(Source: Matrize)
Internet Explorer Retirement: গুড বাই ইন্টারনেট এক্সপ্লোরার, স্মৃতিমেদুর নেটদুনিয়া
Internet Explorer News: ২৭ বছরের পথ চলায় ইতি। অবশেষে 'অবসর নিচ্ছে' ইন্টারনেট এক্সপ্লোরার। ১৫ জুন থেকে আর দেখা যাবে না মাইক্রোসফটের এই পুরোনো ব্রাউজার।
Internet Explorer News: ২৭ বছরের পথ চলায় ইতি। অবশেষে 'অবসর নিচ্ছে' ইন্টারনেট এক্সপ্লোরার। ১৫ জুন থেকে আর দেখা যাবে না মাইক্রোসফটের এই পুরোনো ব্রাউজার। তাই স্মৃতিপট হাতড়ে পুরোনোকে আলবিদা জানাচ্ছে নেটদুনিয়া। এক সময়ের ইন্টারনেটের একমাত্র অবলম্বনকে ঘিরে স্মৃতিমেদুর হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া।
Internet Explorer Retirement: কবে থেকে বন্ধ হচ্ছে পরিষেবা ?
গত বছরই ইন্টারনেট এক্সপ্লোরার বন্ধের বিষয়ে ঘোষণা করে দিয়েছিল মাইক্রোসফট। ১৫ জুনের পর উইন্ডোজ টেনের কিছু ভার্সনে আর দেখা মিলবে না এই ব্রাউজারের। বিকল্প হিসাবে মাইক্রোসফট এজ ব্যবহারের কথা বলেছে কোম্পানি। এবার থেকে ইন্টারনেট এক্সপ্লোরারে কেউ ক্লিক করলে তাকে মাইক্রোসফট এজ ব্রাউজারে নিয়ে যাবে কোম্পানি। কীভাবে এজ ব্যবহার করতে হবে তা নিয়েও রয়েছে টিউটোরিয়াল।
Internet Explorer News: পুরোনোকে বিদায় ! কী বলছে মাইক্রোসফট ?
কোম্পানির তরফে জানানো হয়েছে, মাইক্রোসফট এজ ইন্টারনেট এক্সপ্লোরারের থেকে দ্রুত, বেশি নিরাপদ ও আরও আধুনিক ব্রাউজিং অভিজ্ঞতা দিতে সক্ষম। পাশাপাশি এই ব্রাউজার এক্সপ্লোরের পুরোনো ঐতিহ্য ও অ্যাপ্লিকেশনগুলির মধ্যে সামঞ্জস্য বজায় রাখবে। মাইক্রোসফট এজ-এ ইনবিল্ট ইন্টারনেট এক্সপ্লোরার মোড ("IE মোড") রয়েছে। যাতে আপনি মাইক্রোসফট এজ থেকে সরাসরি সেই ইন্টারনেট এক্সপ্লোরার-ভিত্তিক ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশনগুলি অ্যাক্সেস করতে পারবেন। অন্তত তেমনই জানিয়েছেন মাইক্রোসফটের এজেন্ট পার্টনার গ্রুপ প্রোগ্রাম ম্যানেজার শন লিন্ডারসে।
Internet Explorer Retirement: আলবিদা জানিয়ে স্মৃতিমেদুর নেটদুনিয়া
প্রতিযোগিতার বাজারে ইন্টারনেট এক্সপ্লোরারের সামনে এসে গিয়েছিল নানা অপশন। সেই কারণে মাইক্রোসফট নিজেই এই ব্রাউজারের বিকল্প তৈরি করেছে। একটা সময় কেবল এই একক ব্রাউজারের ওপর নির্ভরশীল ছিল নেট দুনিয়া। অবসরের দিন এগিয়ে আসতেই এক্সপ্লোরারকে নিয়ে পুরোনো নিয়ে স্মৃতি তুলে ধরেছে নেটিজেনরা। সেই ক্ষেত্রে মিমের বন্যা বয়ে গিয়েছে ট্যুইটারে। অনেকেই কবরের ছবি দিয়ে ইন্টারেনেট এক্সপ্লোরারে পাশে লিখেছেন R.I.P। সেখানে জন্ম -মৃত্যুর তারিখ হিসাবে ১৯৯৫ থেকে ২০২২-এর সময়কাল উল্লেখ করা হয়েছে। কেউ অবশ্য মজার ছলে এক্সপ্লোরারের গতি নিয়ে তামাশা করেছেন। তাঁরা বলেছেন, 'এন্ড অফ অ্যান এরর'। তোমাকে আমরা মিস করব না এক্সপ্লোরার।
Internet Explorer News: কী দিয়ে গেল এক্সপ্লোরার ?
১৯৯৫ সালে বিশ্ববাজারে আত্মপ্রকাশ ঘটেছিল ইন্টারনেট এক্সপ্লোরারের। ২৭ বছর তৈরি একটি ব্রাউজার অবশেষে চিরতরে বন্ধ হচ্ছে। নেট দুনিয়ার ইতিহাস বলছে, আত্মপ্রকাশের মাত্র এক বছরের মধ্যে সর্বাধিক জনপ্রিয় সার্চ ইঞ্জিন হয়ে উঠেছিল এই ব্রাউজার। জাভাস্ক্রিপ্ট-সক্ষম থাকার কারণে ব্যবহারকারীদের JPEGs ও GIF দেখার অনুমতি দিয়েছিল এই ব্রাউজার। এবার সেই ঐতিহ্য বজায় রাখবে মাইক্রোসফট এজ ব্রাউজার।
কম্পিউটার সফটওয়্যারের ইতিহাস বলছে, কালের জীবনচক্রে এরকম অনেক ব্রাউজার এসেছে নেট দুনিয়ায়। কেউ কেউ সহজ-সরল ইন্টারফেসের কারণে ইউজারের মন জয় করেছে। অনেকে আবার প্রতিযোগিতার বাজারে হারিয়ে গিয়েছে। নতুনরা চলে আসায় তাদের মনে রাখেনি বিশ্ব। এবার সেই যান্ত্রিক বিশ্বে হারিয়ে যাওয়ার তালিকায় নাম লেখাল ইন্টারনেট এক্সপ্লোরার।
আরও পড়ুন : Google Map Update: কোথায় পাবেন দূষণমুক্ত হাওয়া ? জানিয়ে দেবে গুগল ম্যাপ