Nothing Phone 2a: কবে লঞ্চ হতে পারে নাথিং ফোন ২এ, কেমনই বা দেখতে হবে নয়া মডেল?
Smartphone: টিপস্টার যোগেশ ব্রার- এর মতে হয়তো ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নাথিং ফোন ২এ লঞ্চ হতে পারে।
Nothing Phone 2a: নাথিং ফোন ২এ (Nothing Phone 2a) যে লঞ্চ হতে চলেছে একথা আগেই প্রকাশ্যে এসেছে। নাথিং সংস্থার (Nothing Smartphone) তৃতীয় ফোন সম্পর্কে এখন বেশ কিছু তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। বলা হচ্ছে, আগের দুই মডেলের তুলনায় নাথিং ফোন ২এ- এর দাম কিছুটা কম হতে পারে। এখনও এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ এবং দাম সম্পর্কে কিছু আভাস পাওয়া যায়নি নাথিং সংস্থার তরফে। তবে ডিজাইন মোটামুটি ভাবে আগের নাথিং ফোনগুলির মতো হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু ফিচার এবং স্পেসিফিকেশনের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে বলে অনুমান। আগামী বছর অর্থাৎ ২০২৪- এর প্রথম তিনমাসের মধ্যে নাথিং ফোন ২এ লঞ্চের সম্ভাবনা রয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশের মতে নাথিং ফোন ২এ আসলে নাথিং ফোন ২- এর থেকে কিছুটা skimmed down ভার্সান হতে চলেছে। সম্প্রতি এই ফোনের প্রোডাক্ট ভ্যালিডেশন টেস্ট হয়েছে। সেখান থেকেই ফাঁস হয়েছে আথিং ফোন ২এ- এর ছবি। আর তার মধ্যে লক্ষ্য করা গিয়েছে যে নাথিং ফোন ২এ মডেলে একটি নতুন ভাবে ডিজাইন করা ব্যাক বা রেয়ার প্যানেল থাকতে চলেছে। টিপস্টার যোগেশ ব্রার- এর মতে হয়তো ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নাথিং ফোন ২এ লঞ্চ হতে পারে। এই ফোনের দাম হতে পারে ৩৩,২০০ টাকার আশপাশে।
নাথিং ফোন ২এ মডেলের যে ছবি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গিয়েছে এই ফোনে একটি হোল পাঞ্চ কাট আউট যুক্ত ডিসপ্লে রয়েছে। ফোনের ব্যাক প্যানেলে আড়াআড়িভাবে (horizontal) সজ্জিত থাকবে ক্যামেরা মডিউল। ফোনের ব্যাক প্যানেলের মাঝ বরাবর উপরের দিকে এই ক্যামেরা সেনসর সাজানো থাকবে। অন্যান্য নাথিং ফোনের তুলনায় এই ডিজাইন অনেকটাই আলাদা। তবে টিপস্টার যোগেশ ব্রারের মতে নাথিং ফোনে এই আলাদা ধরনের রেয়ার প্যানেল সঙ্গে আগের মতো Glyph Interface- ও থাকবে। নাথিং ফোন২এ ফোনের ফাঁস হওয়া ছবি দেখে মনে হচ্ছে এই ফোএ একটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের OLED প্যানেল থাকতে পারে। এছাড়াও থাকতে পারে মিডিয়াটেক ডিমেনসিটি ৭২০০ প্রসেসর। তার সঙ্গে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ থাকতে পারে। এই ফোনে অ্যান্ড্রয়েড ১৪ বেসড Nothing OS 2.5- এর সাপোর্ট থাকতে পারে। এছাড়াও ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর, ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। ৬.৭ ইঞ্চির AMOLED ডিসপ্লেও থাকতে পারে নাথিং ফোন ২এ ফোনে।
আরও পড়ুন- ভিভো এক্স১০০ সিরিজ ভারতে লঞ্চ হতে আর বেশি দেরি নেই, কী কী স্পেসিফিকেশন থাকছে ফোনে?