Instagram: আপনার ইনস্টা স্টোরি যাতে আরও বেশি লোক দেখতে পান তার জন্য হাজির 'অ্যাড ইয়োর টেমপ্লেট' ফিচার
Insta Stories: ইনস্টাগ্রামের এই নতুন ফিচারের সাহায্যে ইউজাররা তাঁদের স্টোরিতে পার্সোনালাইজড টেমপ্লেট যুক্ত করতে পারবেন।
Instagram Features: ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে ইনস্টাগ্রাম (Instagram) অ্যাপ। এক সময়ে শুধুই ফটো শেয়ার করার মাধ্যম হিসেবে ব্যবহার হলেও বর্তমানে ইনস্টাগ্রামের অনেক নতুন ফিচার রয়েছে। এই তালিকায় সবচেয়ে চর্চিত ইনস্টাগ্রাম রিলস (Instagram Reels)। ভারতে টিকটক নিষিদ্ধ হওয়ার পর থেকে জনপ্রিয়তা বেড়েছে ইনস্টাগ্রাম রিলসের। কনটেন্ট ক্রিয়েটররাও আজকাল ইউটিউবের পাশাপাশি সমান গুরুত্ব দিয়ে থাকেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে। কীভাবে অ্যাকাউন্টের রিচ বাড়ানো সম্ভব, অর্থাৎ কনটেন্ট আরও বেশি সংখ্যক লোকের কাছে পৌঁছে যাব, কীভাবে অ্যাকাউন্ট বুস্ট করা যাবে, তা নিয়েই চিন্তায় থাকেন ইনস্টাগ্রামাররা। এমনিতে সঠিক হ্যাশট্যাগের ব্যবহার, ট্রেন্ডিং টপিক নিয়ে পোস্ট, দিনের নির্দিষ্ট সময়ে কোনও পোস্ট শিডিউল করা- এগুলি অ্যাকাউন্টের রিচ বাড়ানোর জন্য ব্যবহার করে থাকে ইনস্টাগ্রাম কনটেন্ট ক্রিয়েটররা। এইসব কৌশলের সাহায্যে কনটেন্টে অনেক বেশি ইউজারদের এনগেজমেন্টও হয়। আর এবার কনটেন্ট ক্রিয়েটরদের সুবিধার জন্যই নতুন একটি ফিচার লঞ্চ করেছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ।
ইনস্টাগ্রাম স্টোরির জন্য 'অ্যাড ইয়োর টেমপ্লেট' - একস্ট্রা বুস্ট পাবেন কনটেন্ট ক্রিয়েটররা
ইনস্টাগ্রামের এই নতুন ফিচারের সাহায্যে ইউজাররা তাঁদের স্টোরিতে পার্সোনালাইজড টেমপ্লেট যুক্ত করতে পারবেন। এই ফিচারের সাহায্যে ইউজাররা তাঁদের স্টোরির ক্ষেত্রে 'অ্যাড ইয়োর্স স্টিকার' অপশন চালু করতে পারবেন। এর ফলে অন্যান্য ইউজাররা তাঁদের ইনস্টা স্টোরি এখানে যুক্ত করে তা অন্যদের পাঠাতে পারবেন। ওই স্টিকারের মধ্যে যেসমস্ত ইনস্টা স্টোরি যুক্ত হবে সবই দেখতে পাবেন ইউজাররা। এখানে অ্যাড ইয়োর টেমপ্লেটের ক্ষেত্রে ইনস্টা স্টোরির সঙ্গে জিফ ফাইল, কাস্টম টেক্সট অথবা ছবি (ফোনের গ্যালারি থেকে) ব্যবহারের সুযোগ পাবেন ইউজাররা। একবার নিজের ইনস্টা স্টোরি কাস্টোমাইজ করে ফেলার পর সহজেই অ্যাড ইয়োর টেমপ্লেট স্টিকার অপশন চালু করে নিন। এবার নিজের পছন্দমতো সাজিয়ে নিন ইনস্টা স্টোরি। ২০২১ সালে ইনস্টাগ্রামে অ্যাড ইয়োর স্টিকার অপশন চালু হয়েছিল। এবার হাজির হল কাস্টোমাইজড টেমপ্লেট, ইনস্টা স্টোরির জন্য। এর মাধ্যমে আরও বেশি ইউজার ইন্টার্যাকশন হবে। বিশেষ করে যেসব কনটেন্ট ক্রিয়েটররা নতুন কনটেন্ট তৈরি করছেন, বেশিদিন হয়নি, তাঁদের ক্ষেত্রে ইনস্টাগ্রামের এইসব ফিচার দারুণভাবে কাজে লাগবে। কনটেন্টের রিচ বাড়ানো সম্ভব হবে।
ইনস্টাগ্রামের ফিচার এবার হোয়াটসঅ্যাপে
স্টেটাস আপডেটের ক্ষেত্রে ইনস্টাগ্রামের মতো রিপ্লাই বার ফিচারের রোল আউট শুরু করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ, বিটা টেস্টারদের জন্য এই ফিচারের রোল আউট শুরু হয়েছে। অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই ভার্সানেই এই ফিচারের রোল আউট শুরু হয়েছে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo এই ফিচার রোল আউটের খবর প্রকাশ করেছে। হোয়াটসঅ্যাপের স্টেটাস আপডেটের তলায় দেখা যাবে এই রিপ্লাই বার, যেমন রয়েছে ইনস্টাগ্রামের স্টোরির ক্ষেত্রে।
আরও পড়ুন- কবে লঞ্চ হতে পারে নাথিং ফোন ২এ, কেমনই বা দেখতে হবে নয়া মডেল?