Instagram Update: দৈনিক ন্যূনতম সময়সীমা বাড়ল ইনস্টাগ্রামে, ব্যবসায় ধাক্কা সামলাতেই কি মরিয়া চেষ্টা! জল্পনা তুঙ্গে
Instagram Update: নিজের অজান্তেই যাঁরা ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেন নেটমাধ্যমে, তাঁদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের কথা মাথায় রেখেই সতর্কবার্তামূলক প্রযুক্তিটি আনে ইনস্টাগ্রাম (Instagram Update)।
কলকাতা: দিনের বেলা কাজকর্ম পণ্ড হয়ে যায়। ঘুম উড়ে যায় রাতের। তাও ঘণ্টার পর ঘণ্টা নেটমাধ্যমে (Social Media) কাটিয়ে দেন মানুষ। এই অভ্যাস দূর করতে একেবারে ব্যাতিক্রমী রাস্তা ধরেছিল ছবি এবং ভিডিও শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম (Instagram)। ন্যূনতম ১০ মিনিট থাকলেই গ্রাহকের কাছে পৌঁছে যেত সতর্কবার্তা। কিন্তু এ বার সেই অবস্থান থেকে সরল তারা। ১০ মিনিটের পরিবর্তে ওই সময়সীমা বাড়িয়ে ৩০ মিনিট করল তারা। অর্থাৎ কেউ যদি একটানা ৩০ মিনিট ইনস্টাগ্রামে থাকেন, তবেই ওই সতর্কবার্তা ঢুকবে তাঁর ফোনে (Instagram Daily Time Limit)।
নিজের অজান্তেই যাঁরা ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেন নেটমাধ্যমে, তাঁদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের কথা মাথায় রেখেই সতর্কবার্তামূলক প্রযুক্তিটি আনে ইনস্টাগ্রাম (Instagram Update)। গ্রাহকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সেটিংয়ে ‘ইয়োর অ্যাক্টিভিটি’ (Instagram Your Activity) বলে একটি অপশন রাখা হয়। তাতে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়। অর্থাৎ নেটমাধ্যমের নেশা কাটাতে কেউ চাইলে সেখানে ঢুকে নির্দিষ্ট সময়সীমা বেছে নিতে পারতেন। তাতে নির্দিষ্ট সময়ের পর তাঁর ফনে সতর্কবার্তা ঢুকত, যাতে বোঝা যেত একটি নির্দিষ্ট সময় তিনি ইনস্টাগ্রামে কাটিয়ে ফেলেছেন। এ বার তা বন্ধ করা উচিত।
আরও পড়ুন: TikTok-এর পাল্টা ! Facebook Reels এল বাজারে, থাকছে রোজগারের সুযোগ
এত দিন এই সময়সীমা ন্যূনতম ১০ মিনিট রাখা হয়েছিল। কিন্তু এ বার তা বাড়িয়ে করা হল ৩০ মিনিট। ‘ইয়োর অ্যাক্টিভিটি’র পরিবর্তে সেটিংয়ে ওই অপশনটিরও নাম বদলে রাখা হয়েছে ‘ডেইলি টাইম লিমিট’। তার মধ্যে ৩০ মিনিট, ৪৫ মিনিট, এক ঘণ্টা, দু’ঘণ্টা, তিন ঘণ্টার সময়সীমা রাখা হয়েছে। কেউ চাইলে সময়সীমা নাও রাখতে পারেন। তার জন্য ‘অফ’ বাটনটি এনাবেল করতে হবে। সম্প্রতি ‘টেক আ ব্রেক’ নামের একটি প্রযুক্তিও আনে ইনস্টাগ্রাম, যাতে গ্রাহকরা একটানা নেটমাধ্যমে না থাকেন।
ফেসবুক কর্ণধার মার্ক জাকারবার্গের (Mark Zuckerberg) সংস্থা মেটা প্ল্যাটফর্মসের (Meta Platforms) মালিকানাধীন ইনস্টাগ্রাম। ফেব্রুয়ারির শুরুতে মেটার ব্যবসা বড় ধাক্কা খায়। শেয়ার বাজারে প্রায় ২২ শতাংশ ধস নামে। এ ছাড়াও ২০২১-এর শেষ দুই ত্রৈমাসিকে ফেসবুকের গ্রাহক সংখ্যা দৈনিক প্রায় ১০ লক্ষ করে কমে যেতে থাকে। তাই ব্যবসায়িক স্বার্থেই ইনস্টাগ্রামের প্রযুক্তিতে রদবদল ঘটানো হলে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, গ্রাহকের স্বাস্থ্যের চেয়ে ব্যবসা বাড়ানোই এখন প্রধান লক্ষ্য মেটার। আরও বেশি সময় গ্রাহককে ধরে রাখতে চাইছে তারা। তাই এই পদক্ষেপ।