছাড়াও ইনফিনিক্স জিটি বুক- ল্যাপটপে রয়েছে 13th Gen Intel Core i9 পর্যন্ত প্রসেসর। এর সঙ্গে যুক্ত রয়েছে Nvidia GeForce RTX 4060 GPU পর্যন্ত সাপোর্ট। এই ল্যাপটপ সর্বোচ্চ ৩২ জিবি র্যাম এবং ১ টিবি পর্যন্ত স্টোরেজ নিয়ে লঞ্চ হয়েছে দেশে। ইনফিনিক্স জিটি বুক ল্যাপটপে রয়েছে ১৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
ভারতে ইনফিনিক্স জিটি বুক ল্যাপটপের দাম কত, কবে থেকে কেনা যাবে এবং কোথা থেকে কেনা যাবে, কী কী রঙে লঞ্চ হয়েছে এই ল্যাপটপ- দেখে নিন বিস্তারিত
- ইনফিনিক্স জিটি বুক ল্যাপটপের 12th Gen Intel Core i5 CPU এবং Nvidia GeForce RTX 3050 GPU সাপোর্ট যুক্ত মডেলের দাম ৫৯,৯৯০ টাকা।
- এই ল্যাপটপেরই 13th Gen Intel Core i5 এবং Nvidia GeForce RTX 4050 সাপোর্ট যুক্ত মডেলের দাম ৭৯,৯৯০ টাকা।
- আর ইনফিনিক্স জিটি বুক ল্যাপটপের যে মডেলে 13th Gen Intel Core i9 এবং Nvidia GeForce RTX 4060 সাপোর্ট যুক্ত রয়েছে তার দাম ৯৯,৯৯০ টাকা।
উল্লিখিত দামগুলি স্পেশ্যাল লঞ্চ প্রাইস। এছাড়াও ইনফিনিক্স সংস্থা ক্রেতাদের জন্য একটি ফ্রি গেমিং কিটের বন্দোবস্ত করেছে। তবে এই অফার রয়েছে সীমিত সময়ের জন্য। এই গেমিং কিটে রয়েছ একটি এরজিবি মাউস, একটি আরজিবি গেমিং হেডফোন এবং একটি আরজিবি মাউস প্যাড। ভারতে ইনফিনিক্স জিটি বুক ল্যাপটপ লঞ্চ হয়েছে Mecha Silver এবং Mecha Gray- এই দুই রঙে। আগামী ২৭ মে থেকে শুরু হবে বিক্রি। কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে।
ইনফিনিক্স জিটি বুক ল্যাপটপের ব্যাটারি এবং চার্জিং সাপোর্ট
এই ল্যাপটপে রয়েছে একটি 70Wh ব্যাটারি। এর সঙ্গে রয়েছে ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ল্যাপটপে পুরো চার্জ হতে সময় লাগবে ২ ঘণ্টা ৩০ মিনিট। একবার পুরো চার্জ দিলে ৬ ঘণ্টা পর্যন্ত এই ল্যাপটপে চার্জ থাকবে। ওয়াই-ফাই ৬ই এবং ব্লুটুথ ৫.২ কানেক্টিভিটি সাপোর্ট রয়েছে ইনফিনিক্স জিটি বুক ল্যাপটপে।
আরও পড়ুন- ভারতে হাজির রিয়েলমি জিটি ৬টি, কত দামে কেনা যাবে? কী কী অফার থাকছে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।