iPhone 13: ফ্লিপকার্ট এবং অ্যামাজনে আইফোন ১৩- র দামে ছাড়, কোথায় সেরা অফার?
iPhone: ৭ সেপ্টেম্বর লঞ্চ হবে আইফোন ১৪ সিরিজ। তার আগে আইফোন ১৩-র দামে রয়েছে ছাড়।
iPhone 13: আগামী ৭ সেপ্টেম্বর আইফোন ১৪ (iPhone 14 Series) সিরিজ লঞ্চ হতে চলেছে। তার আগে আইফোন ১৩ (iPhone 13)- র দামে ব্যাপক ছাড় দিচ্ছে ফ্লিপকার্ট (Flipkart)। ই-কমার্স সংস্থা অ্যামাজনেও (Amazon) পাওয়া যাচ্ছে আইফোন ১৩। সেখানেও রয়েছে দুর্দান্ত অফার। কোথায় কত ছাড় রয়েছে দেখে নিন।
ফ্লিপকার্ট এবং অ্যামাজনে আইফোন ১৩- র ১২৮ জিবি মডেল পাওয়া যাচ্ছে ৬৯,৯৯৯ টাকায়। তবে এর সঙ্গে যুক্ত হচ্ছে বেশ কিছু অফার। তার ফলে দাম আরও কিছুটা কমবে। অ্যামাজনে আইফোন ১৩- র ক্ষেত্রে ১৪,৯০০ টাকা এক্সচেঞ্জ অফার রয়েছে। আর কোনও ব্যাঙ্ক ডিল নেই এই ফোনের দামে। তবে আসন্ন Great Indian Festival Shopping ফেস্টিভ্যাল সেলে এই ফোনের দামে অনেক অফার দেওয়া হতে পারে।
ফ্লিপকার্টে আইফোন ১৩- র দামে রয়েছে এক্সচেঞ্জ অফার। এছাড়াও এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে নন-ইএমআই ট্রানজাকশনের ক্ষেত্রে ২০০০ টাকা ছাড় রয়েছে। এরপর ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে’জ সেলে আইফোন ১৩- র দাম আরও কমতে পারে।
এক্সচেঞ্জ অফার
মনে রাখতে হবে ই-কমার্স সংস্থায় যা এক্সচেঞ্জ অফার বলা হয় সবসময় তা পাওয়া যায় না। ফোনের কন্ডিশন এবং ব্র্যান্ডের উপর নির্ভর করে এক্সচেঞ্জ অফারের পরিমাণ। ফ্লিপকার্টের ক্ষেত্রে আইফোন ৭- এর পরিবর্তে আইফোন ১৩ কিনলে ৮৪৫০ টাকা এক্সচেঞ্জ অফার পাবেন। ফ্লিপকার্ট এবং অ্যামাজন দু’ক্ষেত্রেই বিভিন্ন রঙে আইফোন ১৩ পাওয়া যাচ্ছে।
আইফোন ১৩
অ্যাপেলের নিজস্ব এ১৫ বায়োনিক চিপ রয়েছে আইফোন ১৩ মডেলে। এছাড়াও রয়েছে ১২ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা। এর সঙ্গে ১ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসরও রয়েছে। ৫জি পরিষেবা, ফেস আইডি ফিচার, ৬.১ ইঞ্চির OLED ডিসপ্লে এবং একটি গ্লাস ব্যাক।
আইফোন ১৪ সিরিজ
আগামী ৭ সেপ্টেম্বর অ্যাপেলের লঞ্চ ইভেন্টে আইফোন ১৪ সিরিজ লঞ্চ হবে। আইফোন ১৪, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ মিনি এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স- এই চারটি ফোন লঞ্চ হতে পারে। প্রো মডেলে এ১৬ বায়োনিক চিপসেট থাকতে পারে। অন্য মডেলে এ১৫ বায়োনিক চিপসেট থাকার সম্ভাবনা রয়েছে। আইফোন ১৩ সিরিজের তুলনায় উন্নত মানের ব্যাটারি এবং ক্যামেরা সেনসর থাকবে আইফোন ১৪ সিরিজে। আইফোন ১৪ সিরিজের সঙ্গে অ্যাপেলের লঞ্চ ইভেন্টে অ্যাপেল ওয়াচ ৮ সিরিজ, নতুন এয়ারপডস এবং নতুন ম্যাকবুক লঞ্চেরও সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- ফ্লিপকার্ট-অ্যামাজনের জোড়া সেল, কী কী অফার পাবেন ক্রেতারা?