Smartphones Under Rs 10000: ১০ হাজারের সামান্য বেশি দামে কেনা যাবে ঝাঁ-চকচকে ৫জি ফোন, ক্যামেরা আর ব্যাটারি ফিচার দুর্দান্ত
5G Phones Under Rs 10000: ভারতে সম্প্রতি লঞ্চ হয়েছে ইনফিনিক্স নোট ৫০এক্স ৫জি ফোন। ছাড় সমেত এই ফোনের বেস ভ্যারিয়েন্ট কেনা যাবে ১০,৪৯৯ টাকায়।

Smartphones Under Rs 10000: ইনফিনিক্স নোট ৫০এক্স ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে। ইনফিনিক্স সংস্থার নোট সিরিজের এই ৫জি ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ আল্টিমেট চিপসেটের সাপোর্ট। এর সঙ্গে ৮ জিবি পর্যন্ত র্যাম যুক্ত রয়েছে। এছাড়াও এই ফোনে ইউজাররা পাবেন ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। আর পাবেন ৫৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ইনফিনিক্স নোট ৫০এক্স ফোন লঞ্চ হতে চলেছে ইনফিনিক্স নোট ৪০এক্স ৫জি ফোনের সাকসেসর হিসেবে। গতবছর অগস্ট মাসে ভারতে লঞ্চ হয়েছিল এই ফোন। ইনফিনিক্সের নতুন ফোন অ্যান্ড্রয়েড ১৫ বেসড XOS 15- এর সাহায্যে পরিচালিত হবে।
ইনফিনিক্স নোট ৫০এক্স ৫জি ফোনের ভারতে দাম কত
ইনফিনিক্স নোট ৫০এক্স ৫জি ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ১১,৪৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১২,৯৯৯ টাকা। তিনটি রঙে লঞ্চ হয়েছে ইনফিনিক্সের নতুন ফোন। মেটালিক ফিনিশ, ভেগান লেদার ফিনিশ, সবই পাওয়া যাবে এই ফোনে। ক্রেতারা ১০০০ টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট পাবেন। তার ফলে বেস মডেলের দাম কমে হবে ১০,৪৯৯ টাকা। ৩ এপ্রিল থেকে বিক্রি শুরু হবে ইনফিনিক্সের নতুন ৫জি ফোনের। অনলাইনে কেনা যাবে ফ্লিপকার্ট থেকে।
ইনফিনিক্স নোট ৫০এক্স ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে একনজরে দেখে নিন
- ডুয়াল সিম (ন্যানো) সাপোর্ট রয়েছে ইনফিনিক্সের নতুন ৫জি ফোনে। এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৫ বেসড XOS 15- এর সাহায্যে।
- এই ফোনে ৬.৬৭ ইঞ্চির যে ডিসপ্লে রয়েছে তাতে এইচডি রেজোলিউশনের ছবি, ভিডিও দেখা যাবে এবং স্ক্রিনের রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
- একটি অক্টা-কোর ৪এনএম মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ আল্টিমেট চিপসেট রয়েছে ইনফিনিক্স নোট ৫০এক্স ৫জি ফোনে।
- এই ফোনের ৬ জিবি র্যাম ভ্যারিয়েন্টের র্যামের পরিমাণ ১২ জিবি পর্যন্ত এবং ৮ জিবি র্যাম ভ্যারিয়েন্টের র্যামের পরিমাণ ১৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব ভার্চুয়াল ভাবে।
- ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনের ব্যাক প্যানেলে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে আরও একটি ক্যামেরা সেনসর। আর ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে।
- এই ফোনে একটি এলইডি লাইটিং রয়েছে যাকে বলা হচ্ছে অ্যাক্টিভ হ্যালো লাইটিং। নোটিফিকেশন, কল এলে, চার্জিং সংক্রান্ত ব্যাপারে এই আলো জ্বলবে।
- ইনফিনিক্সের এই ফোনে ১০ ওয়াটের ওয়্যারড রিভার্স চার্জিং এবং বাইপাস চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
